
৩ দফা দাবী আদায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করে তাদের উপর হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
রোববার (৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেছেন।
বার্তায় তিনি আরও বলেন, যে শিক্ষক দ্বারা দেশ গড়ার ভিত্তিস্তম্ভ তৈরি হয়, সেই শিক্ষকদের ওপর এমন অমানবিক কর্মকাণ্ড ঘৃণ্য। ১৯৮৬ সালে হুসেইন মুহম্মদ এরশাদ বিনা আন্দোলনে লক্ষ লক্ষ প্রাইমারি স্কুল সরকারি করেছেন।
প্রতিটি উপজেলায় একটি হাইস্কুল, একটি কলেজ ও একটি মহিলা কলেজ সরকারি করেছেন। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স, থানা ভবন, উপজেলা ভবন, ভূমি অফিস, শিক্ষা কর্মকর্তার কার্যালয়, ফৌজদারি ও দায়রা ম্যাজিস্ট্রেট কোর্ট প্রতিষ্ঠা করেন— জনগণের বিন্দুমাত্র আন্দোলন-অনশন ছাড়াই।
বিবৃতিতে তিনি বলেছেন, ১৯৯১ সাল থেকে গণতন্ত্রের তকমাধারী সরকারগুলো আসার পর বহুবার আমরা শিক্ষকদের ওপর ভয়াবহ নির্যাতন দেখে আসছি। শিক্ষক ও শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে কি তা শুধুমাত্র বইপুস্তকেই সীমাবদ্ধ? আজ বিভিন্ন মিডিয়ায় শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলাম!
আমার প্রশ্ন— দাবি-দাওয়া না-ইবা মেনে নিলেন, তা সমঝোতার মাধ্যমে না এসে এই প্রশাসনিক বর্বরোচিত হামলা কেন?
তিনি অবিলম্বে হামলায় আহত শিক্ষকদের সুচিকিৎসা, আটককৃত শিক্ষকদের দ্রুত মুক্তি দেয়ার দাবী জানান।
আমার বার্তা/জেএইচ

