ই-পেপার শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

বিএনপিতে নিষিদ্ধ আওয়ামী লীগের টোপ গিলে শাহ জাফর

আমার বার্তা অনলাইন
১৬ নভেম্বর ২০২৪, ১৩:২০

ফরিদপুর-১ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর। তিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। আওয়ামী লীগ থেকে দুইবার এবং জাতীয় পার্টি ও বিএনপি থেকে একবার করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে সবশেষে দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনএম থেকে প্রার্থী হয়ে জামানত হারান।

স্থানীয়রা বলেন, ফরিদপুর-১ আসনে অনেক উন্নয়ন কাজ করেছেন তিনি। তাই জনপ্রিয়তাও ছিল। কিন্তু শেষে নামসর্বস্ব একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদ আন্দোলনে (বিএনএম) যোগ দিয়ে সব কূল হারিয়েছেন এই বাঘা রাজনীতিক।

এদিকে গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি। সম্প্রতি ফরিদপুরে তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে বিএনপি।

প্রভাবশালী নেতাদের অন্যতম একজন ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর। আওয়ামী লীগের টোপ গিলে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নিলে আজ তিনি হতেন এ অঞ্চলের বাঘা নেতা। অথচ তিনি এখন এলাকায় নিষিদ্ধ।

জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি ছেড়ে বিএনএমে যোগ দেন শাহ আবু জাফর। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। এ ঘটনায় তাকে বহিষ্কার করে বিএনপি। বিএনএম তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন। বিএনএমে যোগ দিয়েই আওয়ামী লীগের সমর্থন নিয়ে এলাকায় সভা-সমাবেশ করেন তিনি। তখন কাছের মানুষদের জানিয়েছেন, আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়েছে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফরিদপুর-১ আসনের এমপি বানাবে। এজন্য তিনি নতুন দলে যোগ দিয়েছেন। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগ ওই আসনে দলীয় প্রার্থী দিলে জামানত হারান আবু জাফর। তিনি ২২ হাজার ৪৬৫ ভোট পান। এ ঘটনায় মনোকষ্টে এলাকায় আসা বন্ধ করে দেন তিনি। এছাড়া এলাকায় আওয়ামী লীগের সাপোর্ট নেওয়ায় বিএনপি নেতাকর্মীরাও তাকে বয়কট করেন। সবশেষ ৫ আগস্টের পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে যান।

গত ৩০ অক্টোবর বোয়ালমারী উপজেলার চৌরাস্তা সংলগ্ন পুরনো বাসস্ট্যান্ডে শেখ হাসিনার ফাঁসি ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করে বোয়ালমারী উপজেলা কৃষক দল। ওই সমাবেশ থেকে শাহ আবু জাফরকে হাসিনার দোসর আখ্যা দিয়ে ফরিদপুরে নিষিদ্ধ ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।

তিনি বলেন, আমাদের দলে একজন বেঈমান ছিলেন। তার নাম শাহ মোহাম্মদ আবু জাফর। এই লোভী উচ্ছিষ্টভোগী নেতা বিএনপির সঙ্গে বেঈমানি করে রাতের আঁধারে কিংস পার্টি খুলে হাসিনার সঙ্গে হাত মিলিয়েছেন। তাই তাকে এলাকায় নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এদিকে গত ৫ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত পৌর সদর থানার সামনে উপজেলা প্রশাসন মার্কেটে অবস্থিত বিএনএমের অফিস উদ্বোধনের এক দিন পরই তালা ভেঙে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

হামলাকারীরা অফিসের চেয়ার টেবিল, আসবাবপত্র ও শাহ আবু জাফরের ছবি ভাঙচুর করে। এর আগের দিন বিকেলে উপজেলা বিএনএমএর কার্যালয়টি উদ্বোধন করেছিলেন শাহ আবু জাফর। উদ্বোধনের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা স্লোগান দিতে থাকে ‘খুনি হাসিনার দোসর শাহ জাফর নিপাত যাক’।

এ বিষয়ে জানতে চাইলে শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, বিএনএম নিবন্ধিত একটি রাজনৈতিক দল। এ দেশে গণতন্ত্রকে সুগম করতে প্রতিটি রাজনৈতিক দলেরই সমান সুযোগ থাকা উচিত। আমার অফিস ভাঙচুরের তীব্র নিন্দা জানাই। যারা এটা করেছে, তারা ঠিক করেনি।

বাকশাল প্রতিষ্ঠার পর দলটিতে যোগ দিয়ে রাজনীতিতে পথচলা শুরু করেন শাহ মোহাম্মদ আবু জাফর। পরে ১৯৭৯ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৬ সালে আওয়ামী লীগের হয়ে ফরিদপুর-১ আসন থেকে এবং ১৯৮৮ সালে একই আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। এরশাদ সরকারের পতনের পর ২০০৩ সালে তিনি বিএনপিতে যোগ দেন। এরপর ২০০৫ সালে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তিনি।

আমার বার্তা/জেএইচ

বিএনপিকে যারা থামাতে গিয়েছে, তারাই ধ্বংস হয়েছে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি,

জাতীয় ঐকমত্য ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না: মান্না

আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠাসহ সরকার গত তিন মাসে কিছুই করতে পারেনি। তাদের সংস্কার কমিটিও কারো সঙ্গে

গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই নির্বাচন দরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই নির্বাচন

সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না

সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাল সিন্ডিকেটের মূলহোতা আব্দুর রশিদ গ্রেপ্তার

মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে শেষ বাংলাদেশের বছর

সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ২ মাস

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল, আক্রান্ত ৮০ হাজারের কাছাকাছি

বিএনপিকে যারা থামাতে গিয়েছে, তারাই ধ্বংস হয়েছে: আমীর খসরু

গুলিবিদ্ধ কাজলের অবস্থার অবনতি, থাইল্যান্ড নেওয়ার সিদ্ধান্ত

ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার চালকসহ দুইজনের

বাংলাদেশের দুটি কিডনিই খেয়ে ফেলেছে বিগত সরকার: দেবপ্রিয়

ব্রেকিংয়ের প্রতিযোগিতায় অনেক গণমাধ্যম অপতথ্য ছড়ায়

সীমান্ত হত্যা নিয়ে ভারতীয় গণমাধ্যম নীরব থাকে

ঢালাওভাবে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করায় ডিআরইউর উদ্বেগ

ট্রাম্প দায়িত্ব নিলে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হবে: জেলেনস্কি

গবেষণা-প্রবন্ধ রচনায় মাসে ৩০ হাজার টাকা বৃত্তি দেবে বাংলা একাডেমি

প্রকৃতির প্রতি ন্যায় বিচার করতে জীবন দর্শন বদলাতে হবে

সাফজয়ীদের এক কোটি টাকা দিবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী

জাতীয় ঐকমত্য ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না: মান্না

গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই নির্বাচন দরকার: রিজভী

বঙ্গোপসাগরে ভারত-যুক্তরাষ্ট্র-চীনের আলাদা স্বার্থ রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

হবিগঞ্জে ৩ কোটি টাকার ভারতীয় কাপড় ও প্রসাধনী জব্দ

ডাকাতি শেষে শিশু অপহরণের ঘটনায় নতুন মোড়