নির্বাচন কমিশনারদের পদত্যাগ করে বাড়ি নয়, জেলে যাওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে 'বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা' শীর্ষক আলোচনা সভার বক্তব্যে তিনি একথা বলেন।
সদ্য পদত্যাগ করা নির্বাচন কমিশনারদের কথা উল্লেখ করে তিনি বলন, সর্বশেষ শুনেছি রিজাইন (পদত্যাগ) করেছে। রিজাইন করার পর বাড়িতে যাবার কোনো কারণ নাই, তাদের জেলে যাওয়া দরকার। ১৪ সালের ১৮ সালের নির্বাচন কোন নির্বাচন না। এই ধরনের নির্বাচন কেউ আশা করে না।
যে কাজগুলো কে বাদ দিয়ে নির্বাচন সম্ভব নয় সে কাজগুলোই আগে করতে হবে জানিয়ে দুদু বলন, তিনটা নির্বাচিনের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থা তছনছ করে ফেলেছে। এই নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিলো সিইসিসহ। তারা পদত্যাগ করবে কি করবে না সেটা আমার দেখা বিষয় নয়।
আমরা গত ১৭ বছর ধরে যে পরিবর্তনটা চেয়েছিলাম তা গত এক মাস আগে ছাত্র, জনতা ও জনগণ মিলিয়ে শুধু পতন নয় লণ্ডভণ্ড করে দিয়েছি বলেও যোগ করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।
তিনি বলেন, এই সরকার আমাদের, দেশবাসীর, আগামী দিনে একটি ভাল নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করে দিয়ে একটি ভাল নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করে দিবেন।
নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে দুদু বলেন, যত দ্রুত সম্ভব, মূল কাজের দিকে নজর রাখুন। ভোটাধিকার ফিরিয়ে দিন, পছন্দের প্রার্থীকে ভোটাধিকার দেয়ার সুযোগ করে দিন। আমরা বলছি একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিন।
তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোন পক্ষের মানুষ। আমরা গণতন্ত্রের পক্ষের মানুষ। গণতন্ত্রের সর্বনিম্ন ধাপ হচ্ছে নির্বাচন। সেনাবাহিনী এখন পর্যন্ত আমাদের পক্ষেই কাজ করেছে যদিও তারা এখনো আওয়ামী লীগের সেটাপ।
আমার বার্তা/জেএইচ