স্বৈরাচার, খুনি, ফ্যাসিস্টরা যেন নির্বাচন করার সুযোগ না পায় প্রধান উপদেষ্টাকে সে অনুরোধ জানানো হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি রেজাউল করিম।
শনিবার (৫ আগস্ট) রাতে সরকারি বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ইসলামী আন্দোলনের আমীর মুফতি রেজাউল করিম বলেন, আজকে আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছি। তাদের সাথে আমরা নির্বাচন সংস্কারের কথা বলেছি। স্বাধীনতার ৫৩ বছরে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন ছিলো প্রশ্নবিদ্ধ। আমরা চাই প্রতিনিধিত্ব হারে আনুপাতিক পদ্ধতিতে ভোট হবে। সকলের ভোটের অধিকার থাকবে। সরকার হবে জাতীয় সরকার। তারা আমাদের এই প্রস্তাবকে ভালো ভাবে নিয়েছে। তারা বলেছে এই প্রস্তাব নিয়ে তারা আলোচনা করবে।
রেজাউল করিম বলেন, আমরা বলেছি এই দেশ ৫ আগস্ট স্বাধীন হয়েছে বহু রক্ত ও জানের বিনিময়ে। আপনারা জনগনের যে সমর্থন নিয়ে দেশ পরিচালনা করছেন, আপনাদের কোন দূর্বলতা নেই। তাহলে যারা খুনি দেশের টাকা পাচারকারী দুর্নীতিবাজ তারা দেশ থেকে কিভাবে পালালো। এটা আমাদের বোধগম্য না। জাতি মানতে চায় না। আপনাদের দূবর্লতা এটা প্রকাশ পায়। আপনাদের উচিত হবে খুনী টাকা পাচারকারীদের আটকিয়ে তাদের শাস্তি নিশ্চিত করবেন।
সংস্কার কমিশন নিয়ে তিনি বলেন, আমরা ছয় সংস্কার কমিশন ছাড়া ও আরও কয়েকটি কমিশন গঠনের কথা বলেছি।
আমার বার্তা/এমই