নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বিভিন্ন মহল থেকে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করার পরামর্শ আসছে। অংশীজনের মতামত নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অতীতে নির্বাচনে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করাসহ নানা অনিয়ম ছিল। তবে আগামীতে এ অনিয়মগুলোর পথ বন্ধ করার বিষয়ে মতবিনিময় সভায় পরামর্শ উঠে এসেছে।
তিনি বলেন, ভোটার তালিকা প্রণয়ন করে এটি স্থানীয়ভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ উঠে এসেছে। পাশাপাশি প্রার্থীদের ব্যাংক হিসাব কিছুদিনের জন্য ফ্রিজ করাসহ নারী সংসদ সদস্যদের যৌক্তিক কর্মবন্টনের বিষয়ে মতবিনিময়ে পরামর্শ দিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। মতবিনিময় সভায় উপজাতি ও দলিতরা আওয়ামী লীগের একক সমর্থক না উল্লেখ করে বৈষম্যবিরোধী বাংলাদেশে সংখ্যানুপাতিক আসনে উপজাতিদের অধিকারের বিষয়ে মত দেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন বিশিষ্টজনরা। সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, ৭০ অনুচ্ছেদ বাতিল, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা করা হলে উভয় কক্ষের কার্যপরিধি সুনির্দিষ্ট করা, গণভোটের বিধান পুনর্বহাল, আইন বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ পৃথক্করণ ও বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাবও দিয়েছেন অনেকে। এ ছাড়া সংসদ নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত আসন বাতিল করে সরাসরি নির্বাচন ও নারীদের মনোনয়নে রাজনৈতিক দলগুলোর প্রতি বাধ্যবাধকতা সৃষ্টির প্রস্তাবও দিয়েছেন কেউ কেউ।
১৭ নভেম্বর সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত সংবিধান সংস্কার কমিশনের বৈঠকে এসব পরামর্শ উঠে আসে। কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংবাদিক কাদের গনি চৌধুরী, শহীদুল ইসলাম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এফবিসিসিআই প্রতিনিধি নাসরিন বেগম, চৌধুরী মূকিম উদ্দিন কেজে আলী, জামিল উদ্দিন মিল্টন, ইঞ্জিনিয়ার কবির হোসেন ও ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন।
এদিকে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করার কথা জানিয়েছে বিএনপিও। ৫ সেপ্টেম্বর বুধবার ঢাকা বিভাগীয় বিএনপির তৃণমূলের নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায়।
তারেক রহমান বলেন, দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশ নিতে চান এমন অসংখ্য জ্ঞানী-গুণী, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, কারিগরি বিশেষজ্ঞ এবং মানবতাকর্মী রয়েছেন। তবে বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদে সদস্য হিসেবে অবদান রাখার সুযোগ নেই। তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায়।
আমার বার্তা/এমই