ই-পেপার মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ক্যানসারের খবর জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন আবুল হায়াত

বিনোদন ডেস্ক:
০৪ নভেম্বর ২০২৪, ১০:২১

প্রকাশ পেয়েছে দেশের বর্ষীয়ান অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’। শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক আয়োজনের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচিত হয়। যেখানে উপস্থিত ছিলেন এই অভিনেতা, তার স্ত্রী-সন্তান, আত্মীয় ও সহকর্মীরা।

নিজের বর্ণাঢ্য এক ক্যারিয়ারের গল্প বলবে এই বই। যে বইটি লিখেছেন আবুল হায়াত নিজেই। শুধু ক্যারিয়ারই নয়, ব্যক্তিগত জীবনের অনেক অজানা গল্প উঠে এসেছে অভিনেতার ‘রবি পথ’-এ।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পরিবারকে নিয়ে হাজির হয়ে ক্যানসারের খবরও জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। এসময় কান্নায় ভেঙে পড়েন তিনি। আবুল হায়াতের পাশে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায় তার স্ত্রী শিরিন হায়াতকেও।

প্রথমেই বই সম্পর্কে অভিনেতা বলেন, ‘জন্ম থেকে এ পর্যন্ত যেসব কথা মনে হয়েছে বলা দরকার, সেসবই বলেছি এই বইয়ে। সব মিলিয়ে নিজেকে প্রকাশের চেষ্টা করেছি। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে।’

আবুল হায়াত বলেন, ‘হঠাৎ মনে হয়েছিল, জীবনে তো অনেক ঘটনা আছে। ছোটবেলা থেকে অনেক কিছু দেখেছি। সেগুলো গুরুত্ব সহকারে তুলে ধরেছি বইতে। এ প্রজন্মের ছেলেমেয়েরা জানেও না, এ রকম পুরানো অনেক ঘটনা আছে। আমার পরিবার, বন্ধুবান্ধব সবাই উৎসাহ দিয়েছে। পরে ভাবলাম, লিখেই ফেলি।’

‘রবি পথ-কর্মময় ৮০’ লেখার গল্প বলতে বলতে একসময় মঞ্চের পরিবেশ ভারি হয়ে ওঠে। আবুল হায়াত কাছে টেনে নিলেন স্ত্রী শিরিন হায়াতকে। এসময় তার ক্যানসারের গল্প বলতে শুরু করেন।

কান্নাজড়িত কণ্ঠে আবুল হায়াত বললেন, ‘আজ থেকে তিন বছর আগে চিকিৎসক বললেন, আমার ক্যানসার হয়েছে। আমি জানতে পারলাম, আমি ক্যানসার রোগী। হাসপাতাল থেকে বাসা পর্যন্ত আর কথা বলতে পারিনি।’

এসময় স্ত্রীকে জড়িয়ে ধরে অভিনেতা বলেন, ‘এই মহিলা (শিরিন হায়াত) সারাক্ষণ আমাকে বলতে লাগল, আরে কী হয়েছে। এটা কি কোনো ব্যাপার নাকি। আমরা আছি। চিকিৎসা করব। যেখানে যা যা লাগে, আমরা করব। তুমি ভালো হয়ে যাবে। আমার মেয়েরা খবর পেয়েছে। তারাও বিভিন্নভাবে আমাকে বুঝিয়েছে।’

তিনি আরও বলেন, ‘‘এই খবর শুনে, আমার তো মন মানে না। রাতে খাবার খেয়েছি কি খাইনি, জানি না। বিছানায় শুয়ে পড়েছি। অন্ধকারে একা কাঁদছি। হঠাৎ টের পেলাম, উনি পাশে এসে শুয়েছেন। আমি তখনও নিঃশব্দে কাঁদছি। হঠাৎ ওনার একটা হাত আমার গায়ে এসে পড়ল। আমি ফুঁপিয়ে কেঁদে উঠলাম। তখন আমার স্ত্রী বলল- ‘আল্লাহতায়ালা এই রোগটা তোমাকে কেন দিল, আমাকে দেখতে পেল না?’ বলেই হাউমাউ করে কেঁদে আমাকে জড়িয়ে ধরল।’’

আবুল হায়াত নামে পরিচিত হলেও অভিনেতার ডাক নাম রবি। সেই নামেই নিজের আত্মজীবনীর নাম রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন আবুল হায়াত। ১৯৪৭ সালে পরিবারের সঙ্গে চলে আসেন চট্টগ্রামে। মাত্র ১০ বছর বয়সে মঞ্চে ওঠেন অভিনয়ের জন্য। যে অভিনয়ের সঙ্গে এখনও নিজেকে জড়িয়ে রেখেছেন অভিনেতা। এরপর ১৯৬৯ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে নাটকের পাশাপাশি ‘অজ্ঞাতনামা’, ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’সহ আরো কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৭ সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আমার বার্তা/এমই

রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান মৌসুমী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আরিফা জামান মৌসুমী। ১৯৭৩ সালের আজকের এই দিনে খুলনা শহরে জন্মগ্রহণ

আ.লীগ কল্পনায় দেখতে পাচ্ছে আমরা তাদের মিস করছি

সমাজে বা রাষ্ট্রের চলমান যেকোনো ইস্যুতে নিজের মতামত দিতে দেখা যায় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে।

শারমিন আঁখির বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড অর্জন

গ্লোবাল ব্র‍্যান্ড প্রদত্ত বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করেছেন জনপ্রিয় সংবাদ উপস্থাপক শারমিন আঁখি। শ্রেষ্ঠ

শিল্পকলায় নাটকের প্রদর্শনী বন্ধে যা বলছেন নাট্যজনরা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিক্ষোভের মুখে শনিবার (২ নভেম্বর) বন্ধ হয়ে যায় দেশনাটক দলের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইং স্টেটগুলোকে ‘টার্গেট’ ইরানি সাইবার গ্রুপের

আগামীতে পাটের নাম হবে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ: সাখাওয়াত

সংস্কার শেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন: নাহিদ ইসলাম

ভূমি অফিসের দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থায় সার্কুলার জারি হবে

৮ নভেম্বর থেকে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

জুলাই-আগস্টে আহত আরও ২৭ জনকে বিদেশে পাঠানো হবে

ভারতের আগ্রায় ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

গণপিটুনিতে সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগনে রূপম নিহত

নতুন সংগঠন ঢাকা ক্লাব অব আমেরিকার যাত্রা শুরু

নিরাপত্তা ব্যবস্থার রাজনৈতিক অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

ইন্টারনেটের দাম কমাতে কাজ করছে বিটিআরসি: চেয়ারম্যান

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৭

নয় শিল্প গ্রুপে রিসিভার বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক

প্রযুক্তি কাজে লাগিয়ে চিংড়ি উৎপাদন বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে ঠাঁই পেল বাংলা

প্রদর্শনী বন্ধ নিয়ে প্রেস সচিবের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে

ইউরোপে অবৈধদের বৈধতা ও জিএসপি নীতির সংশোধন চায় বাংলাদেশ

রিমান্ডে অসুস্থ হয়ে ফের ঢামেকে সাবেক নৌপরিবহন মন্ত্রী

দাম্ভিকতা থেকেই কর্ণফুলী টানেল তৈরি: উপদেষ্টা ফাওজুল

ঢামেকে পড়েছিল নবজাতকের মরদেহ