‘প্রতীক্ষা’ শিরোনামে কলকাতার একটি সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল তাসনিয়া ফারিণের। কিন্তু সিনেমাটি থেকে বাদ পড়েন এই নায়িকা। জানান, দুই বাংলার পরিস্থিতির কারণে শুটিং করতে পারবেন না। সেসময় সিনেমাটির প্রযোজক জানিয়েছিলেন। এরপর ফারিণের পরিবর্তে নতুন নায়িকার খোঁজ করছেন।
এবার শোনা যাচ্ছে, শূন্যস্থান পূরণ করতে প্রযোজক-পরিচালক নাকি নুসরাত ফারিয়ার কথা ভাবছেন। দেশের পাশাপাশি ফারিয়া ইতিমধ্যেই কলকাতার একাধিক ছবিতে অভিনয় করেছেন। আর তাই এই মুহূর্তে ফারিণের পরিবর্তে ফারিয়া থাকছেন ছবিটিতে, এমনই গুঞ্জন।
প্রযোজকের যুক্তি, ফারিণের মতো নুসরাত ফারিয়াও বাংলাদেশের অভিনেত্রী। প্রথম জন ভিসার কারণে আসতে না পারলে দ্বিতীয় জনেরও তো একই সমস্যা! তিনিই বা কী করে আসবেন?”
ফলে, বাংলাদেশের কোনও নায়িকাকে ছবির জন্য চাইছেন না তারা। অতনু রায় চৌধুরী জানিয়েছেন, আপাতত তারা কলকাতার কোনও নায়িকার ‘প্রতীক্ষা’তেই রয়েছেন।
আমার বার্তা/এমই