ই-পেপার বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

রংপুরের আবু সাঈদ যেন এ যুগের নূরলদীন

মো. খালেদ সাইফুল্লাহ:
১৭ জুলাই ২০২৪, ১৬:৫৪

'নূরলদীনের কথা মনে পড়ে যায়' সব্যসাচী লেখক হিসেবে বিশেষ খ্যাতি অর্জনকারী সৈয়দ শামসুল হকের অনবদ্য সৃষ্টি। রংপুরের কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেওয়া নূরলদীন ছিলেন স্বাধীনতাকামী একজন কৃষক, ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামের প্রাণপুরুষ। ইংরেজ শাসন উৎখাতে ১৭৬০ থেকে ১৭৮৩ সাল পর্যন্ত অসংখ্যবার সম্মুখযুদ্ধে তিনি অবতীর্ণ হয়েছিলেন। আমাদের এ ভারতীয় উপমহাদেশের বাংলা অঞ্চল তখন পার করছিল হাহাকারময় সময়। নূরলদীনের বাড়ি রংপুরে ছিল, নূরলদীন একদিন ডাক দিয়েছিলেন মুক্তির জন্য সংগ্রাম ও বিপ্লবের। সৈয়দ শামসুল হক ব্রিটিশবিরোধী আন্দোলনে নূরুলদীনের সাহস আর ক্ষোভকে তার লেখনীর অসামান্য নৈপুণ্যে মিশিয়ে দিয়েছেন বাঙালির মুক্তিসংগ্রামের সাথে।

নূরলদীনের সেই রংপুরে নতুন নূরলদীন যেন আবু সাঈদ। সাধারণ শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। শান্তিপূর্ণ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। ফলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ সাহসিকতার সাথে সহপাঠীদের রক্ষায় সামনে এগিয়ে আসে। আন্দোলনে একজন সমন্বয়ের ভূমিকায় ছিলেন শুরু থেকে। দায়িত্বশীল হিসেবে পিছু না হটে সামনে এগিয়ে আসে। গুলি থেকে সাধারণ শিক্ষার্থীদের কে রক্ষায়, পুলিশকে নিভৃত করতে নিজের বুক পেতে দেয় সামনে এগিয়ে।

এক অসীম বিশ্বাস ছিল তার, সে বিশ্বাসের বলেই হয়ত বন্দুকের সামনে নিজেকে মেলে ধরে। সে হয়ত মনে করেছে দেশ প্রেমিক জনগণের বন্ধু পরিচয়ের পুলিশ যৌক্তিক এ আন্দোলনে শিক্ষার্থীদের কে ঘাতক বুলেট নিয়ে গুলি চালাবে না। কিন্তু তার বিশ্বাস কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে পুলিশ, দুই হাত মেলে দেওয়া নিরস্ত্র আবু সাঈদের বুকে তাক করে থাকা পুলিশ বন্দুক থেকে বুলেট ছেড়ে দেয়। পরিবারের একমাত্র অবলম্বন, দেশের ভবিষ্যৎ, এ মেধাবী শিক্ষার্থী বুলেট বিদ্ব হন। একটু পাশে গিয়ে আশায় সঞ্চার করে আবার দাঁড়িয়ে যায়। না, আর মনে হয় আমাকে গুলি করবে না! আমি তো অপরাধী নই! নিজের সত্যের উপর বিশ্বাস নিয়ে আবার দাঁড়িয়ে যায়, ভাই-বোনদের রক্ষার জন্য নিজের জীবনকে দিয়ে হলেও তাকে দাঁড়াতেই হবে। আবার বুক পেতে দুটি হাত পাখির ডানার মত মেলে দেয়। কিন্তু না! ঘাতকরা আবার গুলি করে, মনে হচ্ছে কোনো অপরাধীকে সরাসরি ফায়ার করা হচ্ছে। বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে তৃতীয় বারে হেলে পড়ে যায় আবু সাঈদ। এ যেন স্বপ্নের অপমৃত্যু, না অপমৃত্যু নয়! নিরস্ত্র এক মেধাবী সাহসী শিক্ষার্থীর জীবন কেড়ে নেওয়া।

পুলিশের গুলিতে নিহত হওয়ার একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আবু সাঈদ। যেখানে তিনি গণ অভ্যুত্থানে শহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহাকে স্মরণ করেছিলেন। তিনি লিখেন, ‘স্যার! এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার! আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি, আমাদের প্রেরণা। আপনার চেতনায় আমরা উদ্ভাসিত।’ এমন একজন শিক্ষক পেলে হয়ত আমরা আবু সাঈদ কে হারাতাম না!

