ই-পেপার মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ভূতের মুখে রামনাম : হাছান মাহমুদের বক্তব্য নিয়ে মির্জা ফখরুল

বিশেষ প্রতিনিধি:
০৫ নভেম্বর ২০২৪, ১৯:১৯
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হাছান মাহমুদ : ফাইল ছবি

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটাকে ভূতের মুখে রামনাম বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তাদের (আওয়ামী লীগ) মুখে গণতন্ত্রের কথা মানুষ বিশ্বাস করে না।

ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী শাসনের পতন হয় গত ৫ আগস্ট। শেখ হাসিনাসহ দলের নেতাদের একটা বড় অংশ বিদেশে পালিয়ে গেছেন। অনেকে গ্রেপ্তার হয়ে জেলে গেছেন। বাকি নেতা–কর্মীরা রয়েছেন আত্মগোপনে। বিপর্যস্ত এই পরিস্থিতিতে হাছান মাহমুদ যখন বিএনপির সঙ্গে কাজ করতে আওয়ামী লীগের আগ্রহের কথা বলছেন, তখন দলটির ভেতরে এ ধরনের চিন্তা থাকতে পারে বলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন। তবে বিএনপি নেতারা তা নাকচ করে দিয়েছেন।

লন্ডনভিত্তিক টেলিভিশন ‘চ্যানেল এস’ হাছান মাহমুদের এক সাক্ষাৎকার প্রচার করেছে গত রোববার। তাঁর সেই সাক্ষাৎকার দেশের কয়েকটি পত্রিকা ও অনলাইনে প্রকাশ করা হয়েছে। তাতে তিনি বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনতে না পারা আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল ছিল।

এ ছাড়া হাছান মাহমুদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে তাঁর দল (আওয়ামী লীগ) আগ্রহী। বর্তমান পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে বিএনপির অবস্থানের সঙ্গে তিনি একমত বলেও মন্তব্য করেন। তবে আওয়ামী লীগের দীর্ঘ শাসনে দলটির নেতাদের যাঁরা বিএনপির কড়া সমালোচক ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম হাছান মাহমুদ।

এখন হাছান মাহমুদ গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কাজ করার আগ্রহের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সে ব্যাপারে বিএনপির বক্তব্য জানতে চাইলে দলটির মহাসচিব বলেন, ‘ভূতের মুখে রামনাম। আমরা আগেও বলেছি এবং এখনো বলছি, তারা (আওয়ামী লীগ) এখন গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে। এ কথা শুনলে ঘোড়াও হাসবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গণতন্ত্র আনতে দেশের মানুষ তাদের (আওয়ামী লীগ) তাড়িয়ে দিয়েছে। তারা দেশ থেকে পালিয়ে গেছে। তাদের মুখে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা শোভা পায় না।

আওয়ামী লীগ দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা গণতন্ত্র পুনরুদ্ধার করার কথা বললে সেটা জনগণ বিশ্বাস করে না বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব।

বিএনপির শীর্ষ পর্যায়ের আরেক নেতা দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তিনি তো (হাছান মাহমুদ) দেশ থেকে পালিয়ে গেছেন। তাঁর কথার জবাব দেওয়ার কিছু নেই।’

প্রসঙ্গত, শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন, এমন গুঞ্জনও ছড়িয়েছিল। পরে তাঁর অবস্থান সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি বিদেশে কোথাও অবস্থান করছেন। সূত্র: প্রথম আলো

আমার বার্তা/এমই

নির্বাচনের দরজা পার হয়ে গণতন্ত্রে যেতে হবে: মির্জা ফখরুল

নির্বাচিত সরকারই শ্রেষ্ঠ সরকার মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা অতি

বিএনপি মানুষের ভাগ্যের পরিবর্তনকেই সংস্কার মনে করে

প্রশাসনে থাকা স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক

অবিলম্বে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন: মির্জা আব্বাস

অন্তর্বর্তী সরকার রাষ্ট্র কাঠামোর কী কী সংস্কার করতে চায় এবং সেটা করতে কতদিন লাগবে, কোনো

গণতন্ত্র নস্যাৎ হয় এমন সংস্কার করা যাবে না: ফারুক

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সংস্কার করুন, কিন্তু এমন সংস্কারে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সাংবাদিকের বাড়িসহ ২০ বাড়িতে মাদক কারবারিদের হামলা গুলি

মানব সেবায় নিরলস, বিশ্বনাথের আজিজুর রহমান

বৈষম্যহীন দেশ গড়তে যুবকদের দায়িত্ব অন্যতম : শফিকুল ইসলাম মাসুদ 

৫০ হাজার ইয়াবাসহ বিজিবির জালে মিয়ানমারের নাগরিক আটক

বিআইডব্লিউটিএ'তে শাজাহান-খালিদের সাম্রাজ্য

ডোমারে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জেতালেন বিজয়-ইমরুল

নীলফামারীতে জেলা জামায়াতের মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত

দেশে সাড়ে তিন কোটি শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসা: ইউনিসেফ

নাসিরনগরে নাতীর বিয়ের জেরে বৃদ্ধ দাদাকে কুপিয়ে হত্যা

নির্বাচনের দরজা পার হয়ে গণতন্ত্রে যেতে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশকে ২৫ কোটি ডলার দ্রুত দিতে বলেছে আদানি

নাসিরনগরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

চন্দ্রপড়া দরবারের উরস শরীফের প্রস্তুতি সভা

ভূতের মুখে রামনাম : হাছান মাহমুদের বক্তব্য নিয়ে মির্জা ফখরুল

৮৫ লাখ অ্যাকাউন্ট ব্যান করলো হোয়াটসঅ্যাপ

বিলাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাসির-সাব্বিরের প্রতিভা কাজে লাগায়নি ক্রিকেট বোর্ড

কক্সবাজারে চৌকিদার দাপট,টাকা ছাড়া মিলেনা স্বাক্ষর

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ ইউজিসির