
দেশের ভাবমূর্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসা–বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানসহ সার্বিক পরিস্থিতির সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সরাসরি সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচন শুধু একটি ভোট নয়, আমরা যে প্রতিষ্ঠানেই থাকি না কেন, দেশের একজন নাগরিক হিসেবে একটি সুন্দর নির্বাচন আয়োজন ও সম্পন্ন করা আমাদের সবার দায়িত্ব। স্বচ্ছ, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত মাঠপর্যায়ে নির্বাচন কমিশন যে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, তাতে কমিশন সন্তুষ্ট।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব, সততা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না বলেও কঠোর সতর্কবার্তা দেন তিনি।
নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে ঝালকাঠিসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেন্দ্রের আশপাশে কোনো ধরনের জটলা তৈরি করা যাবে না, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সেনাবাহিনীর টহল এবং যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হবে।
নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ভোটকক্ষে কলম নিয়ে প্রবেশ করা যাবে না, শুধুমাত্র পেন্সিল ব্যবহার করা যাবে। পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা, মোবাইল ফাইন্যান্সিয়াল লেনদেন পর্যবেক্ষণ, গোয়েন্দা তথ্যের ব্যবহার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
সভায় নির্বাচন কমিশনের অধীনে গঠিত গুরুত্বপূর্ণ কমিটিগুলোর কার্যক্রমও তুলে ধরেন তিনি। তিনি জানান, অনুসন্ধান কমিটি, নির্বাচন পরিচালনা কমিটি, আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি, ভোটকেন্দ্র ও প্রযুক্তি কমিটি, নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণ কমিটি এবং আচরণবিধি পর্যবেক্ষণ ও অভিযোগ নিষ্পত্তি কমিটি নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে থেকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের প্রতিনিধিরা।
সভায় ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভিজিল্যান্স টিমের কার্যক্রম এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আমার বার্তা/এমই

