ই-পেপার শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

সমুদ্রপথে বাংলাদেশি হাজি নিতে সৌদি আরবের সম্মতি

নিজস্ব প্রতিবেদক:
০৭ অক্টোবর ২০২৪, ১৫:২১
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রাবিয়ার।

সমুদ্রপথে বাংলাদেশ থেকে হাজি প্রেরণে সৌদি সরকারের কোন বাধা নেই। তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করতে হবে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রাবিয়ার।

বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সম্প্রতি জেদ্দাস্থ সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকটি ছিল আন্তরিক ও সৌহার্দপূর্ণ।

মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রাবিয়ার বলেন, সমুদ্রপথে বাংলাদেশ থেকে হাজি প্রেরণে সৌদি সরকারের কোন বাধা নেই। তবে বন্দর কর্তৃপক্ষের সাথে আলাপ করতে হবে। বাংলাদেশকেও জাহাজ কোম্পানির সাথে আলোচনা করতে হবে।

পানির জাহাজযোগে ২/৩ হাজার হাজিকে পরীক্ষামূলকভাবে হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রেরণের ব্যাপারে বাংলাদেশ চিন্তাভাবনা করছে।

সৌদি মন্ত্রী হাজিদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিকে আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেন। বাংলাদেশের হজ এজেন্সির মালিক অথবা তাদের প্রতিনিধিদের হজের ২/৩ মাস আগে আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য বারবার সৌদি আরব যেতে হয়। সেজন্য মুনাজ্জেম (মাল্টিপল) ভিসার প্রয়োজন হয়। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা এ ব্যাপারে হজ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি মুনাজ্জেম ভিসা ইস্যুর আশ্বাস দেন।

রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকার হজ ক্যাম্পে সৌদি ইমিগ্রেশন সম্পন্ন করা হয় এবং হাজিদের লাগেজ সৌদি হোটেলে পৌঁছে দেওয়ার কথা। কিন্তু ২০২৩ ও ২৪ সালে বেশ কিছু লাগেজ হারিয়ে যায়। প্রসঙ্গটি তুলে ধরলে মন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইতোপূর্বে সৌদি হজ মন্ত্রণালয় থেকে প্রতি এজেন্সিকে কমপক্ষে দুই হাজার হাজি প্রেরণের কোটা দেওয়া হয়। ধর্ম উপদেষ্টা এ ব্যাপারে ২০২৪ সালের অনুরূপ ২৫০ এ সিলিং করার অনুরোধ করেন। সৌদি মন্ত্রী ব্যাপারটি সদয় বিবেচনার আশ্বাস দেন।

দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি হজ মন্ত্রীকে সহায়তা করেন হজ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ডেপুটি মিনিস্টার ড. হাসান আল মানাখেরা ও হজ বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক বদর আল সেলামী।

বাংলাদেশী টিমে ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচির আবদুল হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ব্রিগেডিয়ার রাকিবুল্লাহ, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল, মিয়া মুহাম্মদ মঈনুল কবির, জেদ্দা হজ মিশনের কাউন্সেলর, জহিরুল ইসলাম, হজ কন্সাল মুহাম্মদ আসলামুদ্দিন, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ড. সাদিক হোসাইন ও জেদ্দা হজ মিশনের কর্মকর্তা মাহমুদুল হাসান।

আমার বার্তা/এমই

তাবলিগের সমাধান নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

দ্বীন বা ধর্মীয় কাজে বিভক্তির মূল কারণ হকের (সঠিক) পথ ছেড়ে বিচ্যুত ব্যক্তির অনুসরণ করা

হাঁটু ভাঁজ করতে না পারলে যেভাবে নামাজ পড়বেন

অস্টিওআর্থ্রাইটিস বা অন্য কোনো রোগের কারণে কেউ যদি নামাজে হাঁটু ভাঁজ করে সিজদা করতে ও

দোয়ার সময় পড়ার মতো আল্লাহর প্রশংসামূলক কিছু বাক্য

মানুষের প্রয়োজনের শেষ নেই। পৃথিবীর জীবন এভাবেই সাজিয়েছেন আল্লাহ তায়ালা। এক প্রয়োজন শেষ হওয়ার আগেই

নারীর সম্মান ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে যা বললেন জাতীয় মসজিদের খতিব

নারী ও শিশুদের উপর জুলুম থেকে বিরত থাকতে হবে। নারীকে সম্মান দেওয়া মুত্তাকীর পরিচয় বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

সরকারের কাছে ন্যায়বিচার চেয়ে যা বললেন আলাল

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের আহ্বান

গাজীপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রাখাইনে জান্তার সেনা সদর দপ্তর দখল করলো আরাকান আর্মি

সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে

সমাজের উচ্চপর্যায়ের মানুষদের বিচার হয় না, এর পরিবর্তন দরকার

পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায় হাসান আরিফের অবদান স্মরণীয় হয়ে থাকবে

আন্দোলনে নিহত ও আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, দুই বাল্কহেডসহ আটক ৯

জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: ফারুকী

উত্তরা ক্লাবের নির্বাচনকে ঘিরে নানা আয়োজনে নেমেছেন প্রার্থীরা

ম্যাচে কী হবে ৩-৪ ওভার আগেই বুঝতে পারেন লিটন: সালাউদ্দিন

দেশীয় অস্ত্র হাতে আ.লীগ নেতার ভিডিও ভাইরাল

সহপাঠী নিহতের ঘটনায় সর্বোচ্চ শাস্তিসহ ৫ দফা দাবি বুয়েট শিক্ষার্থীদের

হাওরের অলওয়েদার সড়ক নিয়ে সৃষ্ট সমস্যা সমাধান করবে সরকার

আর্থিক খাতের শৃঙ্খলাসহ অর্থনীতিতে ৫ চ্যালেঞ্জ: হোসেন জিল্লুর

মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই তাই বেশি দেখাচ্ছে: অর্থ উপদেষ্টা

পুঁজিবাজার অস্থিরতার পেছনে প্লেয়ার-রেগুলেটরদের দুষলেন অর্থ উপদেষ্টা

ধর্মের ভিত্তিতে বিভাজন, সংখ্যালঘু ধারণায় আমরা বিশ্বাসী নই