ই-পেপার মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

তিস্তা নিয়ে রাজনীতি নয়, জনদুর্ভোগ লাঘব চায় বিএনপি: তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
২২ এপ্রিল ২০২৫, ২০:০০

তিস্তা নদী নিয়ে রাজনীতি নয়, জনগণের দুর্ভোগ লাঘবই বিএনপির উদ্দেশ্য বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “তিস্তা নিয়ে আমরা এমন পদক্ষেপ নিতে চাই, যাতে মানুষের দুঃখ-কষ্ট দূর হয়। নদীটি ঘিরে তিন কোটি মানুষের জীবনে প্রভাব পড়ে। আগামীতে সরকার গঠন করতে পারলে খাল খনন কর্মসূচি যেকোনো মূল্যে শুরু করব।”

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান।

প্রাথমিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলাকে বাধ্যতামূলক করার উপর গুরুত্বারোপ করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, “শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলায় বাধ্যতামূলক অংশগ্রহণ প্রয়োজন। এ ধরনের কার্যক্রম শিশুদের পরিপূর্ণ বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।”

বাংলাদেশের অঞ্চলভিত্তিক সংস্কৃতি ও কৃষ্টিকে জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, “লালমনিরহাট, কুড়িগ্রাম, চট্টগ্রাম কিংবা কুষ্টিয়া—প্রতিটি অঞ্চলের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে। এই বৈচিত্র্যই আমাদের গর্ব। বিএনপি সরকারে থাকাকালে দেশীয় কৃষ্টি-সংস্কৃতির প্রসারে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।”

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে বহু সংস্কৃতি কর্মী অবহেলিত থেকেছেন, চিকিৎসার অভাবে দুর্বিষহ জীবন পার করেছেন। খালেদা জিয়ার সময় যেভাবে তাদের সহযোগিতা করা হয়েছে, ভবিষ্যতে সেভাবে সাংস্কৃতিক অঙ্গনের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। তারেক রহমান বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে প্রণীত বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এসব দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলি প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন শ্যামল। কর্মশালায় জেলার পাঁচ উপজেলার প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা মনে করেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

এর আগে কর্মশালার প্রথম অধিবেশনে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “৩১ দফাই হলো একনায়কতন্ত্রের বিরুদ্ধে জনগণের রূপরেখা। পার্শ্ববর্তী দেশের একচেটিয়া হস্তক্ষেপও এই আন্দোলনের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে।”

আমার বার্তা/এমই

মে দিবসে পল্টনে বিশাল সমাবেশ করবে বিএনপি

আগামী ১ মে শ্রমিক দিবসে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির

এতো হত্যাকাণ্ডের পরও আ.লীগ ন্যূনতম অনুশোচনা প্রকাশ করেনি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘পালিয়ে যাবার দিন আরও কয়েক লাখ মানুষকে মেরেও

ফেরেশতা দিয়েও ভালো নির্বাচন করতে পারবে না ইসি: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ফেরেশতা বসিয়ে দিলেও নির্বাচন কমিশন (ইসি)

সংস্কার কমিশনের অধিকাংশ সুপারিশের সঙ্গে বিএনপি একমত: সালাহউদ্দিন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ তিন বিচারপতির মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি পদে নিয়োগের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা নিয়ে রাজনীতি নয়, জনদুর্ভোগ লাঘব চায় বিএনপি: তারেক রহমান

এপ্রিলের ২১ দিনেই এলো প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

ধানমন্ডিতে বহুতল ভবনের বারান্দা থেকে পড়ে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা

সম্পূরক ঋণ চুক্তিতে ৭৬ কোটি টাকা ঋণ দিচ্ছে কোরিয়া

রামপুরায় পারিবারিক কলমের জেরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

দুবাইয়ে বিগ টিকিট লটারি জিতে লাখপতি দুই বাংলাদেশি

আগামী নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন আইন উপদেষ্টা

ড. ইউনূসের সঙ্গে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

মাতারবাড়ি বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে

সব নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করাচ্ছে ডিএনসিসি

ইসলামে নামাজের গুরুত্ব ও সৌন্দর্য

মে দিবসে পল্টনে বিশাল সমাবেশ করবে বিএনপি

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় নিহত ৫

ঢাকা সিটি কলেজ ২ দিনের জন্য বন্ধ ঘোষণা

কুয়েট শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ শিক্ষা উপদেষ্টার

মব জাস্টিস আর অ্যালাউ নয়, অনেক হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটি কলেজে ভাঙচুরের অভিযোগ, দেশবাসীর কাছে বিচার চাইলেন অধ্যক্ষ