ই-পেপার বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

বন্ধু রাষ্ট্র জনগণের হত্যাকারীকে আশ্রয় দিতে পারে না: দুদু

আমার বার্তা অনলাইন:
০৭ জানুয়ারি ২০২৫, ১৬:৫৮

কোনো বন্ধু রাষ্ট্র বাংলাদেশের জনগণের হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও' আন্দোলনের উদ্যোগে ফেলানী হত্যা দিবস উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, 'বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হয়, রাজনৈতিক সরকার যাতে ক্ষমতায় না আসে সেই চেষ্টাই ভারত চালিয়ে যাচ্ছে। ওই ফাঁদে আপনারা পা দেবেন না। ওই ফাঁদে পা দেওয়া যাবে না। হাসিনা ওই ফাঁদে পা দিয়েছিল বলে সে নির্বাচনের বাইরে চলে গিয়েছিল। ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের কথা যেটা বলেছেন এই বছরের শেষে এবং আগামী বছরের শুরুতে সেটা আমরা সমর্থন জানাই। ওই সময়ের মধ্যে আমরা যদি নির্বাচনটা করতে পারি তাহলে বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে। বাজারে আগুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ব্যবসা-বাণিজ্যের অচলাবস্থা, জনগণের মধ্যে অস্থির অবস্থা এইগুলো কাটিয়ে উঠতে আমাদেরকে নির্বাচনের দিকে হাঁটতে হবে। আমরা যদি এই সময়ের মধ্যে নির্বাচন করতে পারি তাহলে আমার প্রত্যাশা আমরা এইসব সংকট থেকে মুক্ত হব। তাই এখন সরকারের উচিত অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা।'

কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, 'বাংলাদেশ ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করে। আমরা তাদের বিরুদ্ধে এমন কোন পদক্ষেপে এই পর্যন্ত নেই নাই, যেটা বন্ধু রাষ্ট্রের প্রতি কোন রেশ নিয়েছে। কিন্তু ভারত বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করেনি। আজ ৫৩ বছরের ঘটনাবলীকে যদি আমি সামনে আনি তাহলে মনে হবে, ভারতে এ যাবতকালে যখনই যে পদক্ষেপ নিয়েছে, সেটা কোনো বন্ধুত্বপূর্ণ দেশ, বন্ধু রাষ্ট্র নিতে পারেনা। অথচ ভারত দাবি করে তারা আমাদের বন্ধু রাষ্ট্র। ১৯৭১ সালে পাকিস্তানিরা যে অস্ত্রগুলো ফেলে গিয়েছিল সেগুলো ভারতের সেনাবাহিনী লুটপাট করে নিয়ে গেছে। দেশের সম্পদ নানান ভাবে লুটপাট করে নিয়েছে। '

তিনি বলেন, 'দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে উন্নত করার লক্ষ্যে ভুটান, নেপাল আফগানিস্তান বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করেন এবং সার্ক গঠন করেন। কিন্তু ভারতের অসহযোগিতার কারণে সার্ক বিলুপ্তির পথে।'

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, 'গত ৫ মাস আগে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চালিয়েছে। সেই হত্যাকারী স্বৈরাশাসক শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আরেকটি হত্যাকারীদের দেশ যে ফেলানীকে হত্যা করেছে। সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করছে। আমাদেরকে বন্ধু দাবি করা রাষ্ট্র ভারত আমার দেশের সাধারণ জনগণের হত্যাকারীকে আশ্রয় দিয়েছে।'

তিনি বলেন, 'বাঙালি বীরের জাতি। যদি একবার ভারতের এই অন্যায় অবিচারের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় ভারত রেহাই পাবে এটা আমি মনে করি না। এই জাতি প্রশিক্ষিত পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেছে। সাতদিন দশদিন যুদ্ধ করে ভারত আমাদেরকে স্বাধীন করে দিয়েছে এটা তারা বলে। তাদের ১০-১৫ হাজার সৈন্য মারা গেছে তারা দাবি করে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু তার অর্থ এই নয় যে এই ১৪-১৫ হাজার মানুষ আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে। এই দেশে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। আর এই ৩০ লক্ষ শহীদ এদেশের নাগরিক। ভারতের দাবি অসার দাবি, ভারত যে দাবি করে সেটা কোনো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের দাবি নয়। ফেলানী একটা কিশোরী তাকে গুলি করে হত্যা করে পাঁচ দিন কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। শেখ হাসিনা যেমন ক্ষমতায় থাকার জন্য তামাশা করেছে ভারত ও ফেলানী হত্যা বিচারে তামাশা করেছে। একজন খুনিকে তারা মুক্ত করে দিয়েছে।'

'দেশ বাঁচাও মানুষ বাঁচাও' আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সভাপত্বিতে নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষক দল নেতা এসকে সাদী, আব্দুর রাজী সহ প্রমুখ।

আমার বার্তা/এমই

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে নিয়ে লন্ডন ক্লিনিকে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত

ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল গ্রেপ্তার

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

জিয়া পরিবারের অবিস্মরণীয় এক দিন

জিয়া পরিবারের জন্য আজ অবিস্মরণীয়-অভাবনীয়-অনির্বচনীয় একটি দিন। বাংলাদেশ থেকে ৮ হাজার কিলোমিটার দূরে লন্ডনে সূর্যের

তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া: ফারুক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশ্বিক পাসপোর্ট সূচকে ফিলিস্তিনের সাথে একই অবস্থানে বাংলাদেশ

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

এইচএমপিভিতে মৃত্যুর আশঙ্কা কম, আতঙ্কিত হওয়ার কিছু নেই

সামুদ্রিক প্রাণী রক্ষায় নতুন পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার

সাদেক খান ও ইকবালুর রহিমের পরিবারের নামে দুর্নীতির ৫ মামলা

ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল গ্রেপ্তার

অনুমতি ছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নয়

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বাড়ানোর তাগিদ তথ্য উপদেষ্টার

১৭৭ সদস্যের জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে ৪০ জনের ছাত্রত্ব নেই

নতুন নিয়োগ পাওয়া সদস্যদের শপথ স্থগিতে পিএসসির চিঠি

ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলা ব্যাটারের অবসর

জিয়া পরিবারের অবিস্মরণীয় এক দিন

নওগাঁয় বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ

নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ জনকে অব্যাহতি

তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া: ফারুক

ভারতে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধিতে বাংলাদেশের কিছু করার নেই

১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা চাই

জাতীয় দলে ফিরতে বিসিবি থেকে কিছু দিন সময় নিয়েছেন তামিম

বেনজীরের স্ত্রী-কন্যার আয়কর নথি জব্দের আদেশ

এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু: ওয়াহিদউদ্দিন