ইসরায়েলের বর্বরোচিত বিমান হামলায় দক্ষিণ লেবাননে পাঁচ চিকিৎসকসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহতদের অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে যা ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) লেবাননের সিভিল ডিফেন্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গভীর রাতে সাউথ গভর্নরেটের টায়ার জেলার দেরদঘায়া শহরের সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় তাদের পাঁচ কর্মী নিহত হয়েছেন। হতাহতরা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন এবং জরুরি ডাকে সাড়া দিতে প্রস্তুত ছিল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই জেলার ওয়ার্দানিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত। এ ছাড়া আহত হয়েছেন ১২ জন। তবে তারা কি ধরনের আঘাত পেয়েছে তা স্পষ্ট করেনি।
নিহতদের অনেকের দেহের ছিন্নভিন্ন অংশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে বলেও জানিয়েছে দেশটির মন্ত্রণালয়।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তু দাবি করে লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে এক হাজার ৩২৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
এ ছাড়া আহত হয়েছেন তিন হাজার ৭০০ জনের বেশি মানুষ। আর বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখের বেশি। সূত্র: আনাদোলু এজেন্সি
আমার বার্তা/জেএইচ