ই-পেপার রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নবিজির চাচা আবু তালিবের মৃত্যুর সময় যা ঘটেছিল

অনলাইন ডেস্ক:
০৬ মে ২০২৪, ১২:২২

মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই বাবাকে হারিয়েছিলেন। শৈশবে বেড়ে ওঠার দিনগুলোতেই মা-দাদাকে হারিয়ে এতীম হয়ে পড়েন। এরপর থেকে তার দেখাশোনা, লালন-পালন করেছিলেন চাচা আবু তালিব।

শৈশবে মুহাম্মদ সা.-এর দায়িত্ব নেওয়ার পর থেকে নিজের মৃত্যুর আগপর্যন্ত মুহাম্মদ সা.-কে তাকে আগলে রেখেছিলেন আবু তালিব। নবুওয়তের প্রথম দিনগুলোতে যখন কুরাইশরা নবীজির ওপর অকথ্য নির্যাতন করেছিল তখন তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। ইসলামের পক্ষে, নবীজির পক্ষে আজীবন কাজ করে গেলেও আবু তালিব ইসলাম গ্রহণ করেননি।

তার মৃত্যুর সময় নবীজি তাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন তবে কুরাইশ নেতাদের ভর্ৎসনার ভয়ে তিনি ইসলাম গ্রহণ থেকে বিরত থাকেন।

আবু তালেব মৃত্যুর আগে যখন অসুস্থ হয়ে পড়লেন নবীজি নিজ চাচার কাছে গেলেন। এসময় আবু জাহল, আব্দুল্লাহ ইবনু আবী উমাইয়া প্রমুখ মুশরিক নেতৃবৃন্দ আবু তালিবের শিয়রে বসে ছিলেন।

নবীজি সা. চাচা আবু তালিবকে বললেন,

يَا عَمِّ قُلْ لاَ إلَهَ إلاَّ اللهُ كَلِمَةً أَشْهَدُ لَك بِهَا عِنْدَ اللهِ

‘হে চাচা! আপনি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ কালেমাটি পাঠ করুন, যাতে আমি আপনার জন্য আল্লাহর সুপারিশ করতে করতে পারি’।

জবাবে আবু তালিব বলেন, ‘হে ভাতিজা! যদি আমার পরে তোমার বংশের ওপর গালির ভয় না থাকত এবং কুরায়েশরা যদি এটা না ভাবত যে, আমি মৃত্যুর ভয়ে এটা বলেছি ও তোমাকে খুশী করার জন্য বলেছি, তাহলে আমি অবশ্যই তা বলতাম।’ (ইবনু হিশাম ১/৪১৮)।

নবীজি নিজের চাচাকে এই আহ্বান জানানোর পর আবু জাহল ও তার সহোদর বৈপিত্রেয় ভাই আব্দুল্লাহ ইবনু আবী উমাইয়া বারবার তাকে উত্তেজিত করে বলতে লাগলো—

أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطّلِبِ؟

‘আপনি কি আব্দুল মুত্ত্বালিবের ধর্ম ত্যাগ করবেন’?

জবাবে আবু ত্বালিবের মুখ দিয়ে শেষ বাক্য বেরিয়ে যায়,

أَنَا عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ

‘আমি আব্দুল মুত্তালিবের দ্বীনের উপরে।’ (আর-রাউযুল উনুফ ২/২২৩)।

তখন রাসূলুল্লাহ সা. বলে উঠলেন,

لَأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْهُ

‘আমি আপনার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে যাব। যতক্ষণ না আমাকে নিষেধ করা হয়’।

এর প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়—

مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِيْنَ آمَنُوْا أَنْ يَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِيْنَ وَلَوْ كَانُوْا أُوْلِيْ قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيْمِ

‘নবী ও ঈমানদারগণের জন্য সিদ্ধ নয় যে, তারা ক্ষমা প্রার্থনা করুক মুশরিকদের জন্য। যদিও তারা নিকটাত্মীয় হয়, একথা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে তারা জাহান্নামের অধিবাসী।’ (সূরা তওবা, (৯), আয়াত :১১৩)।

আমার বার্তা/জেএইচ

আজ পবিত্র বুদ্ধ পূর্ণিমা

আজ পবিত্র বুদ্ধপূর্ণিমা। দেশ ও দেশের বাইরের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে

নিয়ত না করে যাকাত দিলে আদায় হবে কি না

কারো কাছে নিজের প্রয়োজনের অতিরিক্তি সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলার রূপার সমতুল্য

সৌদি পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, মোট ৫ জনের মৃত্যু

বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৩৭ হাজার ১১৫ হজযাত্রী সৌদি আরব

মহানবী (সা.) এর কাছে উপহার পাঠিয়েছিলেন ভারতের যেই রাজা

ভারতবর্ষে ইসলামের আগমন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর যুগেই হয়েছিল। ইতিহাসের সূত্রমতে, এই অঞ্চলের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে যুদ্ধ বন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র

আজ পবিত্র বুদ্ধ পূর্ণিমা

১১ মে ঘটে যাওয়া নানান ঘটনা

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের শুভেচ্ছা বিনিময়

স্বৈরাচার যাতে সুযোগ না পায়, সেজন্য দেশের মানুষ ঐক্যবদ্ধ

আমরা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না: জি এম কাদের

আইসিটি অ্যাক্টে আ.লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে বৈঠক ডাকা হয়েছে

শাহবাগ ব্লকেডের দ্বিতীয় দিনে বিভিন্ন রাজনৈতিক দলের সংহতি

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই: তামিম

দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না: মির্জা ফখরুল

নিয়ত না করে যাকাত দিলে আদায় হবে কি না

হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটের সারমর্ম জানাবে এআই

বিকেল ৫টা থেকেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর: ভারত

বই পড়ে পুরস্কার পেলো ঢাকার ৫০৯৪ জন শিক্ষার্থী

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি ১৯ দিন: শিক্ষা মন্ত্রণালয়

৪৬টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

নারী উদ্যোক্তা সমাবেশে অংশগ্রহণ করেছে লংকাবাংলা ফাইন্যান্স

ভারতের সঙ্গে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ নিশ্চিত করলো পাকিস্তান