ই-পেপার বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কালের বিবর্তনে জর্জরিত শ্রীধরপুর শ্যামা ও শিব মন্দির

অনলাইন ডেস্ক:
২৭ ডিসেম্বর ২০২২, ১৩:১৩

যশোরের অভয়নগরে শ্রীধরপুর গ্রামে অবস্থিত প্রায় ৪শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী জমিদার বাড়ির শ্যামা ও শিব মন্দির। এক সময় কালের সাক্ষী হয়ে ঐতিহ্য ও স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা ৪শ বছরের পুরোনো মন্দির দুটি আজ বিলুপ্তির পথে। এমন অবস্থায় মন্দিরটি দ্রুত সংস্কার ও স্মৃতিচিহ্ন সংরক্ষণের দাবি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানিয়েছেন, ৪শ বছর আগে তৎকালীন জমিদার বনমালী বসু তার বাড়ির কাছে ইট ও সুরকি দিয়ে পারিবারিক পূজা অর্চনার জন্য এই মন্দির নির্মাণ করেন। জমিদার বাড়ির বিগ্রহ মন্দিরটির শিব ও শ্যামা মন্দির নামে পরিচিত। এক সময় জমিদার পারিবারিক এই বিগ্রহ মন্দিরে প্রতিদিন পূজা অর্চনা হতো। বছরজুড়ে শ্যামা পূজাসহ ছোট-বড়, নানা ধরনের পূজা-অর্চনা এবং ধর্মীয় উৎসবে মুখরিত থাকত মন্দিরটি। সকাল-সন্ধ্যা বাজত শঙ্খধ্বনি। মন্দিরে জমিদার বাড়ির নারীরা দলবেঁধে পূজা করতেন। দূর-দূরান্তের পূজারিরাও আসতেন মাঝে মধ্যে এখানে।

জমিদার প্রথা বিলুপ্তির পরও অনেক দিন চলেছিল স্থানীয় হিন্দুদের ধর্মীয় পূজা-অর্চনা। সূত্রে জানা যায়, এ অঞ্চলে জমিদারদের ব্যাপক পদচারণা ছিল। হুগলি থেকে আসা জমিদার বনমালী বসু আনুমানিক ১৭৫৬-৫৯ খ্রিষ্টাব্দে এখানে জমিদার বাড়ি, কালী মন্দির, শিব মন্দির, দিঘি, বৈঠকখানা, নাট্যশালাসহ প্রায় ৪০-৫০ একর জমি নিয়ে প্রতিষ্ঠা করেন।

মূলত এসব রাজবাড়ী থেকে এ অঞ্চলের খাজনা আদায় করা হতো। এসব বাড়ি ও মন্দির ছিল তৎকালীন সেরা স্থাপত্য। জমিদার বাড়ি ও মন্দির এসব স্থাপত্যের মধ্যে একটি। তবে এখন এটি দেখলে মনে হয় একটি পোড়াবাড়ি।

স্মৃতিচিহ্ন হিসেবে জমিদার বাড়িতে আছে দুটি মন্দির। এখানে প্রতি বছর শ্যামা পূজা হয়। পাশে রয়েছে শিব মন্দির। সেখানেও শিব পূজা হয়ে থাকে। যে দুটি মন্দির আছে তা নাজুক অবস্থায় আছে। এখন মূল জমিদার বাড়ির তেমন কোনো নিদর্শন চোখে পড়ে না। মন্দিরের পাশে দুটি বড় দিঘি রয়েছে। আছে শানবাঁধা ঘাট। তা ছাড়াও এখানে আরও মন্দির ছিল। তা ধ্বংস করা হয়েছে। রাতের আঁধারে ইটগুলো চুরি হয়ে থাকে, বলেছেন এলাকার সচেতন মহল।

নয়নাভিরাম এ জমিদার বাড়িটি তার ইতিহাস ঐতিহ্য হারাতে বসেছে। বড় দিঘি দুটি অযত্ন অবহেলায় হারিয়ে যাচ্ছে। অথচ সরকারের পর্যটন বিভাগের সুনজর পেলে ওই জায়গাটি হতে পারে দর্শনীয় স্থান। অবহেলায় ইতিহাসের কালের সাক্ষী গুরুত্বপূর্ণ নিদর্শনটি হারিয়ে যেতে বসেছে। প্রত্নতাত্ত্বিক বিভাগ ও সরকারি সহযোগিতায় এই মন্দিরটির সৌন্দর্য ধরে রাখতে পারলে এখানে ভ্রমণপিপাসুদের আনাগোনা বেড়ে যেত।

স্থানীয় বাসিন্দা মো. শাহারাত হোসেন বলেন, ‘জমিদার বাড়ি বিক্রি করা হয়েছে। আছে শুধু দুটি মন্দির। দিঘিটি এখন ঘের হিসেবে মাছ চাষ করা হচ্ছে।’ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতায় সংস্কারের দাবি জানান তিনি।

