ই-পেপার রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

রাষ্ট্রপতির কাছে সুইডেন ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক:
০২ অক্টোবর ২০২৪, ১৬:০১
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে নবনিযুক্ত সুইডেন ও আলজেরিয়ার রাষ্ট্রদূত।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লাইনাস র‍্যাগনার উইকস এবং আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি।

বুধবার (২ অক্টোবর) সকালে বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল রাষ্ট্রদূতদের গার্ড অব অনার প্রদান করে।

প্রথমে সুইডেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এরপর পরিচয়পত্র পেশ করেন আলজেরিয়ার নতুন রাষ্ট্রদূত।

রাষ্ট্রপতি সুইডেনের নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান। রাষ্ট্রপতি বলেন, সুইডেনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার।

তিনি আরও বলেন, সুইডেন বিগত পাঁচ দশক যাবৎ বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি এই দ্বিপক্ষীয় সহযোগিতা মহিলা ও শিশুদের উন্নয়ন এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ ও সুইডেনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, ব্লু-ইকোনমি, মেরিটাইম ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিংসহ বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আরও সুযোগ রয়েছে।

তিনি সুইডেনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে রাষ্ট্রদূতকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

সেই সঙ্গে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে সুইডেন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসনে সুইডেনের ভূমিকার প্রশংসা করেন এবং তাঁদের সসম্মানে স্বদেশ প্রত্যাবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অন্যদিকে আলজেরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ওআইসির সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ও আলজেরিয়া বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পরস্পরকে সহযোগিতা ও সমর্থন করে।

তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের জন্য ইতিমধ্যে দুই দেশের ২০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে এবং বাণিজ্য-বিনিয়োগের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

বাংলাদেশ থেকে ওষুধ, টেক্সটাইল, পাটজাত পণ্যসহ বিভিন্ন বিশ্বমানের পণ্য আমদানি করতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। পক্ষান্তরে বাংলাদেশ আলজেরিয়া থেকে এলএনজি, এলপিজি, ইউরিয়া, খেজুর আমদানি করতে পারে, যার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক আরও বাড়তে পারে। সেই সঙ্গে এ লক্ষ্যে তিনি দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে সুইডেন এবং আলজেরিয়ার নতুন রাষ্ট্রদূতেরা বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। পারস্পরিক সহযোগিতা বাড়াতে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে: অধ্যাপক আলী রিয়াজ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনকে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র হিসেবে উল্লেখ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের

মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না: রিজওয়ানা হাসান

সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু

চাঁদ হত্যায় গ্রেপ্তার ৫, সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি

উন্নয়নের ধরা টেকসই করতে জনগণকে নিয়মিত গাছ লাগানোর আহ্বান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার বিক্ষোভ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি বাসের ধাক্কায় প্রাণ গেল এক নারীর

মানিকগঞ্জে চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীতে যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র মদ সহ গ্রেফতার ২

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিএনপি নেতাকে গাছে বাঁধলেন গ্রামবাসী

রূপসায় অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামীর উপর পূর্ব-পরিকল্পিত হামলা

নির্বাচন হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: ফখরুল

আড়াই ঘণ্টার সভায় কোচ-ম্যাচ কোনো সিদ্ধান্তই হয়নি

জাতীয় নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: দুলু

‘পাঁচ কোটি টাকা চাঁদা' না পেয়ে পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা

অপরাধীদের শাস্তির দাবিতে রাবি ছাত্রদলের বিক্ষোভ

ওয়ালমার্টের জন্য বাংলাদেশ থেকে পোশাক কেনার কিছু আদেশ স্থগিত

বাংলাদেশ নিয়ে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে: তারেক

ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে: অধ্যাপক আলী রিয়াজ

৩১ দফা নিয়ে জার্মান স্বেচ্ছাসেবক দল পূর্ব শাখার আলোচনা ও পরিচিতি সভা

খুলনায় যুবদল নেতা হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার নেই

মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে বিএনপিকে দায়ী করা রাজনৈতিক অপচেষ্টা: আমিনুল

মবকারীরা গ্রেপ্তার হচ্ছে না কেন, সরকারের মদদ আছে কিনা প্রশ্ন তারেক রহমানের

আমি কোনো আঘাত করিনি, হুকুমও দিইনি: আদালতে আসামি টিটন

শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে গেছে