ই-পেপার বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

দশ দিনে পেরিয়ে গেলেও মেলেনি সংস্কার, সর্বাত্মক কর্মবিরতির হঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক:
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৬

দশ দিন পেরিয়ে গেলেও মেলেনি সংস্কার, সারাদেশে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যেতে পারে নার্সিং ও মিডওয়াইফারি সেবায় জড়িত কর্মকর্তা কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সরেজমিনে দেখা গেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে নার্সিং ও মিডওয়াইফারি সেবায় জড়িত কর্মকর্তা কর্মচারীরা।

মিটফোর্ড হাসপাতালে নার্সদের সংস্কার চেয়ে সিনিয়র স্টাফ নার্স মো. বিল্লাল হোসেন জানান , "আমাদের নার্স শিক্ষকদের যখন পদায়ন করা হয় তখন নামমাত্রে পদোন্নতি দেয়া হয়। উদাহরণ স্বরূপ আমাদের একজন সিনিয়র স্টাফ নার্সকে পদোন্নতি দিয়ে যখন সুপারভাইজার করা হয়, তখন বলা হয় দশম গ্রেডে আপনি নিজ বেতনে চাকরি করবেন। ইভেন ডেপুটি সুপারেন্টেন নার্স থেকে শুরু করে নার্সিং সুপারেন্টেন পর্যন্ত নাম মাত্রে পদায়ন করা হয়।তখনও বলা হয় নিজ বেতনে আপনি চাকরি করবেন। পৃথিবীর কোথাও কোন প্রতিষ্ঠানে এমন রীতিনীতি আছে কিনা তা আমার জানা নেই, আমরা এটা মেনে নিতেও পারিনা"।

এ সময় মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সেবায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা মিছিল সহ শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

অপরদিকে আজ দুপুরের দিকে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার চেয়ে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নার্সিং সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।এ সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য মর্জিনা আক্তার বলেন,আমরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন না ঘটিয়ে গত ৯ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত আমাদের এক দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি অব্যাহত রাখবো।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য মোঃ নিজাম উদ্দিন বলেন, আমরা যেহেতু রোগীদের সেবায় নিয়োজিত আছি তাই আজ বৃহস্পতিবারের কঠোর কর্মসূচি না দিয়ে

আগামী রবিবার আমরা প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রধানের কর্মসূচি রেখেছি। তবে আমাদের যে দাবি ছিল 'সে ফর ওয়ান পয়েন্ট ডিমান্ভ ' সে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর আহবায়ক কমিটির সদস্য মো. মাসুদ পারভেজ,নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য নাসরিন সুলতানা সহ নার্সিং সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।

সকাল সাড়ে ১১ টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন নার্সি ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নার্সিং সুপারভাইজার বকুল রানী বলেন, আমরা বিশ্বের অন্যান্য দেশের মতো হাসপাতালে রোগীদের পাশে নিয়মিত সেবা দান করে আসছি। আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি প্রশাসনের কিছু ক্যাডার কর্মকর্তার ঔদ্ধত আচরণ ও কটুক্তির কারণে। আমাদের উপযুক্ত নার্সদের সঠিক জায়গায় না বসিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আমলাদের বসিয়ে আমাদেরকে নিয়মিত হয়রানি মূলক বদলি করা হচ্ছে। তাই আমরা সারা বাংলাদেশে চিকিৎসা সেবা কাজে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা আজ এক দফার দাবিতে সোচ্চার হয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

নার্সিং সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সাব্বির মাহমুদ তিহান বলেন, আমরা দীর্ঘ দশ দিন যাবত আমাদের এক দফা সংস্কারের দাবি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছি। আমাদের দাবিগুলো খুবই সাধারণ এবং যৌক্তিক। বিগত নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিল হবে সকল নন-মেডস ক্যাডার প্রশাসন অপসারণ পূর্বক এইসব পদে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নার্সদের পদায়ন নিশ্চিত করা। কিন্তু এখন পর্যন্ত আমরা আশানুরূপ কোন ফলাফল পাইনি। মাননীয় প্রধান উপদেষ্টা এবংস্বাস্থ্য উপদেষ্টার বরাবরে আমরা জানাতে চাই আমরা সেবার মানুষ, সেবার মাধ্যেই আমরা মানসিক শান্তি খুঁজে পাই। যদি আমাদের যৌক্তিক দাবি গুলো পূরণ করা না হয় তাহলে আমরা সেবায় মনোনিবেশ করতে পারছি না। আমাদেরকে সেবায় ফিরিয়ে দেয়ার সুযোগ করে দিন। আমরা রাস্তায় নামতে চাই না। এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ হোসেন, জাতীয় বার্ন ইন্সটিটিউটের নার্সিং সংস্কার পরিষদের আহবায়ক কামরুন নাহার সহ নার্সিং সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।

আমার বার্তা/এম রানা/এমই

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন ঢাকা

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮১

ডেঙ্গু আক্রন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে

আবার এক দফা দাবিতে নার্সদের ৪ ঘণ্টার কর্ম বিরতি

আবার  এক দফা দাবিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে নার্সিং সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২১৮

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয় এক হাজার ২১৮
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি মানিক কারাগারে

সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকতে বললেন পররাষ্ট্র উপদেষ্টা

বাফুফে সভাপতি পদে মনোনয়ন ফরম নিলেন তাবিথ আউয়াল

বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটে অন্তর্ভুক্তির দাবি

মিরপুরে অভিনব কায়দায় চাঁদাবাজি ও প্রতারণা, ৫৭ লাখ টাকা উদ্ধার

লেবাননে ইসরায়েলের বর্বরোচিত হামলায় ৫ চিকিৎসকসহ নিহত ১০

ঢামেক হাসপাতালে চুরির অভিযোগে নারীসহ আটক ২

কারওয়ান বাজারের সিন্ডিকেটকে দুষলেন বনানীর সবজি ব্যবসায়ীরা

বাংলাদেশে পুলিশ সংস্কারে সুইডেনের মডেল ও ডিজিটাল পেমেন্টের ভূমিকা

ড. ইউনূসের রিসেট বাটনের ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার দপ্তর

অতীত থেকে শিক্ষা না নিয়ে বারবার কেন একই পথে হাঁটে আ.লীগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৬.৭৮ শতাংশ: ইপিবি

আপনার কোন অভ্যাসগুলো ক্ষতিকর জেনে নিন

কোচ ইস্যুতে তামিমের কথার জবাব দিলেন সালাউদ্দিন

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

ডিসি নিয়োগে দুর্নীতি তদন্তে উপদেষ্টা কমিটির গেজেট প্রকাশ

ইরানে ইসরায়েলি হামলা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর আলোচনা

গণতন্ত্রের ধারা বহমান রাখতে সুষ্ঠু নির্বাচন করতে হবে: তারেক

আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন