ই-পেপার মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩২

ভারতের বিশ্ব অর্থনীতির মোড়ল হওয়ার খায়েশ ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে

ধারাবাহিকভাবে কমছে রুপির দাম
আমার বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৫, ১৩:৪০
আপডেট  : ২১ জানুয়ারি ২০২৫, ১৩:৪২

এই মুহূর্তে এক ডলার সমান ভারতীয় ৮৬.৫৪ রুপি। দু-একদিন আগে অঙ্কটা ৮৭ রুপিতে পৌঁছে গিয়েছিল। ডলারের বিপরীতে রুপি ক্রমশ দুর্বল হচ্ছে। দাম কমছে হু হু করে। প্রশ্ন হলো, কেন? এই পতনের পেছনে কী কী কারণ রয়েছে?

২০১৪ সালে এক ডলারের দাম ছিল ৬১ রুপি। গত পনেরো বছরে সেটাই ৮৬.৫৪ রুপিতে পৌঁছে গেছে। এই পতনের সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হওয়ার স্বপ্নও যেন ম্লান হয়ে যাচ্ছে ধীরে ধীরে। স্বাধীনতার পর থেকেই ভারতীয় মুদ্রায় উত্থান-পতন চলছে। এর পেছনে রয়েছে মূলত রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা।

১৯৪৭ সালে স্বাধীনতার সময় ভারতীয় রুপির মূল্য ছিল মার্কিন ডলারের সমান। কোনো বিদেশি ঋণও ছিল না। ১৯৫১ সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা হয়। তখন থেকে শুরু হয় বিদেশি ঋণ নেওয়ার পালা। বাধ্য হয়েই রুপির অবমূল্যায়ন করতে হয়। এরপর ১৮ বছর রুপির মূল্য স্থিতিশীল ছিল। ১৯৪৮ থেকে ১৯৬৬ পর্যন্ত ডলারের বিপরীতে রুপির মান ছিল ৪.৭৯ এর আশপাশে। ১৯৬২ সালে চীন এবং ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত। সেই যুদ্ধে বাজেটে বড় ধরনের ধাক্কা খায়। ফলে কেন্দ্র সরকার ডলারের বিপরীতে রুপির মান ৭.৫৭-তে নামিয়ে আনে।

১৯৭১ সালে ব্রিটিশ মুদ্রার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মার্কিন ডলারের সঙ্গে যুক্ত হয় রুপি। ১৯৭৫ সালে এক মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম ঠিক হয় ৮.৩৯ রুপি। এরপর ১৯৮৫ সালে ফের রুপির অবমূল্যায়ন হয়। দাম দাঁড়ায় ১ ডলার পিছু ১২ রুপি। ১৯৯১ সালে ব্যাপক আর্থিক সঙ্কটে পড়ে ভারত। বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকে। মাত্র ৩ সপ্তাহ আমদানি করার মতো মুদ্রাই

ছিল ভারতের ভাড়ারে। মুদ্রাস্ফীতির লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। এই পরিস্থিতিতে ফের রুপির অবমূল্যায়ন হয়। ডলার পিছু দাম দাঁড়ায় ১৭.৯০ রুপি।

১৯৯৩ সাল ছিল ভারতীয় অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। মুদ্রার মান বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়। বিনিময় হার নির্ধারণও করতে শুরু করে বাজার। অস্থিরতা তৈরি হয়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাঙ্ক হস্তক্ষেপ করে। এক ডলারের বিপরীতে রুপির দাম হয় ৩১.৩৭।

২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত রুপি ডলার পিছু ৪০ থেকে ৫০-এর মধ্যে ওঠানামা করেছে। কিন্তু তারপর থেকে দাম ধীরে ধীরে আরও পড়তে শুরু করে। যা এখন গিয়ে দাঁড়িয়েছে ৮৬.৫৪ রুপিতে। দু-একদিন আগে ৮৭ রুপিতেও পৌঁছে গিয়েছিল।

>> পতনের কারণ

বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন। এর ফলে রুপির ওপর চাপ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রার বিপরীতে রুপি দুর্বল হচ্ছে। ভারতের রপ্তানি তুলনামূলকভাবে কম। রপ্তানি না বাড়লে বিদেশি মুদ্রা আসবে না। রুপি আরও দুর্বল হবে।

২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত রুপি ডলার পিছু ৪০ থেকে ৫০-এর মধ্যে ওঠানামা করেছে। কিন্তু তারপর থেকে দাম ধীরে ধীরে আরও পড়তে শুরু করে। যা এখন গিয়ে দাঁড়িয়েছে ৮৬.৫৪ রুপিতে। দু-একদিন আগে ৮৭ রুপিতেও পৌঁছে গিয়েছিল।

বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন। এর ফলে রুপির ওপর চাপ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রার বিপরীতে রুপি দুর্বল হচ্ছে। ভারতের রপ্তানি তুলনামূলকভাবে কম। রপ্তানি না বাড়লে বিদেশি মুদ্রা আসবে না। রুপি আরও দুর্বল হবে।

>> মুদ্রার অবমূল্যায়ন কীভাবে হয়

আন্তর্জাতিক বাজারে চাহিদা এবং যোগানের ভিত্তিতে মুদ্রার মূল্য নির্ধারিত হয়। যেভাবে প্রতিটা পণ্যের দাম ঠিক হয়, সেরকমই। শুধু পার্থক্য হল, আন্তর্জাতিক মুদ্রা বাজারে পণ্যের পরিবর্তে মুদ্রা একে অপরের সঙ্গে বিনিময় করা হয়।

সরবরাহের তুলনায় চাহিদা কমে গেলে মুদ্রার মূল্য হ্রাস হয়। তখন বিদেশি মুদ্রার মূল্য আপনা আপনিই বেড়ে যায়। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি তৈরি করে। সেই অনুযায়ী সরবরাহ করা হয়। একইসঙ্গে বিদেশিদের চাহিদাও একটা বড় ফ্যাক্টর। কোনো দেশের পণ্য বা সম্পত্তি কিনতে হলে স্থানীয় মুদ্রায় কিনতে হয়। ফলে সেই সব জিনিসের চাহিদা বেশি থাকলে মুদ্রার মূল্য বাড়ে। কম থাকলে উল্টোটা।

ডলারের বিপরীতে রুপির পতনের কারণ হিসেবে মার্কিন মুলুকের তুলনায় ভারতের বাড়তি মুদ্রাস্ফীতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে, রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি মার্কিন ফেডারেল রিজার্ভের তুলনায় কিছুটা ঢিলেঢালা।

ভারত বেশি দাম দিয়ে বিদেশ থেকে তেল, কাঁচামাল কেনে। এটাও রুপি দুর্বল হওয়ার অন্যতম কারণ। কারণ ভারত রপ্তানি বাড়াতে পারেনি। সেটা সম্ভব হলে রুপির চাহিদা বাড়ত। এর প্রভাব পড়ছে বিদেশি মুদ্রা ভান্ডারেও। সেপ্টেম্বর মাসে ৭০০ বিলিয়ন ডলার থেকে কমে ডিসেম্বরের শেষ সপ্তাহে ৬৪০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ৮ মাসের সর্বনিম্ন। তবে বিশ্লেষকরা এও বলছেন, ডলারের তুলনায় রুপির মানে ভারসাম্য রাখার জন্য রিজার্ভ ব্যাংক যদি হস্তক্ষেপ না করত, তাহলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা ছিল।

আমার বার্তা/জেএইচ

নতুন আমেরিকান সাম্রাজ্যবাদে প্রবেশ করতে চলেছে বিশ্ব

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ

চারজনের চাকরি গেল, হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি ট্রাম্পের

ক্ষমতা গ্রহণের প্রথম দিনই যুক্তরাষ্ট্র সরকারের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

সংঘাত ও উত্তেজনার পর বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে সরব মমতা

বাংলাদেশ-ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে অস্থিরতার মাঝেই সম্প্রতি ফের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশি

মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক দিনেই বেশ কিছু নির্বাহী আদেশে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিল চাইবে পুলিশ

৪৭তম বিসিএসে আবেদনের সময় বাড়লো এক মাস

বেনজীরের রিসোর্টে এনবিআরের অভিযানে মিলেছে কর ফাঁকির প্রমাণ

বৈষম্যবিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারিতে নারীসহ আহত ৮

জাতীয় বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, নারীসহ আহত ৭

এখনই নয়, ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চান মির্জা ফখরুল

দেশের ৯০ শতাংশ অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে: আমির খসরু

লেবানন থেকে ফিরলেন আরও ৪৬ বাংলাদেশি

এদেশে ফ্যাসিবাদ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না: জামায়াত আমির

নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি

শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হবে ভারতের প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন

নতুন আমেরিকান সাম্রাজ্যবাদে প্রবেশ করতে চলেছে বিশ্ব

চারজনের চাকরি গেল, হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি ট্রাম্পের

তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করলেন রাষ্ট্রপতি

সবাই এক হয়ে দেশের জন্য জীবন দেবো: সীমান্তের বাসিন্দারা

পুলিশের সব ইউনিটে একই পোশাক থাকবে: ডিএমপি কমিশনার

নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে সিগারেটের দাম সে হারে বাড়েনি

৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা

সাংবাদিক মারধর: বহিষ্কারসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীকে শাস্তি

পলাতক ওসি সম্ভবত পাশের দেশে চলে গেছে: ডিএমপি কমিশনার