শিক্ষকদের ইঙ্গিত করে আবু সাঈদ আরও লিখেছিলেন ‘প্রজন্মে যারা আছেন, আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন। কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাচুঁন। ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান। প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন। মৃত্যুর সাথে সাথেই কালের গর্ভে হারিয়ে যাবেন না। আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে। অন্তত একজন 'শামসুজ্জোহা' হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের।’ সত্যিই শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন নিজেই। আবু সাঈদ মেরুদন্ড নিয়ে সাহসিকতার সাথে নিজেকেও উৎসর্গ করে অমর হয়ে রইবে সাধারণ শিক্ষার্থীদের মনে প্রজন্ম থেকে প্রজন্ম। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, নূরলদীনের মত সাহসের বাতিঘর হিসেবে বেঁচে থাকুক এ বাংলায়। শ্রদ্ধার সাথে তার আপসহীন মানসের প্রতি সশ্রদ্ধ সালাম নিবেদন করছি।

আবু সাঈদ সাহসিকতার সাথে মৃত্যুকে আলিঙ্গন করেছে। সম্মানের সাথে চিরকাল বেঁচে থাকতে বুলেট কে বুকে নিয়েছে। 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতাটি পাঠ্য বইয়ে পড়েছে আবু সাঈদরা, তাই নিজেই হয়ে উঠেছে এ যুগের নূরলদীন। দুই চোখ এক করলেই চোখের সামনে ভেসে উঠছে আবু সাঈদের মৃত্যুর দৃশ্য! অনুপ্রেরণার বাতিঘর হিসেবে বেঁচে থাকুক আমাদের মাঝে চিরকাল।

লেখক : শিক্ষার্থী, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।

ডেল্টা টাইমস/মো. খালেদ সাইফুল্লাহ/সিআর/এমই

রোহিঙ্গা-রাখাইন সহবস্থান নিশ্চিতে আরাকান আর্মিকে উদ্যোগী হতে হবে

বর্তমানে বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে এবং রাখাইন রাজ্যে তাদের আধিপত্য সুদৃঢ় করতে আরাকান

বাংলাদেশে পরিবেশ দূষণের প্রধান কারণ বায়ুদূষণ

বাংলাদেশে পরিবেশ দূষণের প্রধান কারণ হচ্ছে বায়ুদূষণ, শব্দ দূষণ ও নদী দুষণ ।বায়ু দুষণের-জন্য আমাদের-রাজধানী

শিক্ষক নিয়োগে বৈধতা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ায় আমরা অপরাধী?

যখন একজন শিক্ষক জাল সনদধারী হয়েও আদালতের আশ্রয় নেন, তখন তাঁকে বাঁচাতে নড়েচড়ে বসে কিছু

আসন্ন নির্বাচন এবং ব্যবসায়ীদের প্রত্যাশা : সাকিফ শামীমের ভাবনা

বাংলাদেশে ২০২৬ সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে যখন উত্তাপ বাড়ছে, তখন দেশের অর্থনীতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত

০২ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

নিরাপদ সড়কের দাবিতে পালংখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত

দীঘিনালায় বিদ্যুৎ অফিস এর দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

ধর্মপাশায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, পুলিশ কনস্টেবল গ্রেফতার

ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান

সংস্কারের কথা বিএনপিই সবার আগে বলেছে: মির্জা ফখরুল

শহীদদের আত্মত্যাগে গড়া হবে নতুন বাংলাদেশ: খালেদা জিয়া

বাংলাদেশ ও বুর্কিনা ফাসোর মধ্যে সরাসরি তুলা বাণিজ্য প্রতিষ্ঠার প্রস্তাব

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-চোরাইমালসহ আটক ৪

হালদা নদীকে নারী নির্যাতনের মতো নির্যাতন করা হয়: ফরিদা আখতার

অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে লিভ-টু-আপিলের শুনানি ১৬ জুলাই

ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করা হবে: পরিবেশ উপদেষ্টা

জুলাই বিপ্লবের শহিদরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে: ধর্ম উপদেষ্টা

দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী : ডিএমপি কমিশনার

বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ৩২৮ রানে হারালো দক্ষিণ আফ্রিকা

প্রহসনের নির্বাচনে দায় স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা

যেসব ইস্যুতে ঐকমত্য, সেসবেই সংস্কার হবে: মাহমুদুর রহমান মান্না

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত না করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা

‘নিছক ছাত্র আন্দোলন’ বলেছিল, এখন বলছে আমাদের ছাড়া সংস্কার নয়