ই-পেপার বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

হাসিনা গায়ের জোরে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে: মোশাররফ

আমার বার্তা অনলাইন
৩০ নভেম্বর ২০২৪, ১৩:৫৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের ভোটের শক্তিকে শেখ হাসিনা গায়ের জোরে বাধাগ্রস্ত করেছিল। ক্ষমতায় টিকে থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। এতে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু সঠিক গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে দুর্নীতি ও অন্যায় করার সুযোগ থাকে না। কারণ তখন শাসকরা জনগণের কাছে জবাবদিহিকে ভয় পায়।

শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিশ্ব মানবাধিকার সংস্থা, বাংলাদেশ আয়োজিত ‘মানবাধিকার ও গণতন্ত্র’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ১৬ বছর ধরে আমরা (বিএনপি) গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই-সংগ্রাম করছিলাম। যার চূড়ান্ত বিজয় এসেছে ছাত্র জনতার গণআন্দোলনের মাধ্যমে। গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্তরিকভাবে পেছনে থেকে এবং সঙ্গে থেকে সফলতা এনেছে। অনেকেই বলতে চায় বিএনপি আন্দোলনে ছিল না। অথচ বিএনপির অনেক নেতাকর্মী আন্দোলনে নিহত হয়েছেন। তিন হাজার নেতাকর্মী আহত হয়েছেন। স্থায়ী কমিটি থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, এই আন্দোলনের ফসল হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিএনপির পক্ষ থেকে সমর্থন অব্যাহত রয়েছে। আমরা চাই ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত ফসল (অন্তর্বর্তীকালীন সরকার) সফল হোক।

তিনি বলেন, পূর্ববর্তী স্বৈরাচারী সরকার বাংলাদেশের সব সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তোলনের জন্য সংস্কার ও মেরামত প্রয়োজন। আমরা এই সরকারকে সহযোগিতা করব। কিন্তু এটি অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। সব বৈষম্য এই সরকার দূর করতে পারবে—এমনটি আমরা মনে করি না। কিন্তু তারা সংস্কার শুরু করলে পরবর্তী সময়ে জনগণের নির্বাচিত সরকার সেটি অব্যাহত রাখবে। তবে এজন্য নির্বাচনকে অগ্রাধিকার দিতে হবে। নির্বাচনের বিষয়ে সংস্কার প্রয়োজন। যত দ্রুত সম্ভব এই সংস্কার ও রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত।

শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, যারা পতিত হয়েছে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে উজ্জীবিত হওয়ার চেষ্টা করবেই। কিন্তু দেশের জনগণ এটি হতে দেবে না। আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানান ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের মানুষকে উসকানি দিচ্ছে। এ সরকারের দায়িত্ব হচ্ছে সব ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এমন একটি নির্বাচন দেওয়া, যেখানে জনগণ তার ইচ্ছা ও পছন্দ অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সভায় অধ্যাপক আবদুল লতিফ মাসুম সভাপতিত্ব করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর শিকদারসহ অন্যান্যরা।

আমার বার্তা/জেএইচ

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

খ্রিষ্টীয় নতুন বছর-২০২৫ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

থার্টি ফার্স্ট নাইটে শব্দ ও বায়ুদূষণ সৃষ্টি করে এমন আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার