ওপার বাংলার তারকা জুটি দেব-রুক্মিণী। অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন সব জায়গাতেই সুপারহিট তারা। এদিকে দেবের জন্মদিন উপলক্ষে পার্টি ছিল একেবারে অন্যরকম।
‘মন মানে না’ থেকে ‘পাগলু ডান্স’- একের পর এক গানে নাচতে দেখা যায় তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে এসব ভিডিও শেয়ার করেছেন।
দেবকে শুভেচ্ছা জানিয়ে রুক্মিণী পোস্ট দিয়ে লিখেছেন, ‘এই বিশ্বের কাছে প্রার্থনা জানাই, শুধু তোমার জন্মদিন নয়, প্রতিটা দিন শুভ করার জন্য। এমনভাবেই চালিয়ে যাও।
‘আরও সফল হও। অপরাজিত থেকো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের জন্য ভালো কাজ করো। এই মহাবিশ্ব সবসময় তোমার পাশে থাকবে। শুভ জন্মদিন দেব, ভালোবাসা সব সময়ের জন্য।’
ম্যাচিং কালো পোশাকে এদিন পার্টিতে দেখা যায় এ তারকা জুটিকে। অভিনেত্রী মনামী ঘোষ জন্মদিনের পার্টির একঝাঁক ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। কেক কাটা, ছবি তোলার পাশাপাশি তারা জমিয়ে নাচলেন। ‘মন মানে না’ সিনেমার গানে দেব আর রুক্মিণীর নাচের মুহূর্তে হলো ক্যামেরাবন্দি।
দেবের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিল তাদের কাছের মানুষেরা। যিশু সেনগুপ্ত ও সৃজিত মুখার্জিকেও দেখা যায়। একটি ছবিতে দেবকে দেখা মিলল মনামী ঘোষের সঙ্গে ক্যামেরায় পোজ দিতে।
আমার বার্তা/এমই