ই-পেপার বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ভারতের সাময়িক আনন্দ স্থায়ী দুঃখে পরিণত হবে: পাকিস্তান

আমার বার্তা অনলাইন
০৭ মে ২০২৫, ১১:১৪

ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত গভীর রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। এর পাল্টা জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর ও তল্লাশি চৌকিও গুঁড়িয় দেওয়ার দাবি করেছে তারা।

ভারতের সেনাবাহিনী বলেছে, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূপাতিত করা পাঁচটি ভারতীয় জঙ্গি বিমানের মধ্যে তিনটি রাফাল, একটি রাশিয়ান এসইউ-৩০ ও আরেকটি মিগ-২৯ জঙ্গি বিমান।

পাকিস্তানের সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, পাকিস্তানে হামলা চালানোর পরই এসব ভারতীয় বিমানকে ভূপাতিত করা হয়েছে।

তবে যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে ভারতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এটা হয়ে থাকলে তা কয়েক দশকের মধ্যে ভারতের সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি হবে।

এদিকে ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন বলা হয়েছে, পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই যে নিজের মতো সময় এবং জায়গা বেছে নিয়ে এটার জবাব দেবে পাকিস্তান। এই যে উস্কানি দেওয়া হল, সেটার জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেছেন, আমাদের বিমান বাহিনীর সব জেট আকাশে উড়ছে। ভারতীয় আকাশসীমা থেকেই এই কাপুরুষোচিত এবং লজ্জাজনক হামলা চালানো হয়েছে। ওদের কখনোই পাকিস্তানের আকাশসীমার অনুপ্রবেশ করতে দেওয়া হয়নি। ভারতের ক্ষণস্থায়ী আনন্দ চিরস্থায়ী দুঃখে পরিণত হবে।

ভারত এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় মঙ্গলবার দিবাগত রাত ১টার পর। ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে এই অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের ছয় শহর-পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর ও মুরিদকে এবং পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদ, বাগ ও কোটলি শহরে একের পর এক ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ভারতের সেনাবাহিনী বলেছে, তারা পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনায় হামলা চালায়নি। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, ভাওয়ালপুরে পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের প্রধান কার্যালয় এবং মুরিদকে শহরে পাকিস্তানভিত্তিক আরেক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তায়েবার প্রধান কার্যালয়সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানায় এসব হামলা চালিয়েছে।

আমার বার্তা/জেএইচ

ইসরায়েল-নির্মিত ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান

ইসরায়েল-নির্মিত ২৫টি ‘হারোপ’ ড্রোন দিয়ে চালানো ভারতের হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের

আজ বিশ্ব গাধা দিবস

আজ পালিত হচ্ছে বিশ্ব গাধা দিবস। ৮ মে দিনটি উদযাপন করা হয় গাধার অবদান স্মরণ

রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা, পুলিশের ছুটি বাতিল-প্রস্তুত মিসাইল

কাশ্মিরের পেহেলগাম হামলার প্রতিশোধে পাকিস্তান ও দেশটির আজাদ কাশ্মিরে ভারতের হামলার পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান

মালিতে রাজনৈতিক কার্যক্রমে স্থগিতাদেশ জারি করলো অনির্বাচিত সরকার

নির্বাচন ছাড়াই ২০২১ থেকে রাষ্ট্রক্ষমতায় আছে মালির সেনাবাহিনী। এমতাবস্থায় দেশে রাজনৈতিক কার্যক্রম স্বাভাবিক করার উদ্দেশ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লাস তৈরির কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্কে অব্যাহতি দিয়েছে এনবিআর

নাহিদদের ম্যাচের আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা

ইসরায়েল-নির্মিত ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান

দ্রুত নির্বাচন দিলে বিশৃঙ্খলা থেকে দেশ রক্ষা পাবে: দুদু

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের গাড়ি আটকে দিলেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, লঙ্কানদের বিপক্ষে যুবাদের সিরিজ জয়

সংলাপে ৭ বিষয়ে একমত হলো ইসলামী আন্দোলন-ইসলামী ঐক্যজোট

তিস্তায় সহায়তা দিতে প্রস্তুত চীন, সিদ্ধান্তের দায়িত্ব বাংলাদেশের

ভয়ের কোনো কারণ নেই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলি টু মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড শুরু

ঈদে গণমাধ্যমে অন্তত ৪ দিন ছুটি থাকা দরকার: মাহমুদুর রহমান

আবহাওয়া অফিসের মতে সামনে আরও গরম পড়বে

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করলেন এডিবি প্রেসিডেন্ট

এবার কমলগঞ্জ সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৫ জনকে পুশইন

চার দফা দাবিতে প্রশাসনিক ভবনে জবি শিক্ষার্থীদের তালা

ওষুধের দোকান থেকে কেনা স্পিরিট পান করে দুইজনের মৃত্যু

নাটোরে ১৫ মে তেকে আম ও লিচু পাড়া শুরু

মহানবী (সা.) এর কাছে উপহার পাঠিয়েছিলেন ভারতের যেই রাজা

কঠিন সময়টাই কাজে লাগানোর সবচেয়ে বড় সুযোগ

ড. ইউনূস বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানাতে চান: প্রেস সচিব