স্টেট অফ কুয়েত এর আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ তাঁর ওমান সফরকালে এ প্রত্যয় ব্যক্ত করেন ।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) কুয়েত আমির একদিনের জন্য ওমান সফর করেন।
কুয়েতের আমির ওমানের রাজকীয় বিমানবন্দরে পৌঁছালে তাঁকে মহামান্য সুলতান হাইথাম বিন তারিক এর নেতৃত্বে একটি বিশেষ দল অভ্যর্থনা জানায়।
রয়েল গার্ড অফ ওমান কর্তৃক গার্ড অফ অনার পরিদর্শনের পর সরকারী মোটর শোভাযাত্রা তাদের বহনকারী গাড়ি নিয়ে আল বারাকাহ প্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়।
পরে দুই শীর্ষ নেতা আল বারাকাহ প্রাসাদে এক বৈঠকে মিলিত হন। বৈঠককালে ওমানি ও কুয়েতি জনগণের আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব এবং বিনিয়োগ বৃদ্ধির সুযোগ নিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরো এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আলোচনা করেন।
মহামান্য সুলতান এবং শেখ মেশাল অর্থনৈতিক, বাণিজ্যিক এবং বিনিয়োগ সহযোগিতার জন্য নতুন পথ খোলার গুরুত্বের উপর জোর দিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং বিষয় নিয়েও আলোচনা করেন।
সন্ধ্যায় মহামান্য সুলতান রয়েল বিমানবন্দরে কুয়েতি আমির শেখ মেশালকে বিদায় জানান।
আমার বার্তা/জেএইচ