ই-পেপার রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

দশ দিনে পেরিয়ে গেলেও মেলেনি সংস্কার, সর্বাত্মক কর্মবিরতির হঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক:
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৬

দশ দিন পেরিয়ে গেলেও মেলেনি সংস্কার, সারাদেশে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যেতে পারে নার্সিং ও মিডওয়াইফারি সেবায় জড়িত কর্মকর্তা কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সরেজমিনে দেখা গেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে নার্সিং ও মিডওয়াইফারি সেবায় জড়িত কর্মকর্তা কর্মচারীরা।

মিটফোর্ড হাসপাতালে নার্সদের সংস্কার চেয়ে সিনিয়র স্টাফ নার্স মো. বিল্লাল হোসেন জানান , "আমাদের নার্স শিক্ষকদের যখন পদায়ন করা হয় তখন নামমাত্রে পদোন্নতি দেয়া হয়। উদাহরণ স্বরূপ আমাদের একজন সিনিয়র স্টাফ নার্সকে পদোন্নতি দিয়ে যখন সুপারভাইজার করা হয়, তখন বলা হয় দশম গ্রেডে আপনি নিজ বেতনে চাকরি করবেন। ইভেন ডেপুটি সুপারেন্টেন নার্স থেকে শুরু করে নার্সিং সুপারেন্টেন পর্যন্ত নাম মাত্রে পদায়ন করা হয়।তখনও বলা হয় নিজ বেতনে আপনি চাকরি করবেন। পৃথিবীর কোথাও কোন প্রতিষ্ঠানে এমন রীতিনীতি আছে কিনা তা আমার জানা নেই, আমরা এটা মেনে নিতেও পারিনা"।

এ সময় মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সেবায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা মিছিল সহ শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

অপরদিকে আজ দুপুরের দিকে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার চেয়ে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নার্সিং সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।এ সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য মর্জিনা আক্তার বলেন,আমরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন না ঘটিয়ে গত ৯ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত আমাদের এক দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি অব্যাহত রাখবো।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য মোঃ নিজাম উদ্দিন বলেন, আমরা যেহেতু রোগীদের সেবায় নিয়োজিত আছি তাই আজ বৃহস্পতিবারের কঠোর কর্মসূচি না দিয়ে

আগামী রবিবার আমরা প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রধানের কর্মসূচি রেখেছি। তবে আমাদের যে দাবি ছিল 'সে ফর ওয়ান পয়েন্ট ডিমান্ভ ' সে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর আহবায়ক কমিটির সদস্য মো. মাসুদ পারভেজ,নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য নাসরিন সুলতানা সহ নার্সিং সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।

সকাল সাড়ে ১১ টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন নার্সি ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নার্সিং সুপারভাইজার বকুল রানী বলেন, আমরা বিশ্বের অন্যান্য দেশের মতো হাসপাতালে রোগীদের পাশে নিয়মিত সেবা দান করে আসছি। আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি প্রশাসনের কিছু ক্যাডার কর্মকর্তার ঔদ্ধত আচরণ ও কটুক্তির কারণে। আমাদের উপযুক্ত নার্সদের সঠিক জায়গায় না বসিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আমলাদের বসিয়ে আমাদেরকে নিয়মিত হয়রানি মূলক বদলি করা হচ্ছে। তাই আমরা সারা বাংলাদেশে চিকিৎসা সেবা কাজে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা আজ এক দফার দাবিতে সোচ্চার হয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

নার্সিং সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সাব্বির মাহমুদ তিহান বলেন, আমরা দীর্ঘ দশ দিন যাবত আমাদের এক দফা সংস্কারের দাবি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছি। আমাদের দাবিগুলো খুবই সাধারণ এবং যৌক্তিক। বিগত নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিল হবে সকল নন-মেডস ক্যাডার প্রশাসন অপসারণ পূর্বক এইসব পদে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নার্সদের পদায়ন নিশ্চিত করা। কিন্তু এখন পর্যন্ত আমরা আশানুরূপ কোন ফলাফল পাইনি। মাননীয় প্রধান উপদেষ্টা এবংস্বাস্থ্য উপদেষ্টার বরাবরে আমরা জানাতে চাই আমরা সেবার মানুষ, সেবার মাধ্যেই আমরা মানসিক শান্তি খুঁজে পাই। যদি আমাদের যৌক্তিক দাবি গুলো পূরণ করা না হয় তাহলে আমরা সেবায় মনোনিবেশ করতে পারছি না। আমাদেরকে সেবায় ফিরিয়ে দেয়ার সুযোগ করে দিন। আমরা রাস্তায় নামতে চাই না। এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ হোসেন, জাতীয় বার্ন ইন্সটিটিউটের নার্সিং সংস্কার পরিষদের আহবায়ক কামরুন নাহার সহ নার্সিং সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।

আমার বার্তা/এম রানা/এমই

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ জন

বেশ কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে

মৃত্যুহীন দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ২৯৪ জন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২৬ জনই বরিশাল

বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও ৬৬ জন আক্রান্ত

ডেঙ্গুর হটস্পট বরগুনায় নতুন করে আরও ৬৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি মাসের প্রথম

বসুন্ধরা চক্ষু হাসপাতালে ৩৮ জনের ছানি অপারেশন

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরিব ও দুস্থ আরও ৩৮ জন রোগীর বিনামূল্যে চোখের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুর্কমেনিস্তানকে ৭ গোলে ভাসিয়ে বাংলাদেশের তিনে তিন

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ জন

যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারা সংখ্যানুপাতিক নির্বাচন চায়

গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে ভোটের বিকল্প নেই: রুহুল কবীর রিজভী

আমাদের এবারের আন্দোলন নতুন বাংলাদেশ গঠনের: নাহিদ ইসলাম

পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তুলতে সংস্কারের বিকল্প নেই

আগস্টে বাংলাদেশে আসছে না ভারত, সিরিজ পিছিয়ে গেল ১৩ মাস

সরকারি ছাড়পত্র না পাওয়ায় চীনে যাওয়া অনিশ্চিত শাবি ও কুবি উপাচার্যের

কারবালার ঘটনা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে

১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ, চিঠিতে স্বাক্ষর করলেন ট্রাম্প

যশোরে ২৩টি স্বর্ণেরবারসহ ২ চোরাকারবারি আটক

শেখ হাসিনা আমলের লুটপাটকে থিম করে নতুন পোস্টার প্রকাশ

ইলিশের চড়া দামে নিম্ন ও মধ্যবিত্তের পাতে জুটছে না ইলিশ

পানিতে হলুদ মেশানোর ট্রেন্ড শুরু হলো যেভাবে

মৃত্যুহীন দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ২৯৪ জন

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মোবাইলে যেসব অ্যাপের কারণে ফাঁসতে পারেন সাইবার প্রতারণায়

ভোলায় অবৈধ কারেন্ট জালসহ শুল্ক ফাঁকি দেয়া বিদেশি পণ্য জব্দ

আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ সই করলেন ট্রাম্প

রাজনৈতিক দলগুলো একমত হলে স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকানো যাবে