
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ কেবল ঐতিহ্য আকড়ে টিকে থাকতে পারে না। প্রাসঙ্গিক থাকতে অন্যান্য বড় প্রতিষ্ঠানের মতো এটিকে অবশ্যই সংস্কার করতে হবে।
শনিবার (৮ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর ফূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের স্বায়ত্তশাসন, দক্ষতা ও সহজলভ্যতা নিশ্চিতে গত ১৫ মাস ধরে আমরা একাধিক সংস্কারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেষ্টা করেছি। এই দাফতরিক পরিবর্তনের পেছনে একটি গভীর নৈতিক পরিবর্তন রয়েছে। তা হলো প্রতিষ্ঠানকে জনগণের সেবা করতে হবে, ক্ষমতাকে নয়।
তিনি আরও বলেন, বৈধতা ছাড়া ক্ষমতা মূল্যহীন। রাষ্ট্রের বড় পালাবদলের সময় বিচার বিভাগকে জনগণের আস্থার নৈতিক রক্ষক হতে হবে। সম্ভবত এই কারণেই নীরবে তৈরি হওয়া আমাদের সংস্কার রূপরেখা ধীরে ধীরে জনগণের সংস্কারে পরিণত হয়েছে। প্রবলভাবে আন্তঃসম্পর্কিত বিশ্বে আগামী দশকগুলোতে প্রাসঙ্গিক থাকার বিষয়ে আমরা গভীরভাবে সচেতন, যা ভৌগলিক সীমাবদ্ধতা বা ক্ষুদ্র বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতা দ্বারা আবদ্ধ নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস। এ সময় বিভাগের অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক আব্দুর রহিম, অধ্যাপক আব্দুল বাছিরসহ শিক্ষক ও সাবেক-বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই

