ই-পেপার রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

আমার বার্তা অনলাইন
৩১ অক্টোবর ২০২৪, ০৯:৪১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ১৬০ জন ছাড়িয়ে গেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ১৬৩ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ১ হাজার ৫১০ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১০২ জন নিহত এবং আরও ২৮৭ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

আমার বার্তা/জেএইচ

ট্রাম্পের শক্ত ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে গেলেন কমালা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন পৌঁছেছে একেবারে দোরগোড়ায়। আর মাত্র দুদিন পরই অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। আর

মার্কিন নির্বাচন : সর্বশেষ জরিপে কে এগিয়ে ট্রাম্প নাকি কমলা?

আর মাত্র দুদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সারাবিশ্বই এই নির্বাচনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে।

‘আমরা ইসরায়েলকে সামলাতে পারবো না’, ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ইরানকে কড়া বার্তায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান যদি পাল্টা

কানাডার ‘শত্রু দেশের’ তালিকায় ভারত

জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন কানাডা সরকার ফের ভারত বিরোধী পদক্ষেপ নিয়েছে। দেশটি এবার ভারতকে ‘শত্রু দেশ’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় কারাগারে সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ

ট্রাম্পের শক্ত ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে গেলেন কমালা

এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি: হাসান আরিফ

বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আল্টিমেটাম আদানির

২৪ বছর পর নিজেদের দুর্গে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল ভারত

মার্কিন নির্বাচন : সর্বশেষ জরিপে কে এগিয়ে ট্রাম্প নাকি কমলা?

ফেসবুকে সেঞ্চুরির সংখ্যা জানিয়ে কি লিখলেন বিজয়

‘আমরা ইসরায়েলকে সামলাতে পারবো না’, ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ফ্যাসিস্টরা যাতে ফিরে আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে

পিএসসিতে গতি ফিরছে, শিগগির স্থগিত ৩ বিসিএস নিয়ে সিদ্ধান্ত

মির্জাপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

লেবাননে মারা যাওয়া বাংলাদে‌শির মরদেহ দেশে আনা সম্ভব নয়

সব সিটিতে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ: হাসান আরিফ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা নিজ খরচে পেপারবুক প্রস্তুতের অনুমতি

ব্যবসায়ীর জমি লিখে নিয়ে আ.লীগ কার্যালয়ে দান করেন কাদের

চবির হলে নিম্নমানের খাবার, ম্যানেজারকেই খাওয়ালেন শিক্ষার্থীরা

ভারতের বিরুদ্ধে টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগ

আইএমএফের কাছ থেকে ঋণ নিয়ে অস্ত্র কেনে হাসিনা সরকার

কফিশপে ঢুকেছিলেন বাংলাদেশি নিজাম, ফিরলেন লাশ হয়ে