ডেঙ্গুর হটস্পট বরগুনায় নতুন করে আরও ৬৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি মাসের প্রথম চার দিনে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৩২ জন। আর চলতি বছর জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৭ জনে। এবং এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন।
শনিবার (৫ জুলাই) বরগুনার সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৬ জন, আমতলী উপজেলায় ৫ জন, বেতাগী ও তালতলী উপজেলায় ১ জন করে এবং বামনা পাথরঘাটা উপজেলায় ২ জন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২২৭ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৮১ জন, আমতলী উপজেলায় ৬ জন, বেতাগীতে ৩ জন, বামনায় ১৮ জন, পাথরঘাটায় ১০ জন এবং তালতলী উপজেলায় ৯ জন চিকিৎসাধীন।
জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৪ জন, তালতলী উপজেলায় ৪৭ জন, বামনা উপজেলায় ৯৬ জন, বেতাগী উপজেলায় ৩৫ জন, আমতলী উপজেলায় ৪২ জন এবং পাথরঘাটা উপজেলায় ১৪৩ জন।
অন্যদিকে, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২৪ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এবং ১ জনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং ৩ জনের বাড়ি বেতাগী উপজেলায়।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
এ সময় তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দেন।
আমার বার্তা/এল/এমই