যুক্তরাষ্ট্রে একটি বিমানে সহযাত্রীর উপর হামলার ঘটনায় ২১ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম ইশান শর্মা। নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার ফিলাডেলফিয়া থেকে মায়ামিগামী ফ্রন্টিয়ার ফ্লাইটে এই ঘটনা ঘটে।
শুক্রবার (৪ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
অভিযুক্ত তরুণের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ফ্লাইটটি ফিলাডেলফিয়া থেকে উড়ার কিছুক্ষণ পরই ইশান শর্মা কোনো কারণ ছাড়াই সহযাত্রী কিয়ানু ইভান্সকে আক্রমণ করেন। ফ্লাইটটি মায়ামিতে অবতরণ করার পরই তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভুগী ইভান্স গনমাধ্যমকে জানান, তার গলা চেপে ধরার ঠিক আগ মুহূর্তে ইশান শর্মা তার পেছনের আসনে বসে অদ্ভুদ কিছু কথা বলছিলেন এবং মৃত্যু হুমকি দিচ্ছিলেন। হুমকিতে বলেন, তুমি তুচ্ছ, মরণশীল মানুষ, যদি তুমি আমাকে চ্যালেঞ্জ করো তবে তা তোমার মৃত্যুর কারণ হবে।
ইভান্স আরও বলেন, আমি যখন সাহায্যের জন্য ইমার্জেন্সি বোতাম চেপে ফ্লাইটের স্টাফদের ডাকি, তখনই ইশান শর্মা আকস্মিক আক্রমণ করেন।
গ্রেপ্তারের পর ইশান শর্মার আইনজীবী জানান, আমার মক্কেল ধ্যান করছিলেন, এবং তার প্রার্থনা ইভান্স ভুল ব্যাখ্যা করে হুমকি হিসেবে নিয়েছিলেন। তবে বিচারক এতে সন্তুষ্ট হননি। বিচারক ইশান শর্মার জামিনের জন্য ৫০০ ডলার নির্ধারণ করেন এবং তাকে ভুক্তভোগীর সংস্পর্শে আসা বা তার স্কুল ও কর্মস্থলের আশেপাশে যাওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেন।
আমার বার্তা/এল/এমই