
টালিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সম্প্রতি ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। জানা গেছে, তিনি বারাণসীতে গোপনীয়ভাবে দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেছেন। কয়েক মাস আগে হিরণ ও তার নতুন স্ত্রী একে অপরের প্রতি মনোভাব পরিবর্তন করেছিলেন এবং সেই সিদ্ধান্ত এবার সাতপাকে পরিণত হলো।
হিরণের নতুন জীবনসঙ্গী ঋতিকা গিরি একজন প্রতিভাবান মডেল এবং আইনজীবী। সোশ্যাল মিডিয়ায় তার পরিচয় অনুযায়ী, তিনি ২০২২ সালে ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এছাড়া, ২০১৯ সালে পূর্ব ভারতের বিউটি পেজেন্টে অংশগ্রহণ করে জয়ী হন। শুধু মডেলিং নয়, ঋতিকা জাতীয় স্তরের যোগাতে স্বর্ণপদক জয়ী এবং আধ্যাত্মিকতার প্রতি দৃঢ় বিশ্বাসী। তিনি কৃষ্ণ-রাধার ভক্তও।
হিরণ চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা ঘোষের সঙ্গে ২০০৬ সালে বিবাহ হয়েছিল। তাদের চার বছরের প্রেমের পর বিয়ে হয়েছিল এবং তাদের একটি কন্যা সন্তান, নিয়াসা চট্টোপাধ্যায় রয়েছে। ১৬ বছরের দাম্পত্যের পর ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। যদিও প্রথমে হিরণ এই বিচ্ছেদের খবরকে ‘অসত্য’ দাবি করেছিলেন।
টালিউডে হিরণের যাত্রা শুরু হয় ২০০৭ সালে ‘নবাব নন্দিনী’ সিনেমার মাধ্যমে। এরপরে ‘ভালোবাসা ভালোবাসা’, ‘চিরসাথী’, ‘মাঝিকিনে’ প্রভৃতি ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে তিনি নিজের অবস্থান শক্তিশালী করেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী হয়ে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন।
নতুন বিবাহের মধ্য দিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনও নতুন দিগন্তে প্রবেশ করেছে, যেখানে অভিনেতা ও রাজনীতিবিদ হিসেবে তার পরিচিতি আরও বিস্তৃত হয়েছে।