জমিদার বাড়ির মন্দিরের সভাপতি শ্রী গৌরাঙ্গ রায় বলেন, ‘আমরা এখানে ৩টি পরিবারের প্রায় ২৪ জন সদস্য বাস করি। কিন্তু সরকারি কোনো সহায়তা না পাওয়ায় জমিদার বাড়ির মন্দিরের আজ এ অবস্থা। সংস্কার হলে আরও ২০০ বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত মন্দির দুটি।’

সুবাস বিশ্বাস বলেন, ‘এই জমিদার বাড়ি মন্দির সংস্কারের ব্যবস্থা করা হোক। তবে তা না হওয়ায় আমরা হতাশ। এখনো আমরা পূজা অর্চনা করি। আমাদের দাবি, প্রাচীন বাড়িটির প্রতি সুদৃষ্টি দিয়ে সংস্কারের ব্যবস্থা করা হোক।’

এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু জানান, রক্ষণাবেক্ষণের অভাবে অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে মন্দিরটি। তবে সরকারিভাবে এটি সংস্কারের কোনো বিকল্প নেই। এটি প্রাচীন ঐতিহ্যের মধ্যে গণ্য করে এর সংস্কার করা না হলে প্রাচীন ঐতিহ্যের এ নির্দশন কালের গর্ভে বিলীন হয়ে যাবে।

নাগরিক উদ্যোগের কোয়ালিশন খুলনা কমিটির সভাপতি নজরুল ইসলাম মল্লিক বলেন, ‘এক সময় কালের সাক্ষী হয়ে ঐতিহ্য ও স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা ৪০০ বছরের পুরোনো মন্দির দুটি আজ বিলুপ্তির পথে। এ অবস্থায় মন্দিরটি দ্রুত সংস্কার ও স্মৃতিচিহ্ন সংরক্ষণ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন বলেন, ‘বিষয়টি নোট করে রাখছি। পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেব।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর বলেন, কালের বিবর্তনে ভৈরব উত্তর-পূর্বাঞ্চলে প্রাচীন ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। যা চোখে পড়ে তার মধ্যে শ্রীধরপুর জমিদার বাড়ি ও মন্দির তার মধ্যে অন্যতম। বিষয়টি আমি দেখেছি। সংস্কার করা প্রয়োজন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।’

এবি/ জিয়া

৮১ বছরের বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে আজ

দীর্ঘ ৮১ বছর পর বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হতে যাচ্ছে আজ শনিবার রাতে। আজ

২০২৩ সালকে বরণ করতে প্রস্তুত বিশ্ব

করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, পণ্যের দাম বৃদ্ধি আর ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বিশ্বকাপ অর্জন এসবের

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে কর্তৃপক্ষের কৌশলী হওয়া জরুরি

জনবসতির দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে অষ্টম এবং ঘনত্বের দিক থেকে বিশ্বে দশম ঘনবসতিপূর্ণ। এই বৃহদাকার

বাচ্চা হলে অর্থ দেবে জাপান

জন্মহার উদ্বেগজনকভাবে কমে যাওয়ায় দম্পতির বাচ্চা হলেই বিপুল অর্থ দেবে জাপান সরকার। সন্তানের জন্ম দিলেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যমেলায় অংশ নিচ্ছে ১০ দেশের ১৭ প্রতিষ্ঠান: টিপু মুনশি

ফোন চুরি ঠেকাতে গুগলে নতুন ফিচার

সবার জীবনে আসুক অনাবিল সুখ, শান্তি: প্রধানমন্ত্রী

উইজডেনের বর্ষসেরা দলে একমাত্র বাংলাদেশি মিরাজ

বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আওয়ামী লীগের সতর্কতায় বিফল : তথ্যমন্ত্রী

বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তানও হতবাক: সালমান এফ রহমান

সবার আগে নিউজিল্যান্ড নতুন বছরকে বরণ করল

মেট্রোস্টেশনের গেট খুলবে সকাল সাড়ে ৭টায়, বন্ধ বেলা সাড়ে ১১টায়

৮১ বছরের বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে আজ

মেয়েকে সাথে নিয়ে মায়ের বিষপানে মৃত্যু

জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের চার মামলা

মারা গেছেন সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট

জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

২০২৩ সালকে বরণ করতে প্রস্তুত বিশ্ব

সর্বকালের সেরা খেলোয়াড় সাকিব

গুগলের ডুডল চমকে বর্ষ বিদায়

দেশে ভিক্ষুকের সংখ্যা কমেছে: খাদ্যমন্ত্রী

শিক্ষাই দারিদ্র্য মুক্তির প্রধান হাতিয়ার : প্রধানমন্ত্রী

কাউকে আক্রমণ করব না, তবে আক্রান্ত হলে ছাড় দেব না: ওবায়দুল কাদের

চীনকে করোনার তথ্য প্রকাশ করতে বলেছে ডব্লিউএইচও