গ্যাংস্টার সিনেমার ‘ইয়া আলি’ গান খ্যাত বলিউড সঙ্গীত পরিচালক, গায়ক জুবিন গর্গ মারা গেছেন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে না ফেরার দেশে পাড়ি জমান সংগীতশিল্পী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, স্কুবা ডাইভিং করার সময় গুরুতর আঘাত পান জুবিন। দ্রুত তাকে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শুরু হলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে।
জুবিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আসামের ক্যাবিনেট মন্ত্রী অশোক সিংঘল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে গায়কের মৃত্যুর খবর জানান তিনি। লেখেন,
আমাদের প্রিয় জুবিন গর্গের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত আমরা। আসাম শুধুমাত্র একটা কন্ঠস্বর নয়, হারালো নিজের হৃদস্পন্দন। জুবিন শুধু একজন গায়ক ছিলেন না, গোটা আসামের গর্ব ছিলেন তিনি। তার গানের মাধ্যমে বারবার গর্বিত হয়েছে আসাম। এই ক্ষতি সত্যি অপূরণীয়।
১৯৭২ সনের ১৮ নভেম্বরে মেঘালয় রাজ্যের তুরা শহরে জুবিন গর্গের জন্ম। সংগীতের প্রতি টান থাকায় ১৯৯২ সালে কণ্ঠশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন।
তিনি ১২টি যন্ত্র বাজাতে পারতেন। গান গাইতে পারতেন নানান ভাষায়। ক্যারিয়ারে ২০,০০০ থেকেও বেশি গান গেয়েছেন। তার হিট গানের মধ্যে রয়েছে কৃশ থ্রি সিনেমার ‘দিল তুহি বাতা’, পরাণ যায় জলিয়ারের ‘চোখের জলে’, গ্যাংস্টারের ‘ইয়া আলি’, পাগলু টুয়ের ‘খুদা জানে’ ইত্যাদি।
আমার বার্তা/এল/এমই