ই-পেপার বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

তামিম-মাশরাফির মতে সেমির লক্ষ্যে খেলা উচিত ছিল টাইগারদের

নিজস্ব প্রদিবেদক:
২৫ জুন ২০২৪, ১৯:২৭

আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারে ছুঁতে পারলে সেমিফাইনালে উঠতো বাংলাদেশ। অথচ পাওয়ার প্লেতে তিন উইকেট হারানোর পর সেই চেষ্টা প্রায় থামিয়ে দিয়েছিলেন ব্যাটাররা। ৮ রানে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অথচ সেমিতে যাওয়ার এই সুযোগটা শেষ বল পর্যন্ত কাজে লাগানোই ছিল স্বাভাবিক। অন্য দেশগুলো সেভাবেই হয়তো খেলতো, কিন্তু বাংলাদেশ আগেই হাল ছেড়ে দিয়েছে। ফলে দুই কূলই হারিয়েছে।

সেমিফাইনালে যাওয়ার চেষ্টা বাদ দিয়ে বাংলাদেশ স্লো ব্যাটিংয়ে জয়ের চেষ্টা করেছে। শান্তদের এমন পরিকল্পনায় হতবাক বিশ্ব ক্রিকেটের অনেকেই। বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালও দলের এমন পরিকল্পনার তীব্র সমালোচনা করলেন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি লিখেছেন, ‘আজকের হিসাবটা ছিল শুধুই ১২.১। এর বাইরে কিছুই ভাবার সুযোগ ছিল না। তাতে যদি ৫০ রানেও দল অলআউট হতো, অন্তত সবাই সেটা সহজভাবে নিতো।’

মাশরাফি আরও বলেছেন, ‘যদি এই ম্যাচ জিততাম, তাও বিবেকের কাছে হেরে যেতাম। এ ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না আমাদের জন্য, এটা ছিল ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্যই আশা দেখি বা দেখবো ইনশাআল্লাহ। হয়তো কোনও একদিন।’

এদিকে ইএসপিএন ক্রিকইনফোর টাইমড আউট অনুষ্ঠানে তামিম বলেছেন, ‘বাংলাদেশের সেমিফাইনালে খেলার জন্য রান তাড়া করা উচিত ছিল। এতে যদি ৬০-৭০ রানে আউট হয়ে যেতে হয়, তারপরও। আজকে সুযোগ ছিল খুব বিশেষ কিছু করার। আর এমন সুযোগ সবসময় আসে না।’

শান্ত স্বীকার করে নিয়েছেন, ৩ উইকেট হারানোর পর সেমিতে যাওয়ার হিসাব বাদ দিয়ে ম্যাচ জেতার পরিকল্পনা সাজিয়েছিলেন তারা, ‘পরিকল্পনা এরকম ছিল- প্রথম ৬ ওভার চেষ্টা করবো। যদি ভালো শুরু করি, দ্রুত উইকেট না পড়ে, ওই সুযোগটা নেবো। কিন্তু যখন ৩টা উইকেট পড়ে গেলো, আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল, কীভাবে আমরা ম্যাচটা জিততে পারি। তারপর বলবো, মিডল অর্ডার সে রকম ভালো সিদ্ধান্ত নেয়নি। এ কারণে আমরা হেরে গেছি।’

আমার বার্তা/এমই

১৬ মাস পর গ্রিলিশের গোল, ম্যান সিটির স্বস্তির জয়

জ্যাক গ্রিলিশ ১৬ মাস পর প্রিমিয়ার লিগে গোলের দেখা পেলেন, ম্যানচেস্টার সিটিও সহজেই ২-০ ব্যবধানে

ম্যাচ হেরে প্রতিপক্ষ কোচের নাক টেনে ধরলেন মরিনহো

বিতর্ক আর মরিনহো যেন সমার্থক শব্দ। নতুন করে আরেক বিতর্কের জন্ম দিলেন ফেনারবাহচে কোচ। বুধবার

বার্নাব্যুতে ৮ গোলের রুদ্ধশ্বাস লড়াই শেষে ফাইনালে রিয়াল

০-১, ১-১, ১-৩ থেকে ৩-৩, ৩-৪ এবং সর্বশেষ ৪-৪। রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল সোসিয়েদাদ ম্যাচের

খেলতে নেমে ২ মিনিটেই গোল করলেন মেসি

প্রায় দুই সপ্তাহ পর আজ মাঠে নামার দুই মিনিটের মধ্যে দুর্দান্ত এক গোল করে তাক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা বারের আইনজীবীর উপর হামলা

তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ ড. ইউনূসের

ট্রাম্পের সিদ্ধান্তে ওলট-পালট বিশ্ব বাণিজ্য, যা যা ঘটতে পারে

বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা আমাদের : ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে

এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই : শিক্ষাবোর্ড

শ্রীপুরে ট্রেনের পাওয়ার কারে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

স্বাস্থ্যসেবায় বাংলাদেশ চীন মেলবন্ধন

ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা

পক্ষে ২৮৮, বিপক্ষে ২৩২ ভোট : ভারতে লোকসভায় পাস ওয়াকফ বিল

শ্রীপুরে ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

বিশ্বের ধনীদের তালিকার শীর্ষে ইলন মাস্ক, দ্বিতীয় জাকারবার্গ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ

১৬ মাস পর গ্রিলিশের গোল, ম্যান সিটির স্বস্তির জয়

১০ জেলায় মৃদু তাপপ্রবাহ, শুক্রবার ৪ বিভাগে বৃষ্টি হতে পারে

গভীর রাতে ঘর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ

শার্শায় প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, চাচা-ভাতিজা নিহত

হঠাৎ অতিথির আগমন, আপ্যায়নে রাখুন চিকেন পাস্তা

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: শফিকুল আলম

ড. খলিলুরের সঙ্গে মার্কিন উপ-নিরাপত্তা উপদেষ্টার টেলিফোন বৈঠক