ই-পেপার শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

গুহায় আটকে পড়া তিন যুবক উদ্ধার হলেন যেভাবে

আমার বার্তা অনলাইন
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮

আবদুল্লাহ ইবনু ওমার রা. বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার তিন জন লোক পথ চলছিল,এ সময় বৃষ্টি শুরু হলো । বৃষ্টি থেকে রক্ষার জন্য তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিলো। হঠাৎ পাহাড় থেকে এক খন্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, নিজেদের করা কিছু সৎকাজের কথা চিন্তা করে বের কর, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে এবং তার উসিলা করে আল্লাহর কাছে দোয়া কর। তাহলে হয়ত আল্লাহ পাহাড়ের মুখ থেকে পাথরটি সরিয়ে দেবেন।

তাদের একজন বলতে লাগল, হে আল্লাহ! আমার আববা-আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ-পোষণের জন্য পশু পালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দোহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আববা-আম্মাকে পান করাতাম।

একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারিনি। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। যখন আমি দুধ দোহন করলাম, যেমন প্রতিদিন দোহন করি। তারপর আমি তাঁদের শিয়রে (দুধ নিয়ে) দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানোও অসঙ্গত মনে করি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল।

হে আল্লাহ! আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এ কাজটি করে থাকি তবে আপনি পাহাড়ের মুখ থেকে পাথরটা খানিক সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল।

দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ! আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদেরকে ভালবাসে, আমি তাকে তার চেয়ে বেশি ভালবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম (অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম) কিন্তু সে অস্বীকার করল যে পর্যন্ত না আমি তার জন্য একশ’ দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা যোগাড় করলাম (এবং তার কাছে এলাম)।

যখন আমি তার দু’পায়ের মাঝে বসলাম (অর্থাৎ সম্ভোগ করতে তৈরি হলাম) তখন সে বলল, হে আল্লাহর বান্দা! আল্লাহকে ভয় কর। অন্যায়ভাবে মাহর (পর্দা) ছিঁড়ে দিয়ো না। (অর্থাৎ আমার কুমারীর সতীত্ব নষ্ট করো না) তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ! আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছু সরে গেল।

তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ! আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করল আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর মাধ্যমে অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছু দিন পর সে আমার কাছে আসল এবং বলল, আল্লাহকে ভয় কর (আমার মজুরী দাও)। আমি বললাম, এই সব গরু ও রাখাল নিয়ে নাও।

সে বলল, আল্লাহকে ভয় কর, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওইগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ! আপনি জানেন, যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এ কাজটি করে থাকি, তবে পাথরের বাকীটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন।

(বুখারি, হাদিস, ২২১৫, ২২৭২, ২৩৩৩, ৩৪৬৫, ৫৯৭৪, মুসলিম, হাদিস, ২৭৪৩, আবু দাউদ, হাদিস, ৩৩৮৭, আহমদ ৫৯৩৭)

আমার বার্তা/জেএইচ

তাবলিগের সমাধান নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

দ্বীন বা ধর্মীয় কাজে বিভক্তির মূল কারণ হকের (সঠিক) পথ ছেড়ে বিচ্যুত ব্যক্তির অনুসরণ করা

হাঁটু ভাঁজ করতে না পারলে যেভাবে নামাজ পড়বেন

অস্টিওআর্থ্রাইটিস বা অন্য কোনো রোগের কারণে কেউ যদি নামাজে হাঁটু ভাঁজ করে সিজদা করতে ও

দোয়ার সময় পড়ার মতো আল্লাহর প্রশংসামূলক কিছু বাক্য

মানুষের প্রয়োজনের শেষ নেই। পৃথিবীর জীবন এভাবেই সাজিয়েছেন আল্লাহ তায়ালা। এক প্রয়োজন শেষ হওয়ার আগেই

নারীর সম্মান ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে যা বললেন জাতীয় মসজিদের খতিব

নারী ও শিশুদের উপর জুলুম থেকে বিরত থাকতে হবে। নারীকে সম্মান দেওয়া মুত্তাকীর পরিচয় বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

সরকারের কাছে ন্যায়বিচার চেয়ে যা বললেন আলাল

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের আহ্বান

গাজীপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রাখাইনে জান্তার সেনা সদর দপ্তর দখল করলো আরাকান আর্মি

সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে

সমাজের উচ্চপর্যায়ের মানুষদের বিচার হয় না, এর পরিবর্তন দরকার

পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায় হাসান আরিফের অবদান স্মরণীয় হয়ে থাকবে

আন্দোলনে নিহত ও আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, দুই বাল্কহেডসহ আটক ৯

জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: ফারুকী

উত্তরা ক্লাবের নির্বাচনকে ঘিরে নানা আয়োজনে নেমেছেন প্রার্থীরা

ম্যাচে কী হবে ৩-৪ ওভার আগেই বুঝতে পারেন লিটন: সালাউদ্দিন

দেশীয় অস্ত্র হাতে আ.লীগ নেতার ভিডিও ভাইরাল

সহপাঠী নিহতের ঘটনায় সর্বোচ্চ শাস্তিসহ ৫ দফা দাবি বুয়েট শিক্ষার্থীদের

হাওরের অলওয়েদার সড়ক নিয়ে সৃষ্ট সমস্যা সমাধান করবে সরকার

আর্থিক খাতের শৃঙ্খলাসহ অর্থনীতিতে ৫ চ্যালেঞ্জ: হোসেন জিল্লুর

মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই তাই বেশি দেখাচ্ছে: অর্থ উপদেষ্টা

পুঁজিবাজার অস্থিরতার পেছনে প্লেয়ার-রেগুলেটরদের দুষলেন অর্থ উপদেষ্টা

ধর্মের ভিত্তিতে বিভাজন, সংখ্যালঘু ধারণায় আমরা বিশ্বাসী নই