ই-পেপার বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

চিকিৎসকদের ৭ দফা দাবিতে ভিসির সঙ্গে এনডিএফের বৈঠক

আমার বার্তা অনলাইন:
১৫ এপ্রিল ২০২৫, ১৫:৪৪

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রেসিডেন্ট এবং নন-রেসিডেন্ট চিকিৎসকদের পরীক্ষা ফি ও ভর্তি ফি কমানো, সেগমেন্টাল পাস, ক্যারি অন চালু, পাশের হার, পরীক্ষা পদ্ধতির সংস্কারসহ ৭ দফা দাবি জানিয়েছে । এসব দাবি পূরণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংগঠনটির বিএমইউ শাখার নেতারা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে এনডিএফ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আতিয়ার রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএমইউ উপাচার্য অধ্যাপক মো. শাহিনুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের সাত দফা যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানান এবং দ্রুত বাস্তবায়নের দাবি তুলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশ্বস্ত করেন আগামী একাডেমিক কাউন্সিলের বৈঠকে এসব প্রস্তাবনা উপস্থাপন করা হবে এবং যৌক্তিক বিষয়গুলো বাস্তবায়নে প্রশাসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের সাত দফা দাবি

১. রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি সংস্কার কমিটি গঠন: যুগোপযোগী কোর্স কারিকুলাম, হাতে-কলমে ট্রেইনিং, ই-লগবুক, সমান সুযোগ-সুবিধা, নির্ধারিত বেতন কাঠামো, ইনক্রিমেন্ট, উৎসব ও চিকিৎসা ভাতাসহ একটি সমন্বিত ব্যবস্থার দাবি করা হয়। কোয়ালিটি অ্যাসিউরেন্স টিম গঠন ও ট্রেনিংয়ের স্বীকৃতিও অন্যতম দাবি।

২. সেগমেন্টাল পাস চালু: ২০২৫ সালের জানুয়ারি সেশন থেকেই সেগমেন্টাল পাস চালুর দাবি জানানো হয়। এ ব্যবস্থার মাধ্যমে একজন পরীক্ষার্থী একটি পার্টে ফেল করলেও পাস করা পার্টের ফল ধরে রেখে পরবর্তীতে ফেল করা পার্টে পুনঃপরীক্ষার সুযোগ পাবেন।

৩. পরীক্ষা পদ্ধতির সংস্কার: আন্তর্জাতিক মানে পরীক্ষার আধুনিকায়ন, পাস রেটের অসামঞ্জস্য দূরীকরণ, ফলাফল দ্রুত প্রকাশ, পরীক্ষক ও প্রশিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং রিভিউ সিস্টেম চালুর দাবি রয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানেও পরীক্ষাকেন্দ্র চালুর দাবি উঠে আসে।

৪. ভর্তি পরীক্ষাকেন্দ্রিক সংস্কার: ভর্তি ফি সর্বোচ্চ ১,০০০ টাকা নির্ধারণ, ইন্টার্নশিপ পরবর্তী এক বছর অপেক্ষার শর্ত বাতিল, মাল্টিপল সাবজেক্ট চয়েজ, ওয়েটিং লিস্ট এবং মাইগ্রেশন সিস্টেম চালুর প্রস্তাবনা দেওয়া হয়।

৫. ফেইজ-এ, ফেইজ-বি এবং ডিপ্লোমা পরীক্ষার সংস্কার: পরীক্ষা ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা এবং ভর্তি ফি সর্বোচ্চ ১০,০০০ টাকায় সীমিত রাখা, সরকারি চিকিৎসকদের জন্য ডেপুটেশনের সময় বুনিয়াদি প্রশিক্ষণের সুযোগ নিশ্চিতকরণের দাবি জানানো হয়।

৬. ক্যারিঅন সিস্টেম চালু: কোনো পরীক্ষায় ফেল করলে শিক্ষার্থীদের জন্য এক বছরের ক্যারিঅন সিস্টেম চালুর দাবি করা হয়, যাতে তারা ট্রেনিং চালিয়ে যেতে পারেন এবং পরবর্তীতে শুধু ফেল করা পরীক্ষায় অংশ নিতে পারেন।

৭. ডিপ্লোমা ডিগ্রির নাম পরিবর্তন: আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যভাবে ডিপ্লোমা ডিগ্রির নামকরণ ও গবেষণাভিত্তিক শিক্ষা জোরদার করার দাবি জানানো হয়।

সাক্ষাৎ শেষে এনডিএফ বিএমইউ শাখার নেতারা আশাবাদ ব্যক্ত করেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এসব যৌক্তিক দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তারা বলেন, শিক্ষার্থীদের টেকসই উন্নয়নের স্বার্থে এই সংস্কারগুলো সময়ের দাবি।

আমার বার্তা/এল/এমই

গ্রীষ্মের গরমে শিশু ও নবজাতকের যত্ন

গ্রীষ্মের এই অসহনীয় গরম থেকে স্বস্তি পেতে প্রাপ্তবয়স্করা একটু পর পর চোখে-মুখে পানির ঝাপটা দিচ্ছেন,

সিএইচসিপি কর্মীদের তিন দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

স্থায়ীত্বের কোনো নিশ্চয়তা নেই– এমন বাস্তবতায় দ্রুত টানা ৯ মাসের বেতন বকেয়া, বকেয়া বেতন পরিশোধসহ

আন্তর্জাতিক সম্মানজনক পুরস্কারে ভূষিত হলেন বিএমইউর তিন চিকিৎসক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চক্ষু বিজ্ঞান বিভাগের তিন চিকিৎসক আন্তর্জাতিক পর্যায়ে সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন।

পান্তা খাওয়ার উপকারীতা

বাংলাদেশের প্রাচীন কৃষি সভ্যতা, মানুষের অর্থনৈতিক প্রজ্ঞা ও সামাজিক প্রথা আর খাদ্য ব্যবস্থা জড়িত পান্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল: নজরুল

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক বিএনপির

সারাদেশে ডিম-মুরগির উৎপাদন পহেলা মে থেকে বন্ধ ঘোষণা

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছোলো

অনেক মিষ্টি কিনেছি কোনো দোকানদার ভ্যাটের রিসিট দেননি

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ

জন্মই ওদের আজন্ম পাপ

গ্রীষ্মের গরমে শিশু ও নবজাতকের যত্ন

দাবদাহে হিট স্ট্রোক রোধে নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের র‌্যালি

১৪০ কোটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক

ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

‘বাংলাদেশের পরিস্থিতি জানেন না? এত তাড়াহুড়োর কী ছিল?’

অপতথ্য নিয়ে কাজ করা সংস্থা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এ ক্যারিয়ার

বৃষ্টির পরেও বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান মেলেনি ১৩ বছরেও

বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা

বায়ার্নকে কাঁদিয়ে সেমিফাইনালে ইন্টার মিলান

শেয়ার মার্কেট ট্রেড করেছি প্রমাণ করতে পারলে সবকিছু দিয়ে দেব: সাকিব

প্রাথমিক শিক্ষকদের জেলা থেকে জেলায় বদলি আবেদন শুরু