ই-পেপার শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

রেড ক্রস কমিটির মাধ্যমে আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল

আমার বার্তা অনলাইন:
০১ নভেম্বর ২০২৫, ১০:২২
আপডেট  : ০১ নভেম্বর ২০২৫, ১০:২৫

গাজায় নতুন করে আবারও হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়া হয়েছে। অনেকের দেহেই নির্যাতনের চিহ্ন দেখা গেছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ফিলিস্তিনিদের মরদেহ ফেরত পাঠানো হয়েছে। খবর আল জাজিরার।

এদিকে যুদ্ধবিরতির পরেও অবরুদ্ধ এই উপত্যকাজুড়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের হামলায় কমপক্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।

বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, পূর্ব গাজা শহরের শুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত এবং আরও একজন আহত হয়েছে। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন নিহত হয়েছে। এছাড়া আরও এক ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত অবস্থায় মারা গেছেন।

মধ্য গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন, তারা আজ-জাহরা এলাকায় আবু মেদিন পরিবার সংশ্লিষ্ট একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে এক ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছেন। শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিসেও ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বিভিন্ন ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়।

অক্টোবরের শুরুর দিকে স্বাক্ষরিত বন্দি-বিনিময় চুক্তির অংশ হিসেবে নিহত ফিলিস্তিনি বন্দিদের মরদেহ ফিরিয়ে আনা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ হস্তান্তরের পর মোট মৃতদেহের সংখ্যা ২২৫ জনে দাঁড়িয়েছে।

এতে বলা হয়েছে যে, মেডিকেল টিমগুলো স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুসারে মরদেহগুলো শনাক্ত করছে এবং নথিভুক্ত করার আগে পরিবারগুলোকে অবহিত করা হয়েছে।

বিভিন্ন চিকিৎসা সূত্র জানিয়েছে, বন্দিদের মধ্যে অনেক মরদেহেই নির্যাতনের চিহ্ন ছিল, অনেকের চোখ বাঁধা এবং হাতকড়া পরানো ছিল। অনেকের দেহ পচে গেছে বা পুড়ে গেছে, আবার অন্যদের দেহে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বা দাঁত নেই।

ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনিকে কারাগারে আটক রেখেছে। অনেকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের না করেই আটকে রাখা হয়েছে। ইসরায়েল তাদের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন করে বলে বছরের পর বছর ধরেই খবর প্রচলিত এবং গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তা আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের জন্য চুক্তির আওতায় হামাস ২০ জন জীবিত বন্দিকে মুক্তি দিয়েছে এবং এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে। ইসরায়েলি বাহিনী গাজার নগর কেন্দ্রগুলো থেকে আংশিক প্রত্যাহারও সম্পন্ন করেছে।

কিন্তু গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজাজুড়ে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৬ শিশু এবং ২০ জন নারীসহ ১০৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আমার বার্তা/এল/এমই

ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে ৫০ জনের মৃত্যু

ক্যারিবীয় অঞ্চলে কয়েকদিন ধরে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মেলিসা। ভয়াবহ এই ঝড়ে জ্যামাইকা, হাইতি ও কিউবাজুড়ে

দুবাই শাসকের অনন‍্য ব‍্যবহারের ভিডিও, প্রশংসায় নেটিজেনরা

গতকালের ছড়িয়ে পড়া ইন্টারনেটের ভিডিওটি দেশটির নাগরিক ও বাসিন্দাদের এবং সারা বিশ্বের মানুষের হৃদয় জয়

মরক্কোর সাহারা পরিকল্পনাকে সমর্থন করে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব পাশ

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বিতর্কিত “মরক্কোর সাহারার” (পশ্চিম সাহারা) উপর মরক্কোর দাবির সমর্থনে একটি প্রস্তাব

শরণার্থী স্বীকৃতি পাওয়া ব্যাক্তি নিজ দেশে ভ্রমণ করলে আশ্রয় বাতিল করবে গ্রিস

গ্রিসে শরণার্থী স্বীকৃতি পাওয়া কোনো ব্যক্তি যদি নিজ দেশে ভ্রমণ করেন, তাহলে তার বা তাদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তর আমাদের জন্মের ঠিকানা: মির্জা ফখরুল

জেলেদের জীবন-জীবিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি: মৎস্য উপদেষ্টা

বিদেশিদের হাতে বন্দর ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনশন কর্মসূচি

বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নেয়: আলাল

ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে ৫০ জনের মৃত্যু

গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার না হলে পুলিশ সংস্কার অর্জিত হবে না

আমার লোক-তোমার লোক ব্যাধি থেকে দলগুলোকে বের হতে হবে

কিশোরগঞ্জে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা-ব্লেডসহ আটক চার

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: ফখরুল

নেতারা দেশ চালাবেন, কিন্তু পুলিশের ওপর প্রভাব বিস্তার করবেন না সেই জায়গায় কবে যাব

গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান রিজভীর

ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলার শেষ দিন আজ

সাগর-রুনি হত্যার বিচারসহ নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি

দুবাই শাসকের অনন‍্য ব‍্যবহারের ভিডিও, প্রশংসায় নেটিজেনরা

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন: আনোয়ারুল

সিলেটে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

আনুষ্ঠানিকভাবে চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার

বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় হোমিও ওষুধ জব্দ

নড়াইলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দাবিতে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ

প্রাথমিক শিক্ষকদের ৪ দিনের কর্মসূচির ঘোষণা