ই-পেপার শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

ভোটের মাঠে জোট কৌশলগত সিদ্ধান্ত, প্রয়োজনে নেব: নাহিদ ইসলাম

আমার বার্তা অনলাইন:
১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৫
এনসিপির জাতীয় সমন্বয় সভায় বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন বা ভোটের মাঠে অন্য দলের সঙ্গে জোট বা কোয়ালিশন করা কৌশলগত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নিতে হলে সময়মতো আমরা নেব। কিন্তু আমাদের কারও সঙ্গে এলাইন করে ভাবার সুযোগ নেই।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির জাতীয় সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। এতে দলটির বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটির শীর্ষ নেতারা অংশ নেন। এছাড়া এনসিপির অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, অন্য সব দল থেকে আমরা আলাদা। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারছি না বলেই আমরা একটা নতুন রাজনৈতিক দল। আমরা বিএনপি পছন্দ করি না, আমরা জামায়াতে ইসলাম সমর্থন করি না, আমরা অন্য দলগুলোকেও এই মুহূর্তে বাংলাদেশের জন্য উপযুক্ত মনে করছি না। এ কারণেই আমরা সবাই মিলে নতুন একটা দল করেছি। ফলে আমরা আমাদের নিজেদের দল করব, নিজেদের পায়ে দাঁড়াবো—এটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা কারও সঙ্গে যাব কিনা, সেটা আমাদের সেকেন্ডারি বিষয়। আমরা আমাদের পথচলায় এগিয়ে যাব। কেউ যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চায়, তাদের স্বাগত জানানো হবে।

তিনি বলেন, এনসিপি একটি স্বতন্ত্র রাজনৈতিক দল, তার একটি স্বতন্ত্র লক্ষ্য ও আদর্শ রয়েছে। সেই লক্ষ্য ও আদর্শ নিয়ে আমরা জনগণের কাছে যাব। আমরা নিজেদের মাটি শক্ত করে প্রতিষ্ঠিত হব। এটাই আমাদের প্রত্যাশা। ফলে কেউ যদি জিজ্ঞেস করে, আমরা জোটে যাব কিনা, তাহলে সে বিষয়ে আমাদের অবস্থান হলো—এনসিপি নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করবে, নিজের রাজনীতি করবে।

সভা শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, এনসিপি তার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই এগোবে। কোনো রাজনৈতিক দল যদি মনে করে, এই লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে তারা একমত, তাহলে তারা আমাদের সঙ্গী হতে পারে।

এনসিপি আহ্বায়ক বলেন, জামায়াত ইসলামের নেতৃত্বে যে যুগপৎ আন্দোলন হচ্ছে, সে আন্দোলনে এনসিপি নেই। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না। এর বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষ পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করেই যেন জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক চিন্তাভাবনা করছি না।

তিনি আরও বলেন, দ্রুত সাংগঠনিক বিস্তারের নির্দেশনা দিয়েছি। আগামী অক্টোবর মাসের মধ্যেই আমাদের প্রত্যেকটি জেলা–উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত আহ্বায়ক কমিটি গঠিত হবে। সমন্বয়কারী কমিটি থেকে আহ্বায়ক কমিটিতে রূপান্তর হবে।

ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে নাহিদ বলেন, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা এবং নতুন সংবিধানের জন্য এনসিপি আগামী দিনে কর্মসূচি নেবে। আমরা জুলাই পদযাত্রায় যেরকম জেলা সদরভিত্তিক কর্মসূচি নিয়েছিলাম, এবার আমরা উপজেলাভিত্তিক কর্মসূচি নেব। আমরা প্রত্যেকটা উপজেলায় যাব। ইতোমধ্যে ‘উঠান বৈঠক’ নামে একটি কর্মসূচি চলমান আছে গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে। আমরা এবার উপজেলাভিত্তিক কর্মসূচিতে যাব।

দলের নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, নিবন্ধনের বিষয়টিও আমাদের জানানো হয়েছে। নিবন্ধন পেতে যাচ্ছি। প্রতীকের বিষয়ে আমাদের কিছু বলা হয়নি। আমরা যখন নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, তখন তারা কোনো আইনে যুক্তি দিতে পারেননি। বলেননি কেন শাপলা প্রতীক দেওয়া যাবে না। ফলে আমরা আশা রাখছি, শাপলা প্রতীক পাব।

আমার বার্তা/এমই

বিপ্লব তখনই সফল হবে যখন সংগঠন শক্তিশালী ও সুসংগঠিত হবে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো বিপ্লব তখনই সফল হবে যখন সংগঠন

নির্বাচন বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চলছে বলে অভিযোগ সিপিবির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং দেশে বিরাজনীতিকীকরণের শক্তিকে সামনে আনতে নানা ধরনের অপতৎপরতা

গণ-অভ্যুত্থানের পরও দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে: ইফতেখারুজ্জামান

গণ-অভ্যুত্থানের পরও দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)

দেশে গ্রহণযোগ্য নির্বাচনই এখন সবচেয়ে জরুরি: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাঠে জোট কৌশলগত সিদ্ধান্ত, প্রয়োজনে নেব: নাহিদ ইসলাম

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে গুরুত্বারোপ ড. ইউনূসের

নিম্নকক্ষ নির্বাচন হবে আসনভিত্তিক, উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে

গজারিয়ায় সেলাই মেশিন ও হুইলচেয়ার দিলেন কামরুজ্জামান রতন

জাতিসংঘ অধিবেশনে প্রাধান্য পাবে গাজা ও ফিলিস্তিনিদের প্রসঙ্গ

জয়পুরহাটে শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

বিপ্লব তখনই সফল হবে যখন সংগঠন শক্তিশালী ও সুসংগঠিত হবে: ফখরুল

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারে চেক বিতরণ করল বিআরটিএ

পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

নির্বাচন বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চলছে বলে অভিযোগ সিপিবির

সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

মুজিবনগর সীমান্তে একই পরিবারের চার জনকে পুশব্যাক

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে যাওয়া দুজনের মরদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া ও রামগতিতে ৬৭০ বস্তা সরকারি সার জব্দ

গণ-অভ্যুত্থানের পরও দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে: ইফতেখারুজ্জামান

গণঅভ্যুত্থানকালে কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেপ্তার

এ সপ্তাহে বাংলাদেশে আসছে ইইউ’র প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল

চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসী খুন

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করলো তালেবান

দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট