ই-পেপার মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১

২৬ রানে পিছিয়ে বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

আমার বার্তা অনলাইন:
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২১
আপডেট  : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৮

চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৬ রান। ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখনও ২৬ রানে পিছিয়ে আছে সফরকারীরা। ৮ উইকেট হাতে নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামবে বাংলাদেশ। সবমিলিয়ে কানপুর টেস্টে রোমাঞ্চকর পঞ্চম দিন অপেক্ষা করছে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও একবার ব্যর্থ বাংলাদেশের উদ্বোধনী জুটি। ১০ রান করে জাকির বিদায় নিলে ১৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। শেষ বিকেলে নাইট ওয়াচ ম্যান হিসেবে তিনে ব্যাট করতে এসেছিলেন হাসান মাহমুদ। তবে টিম ম্যানেজমেন্টের এই পরিকল্পনাও ভেস্তে গেছে। হাসান উইকেটে টিকতে পেরেছেন কেবল ৯ বল।

হাসানের বিদায়ের পর বিশেষজ্ঞ ব্যাটারই নামায় বাংলাদেশ। চারে আসেন মুমিনুল হক। প্রথম ইনিংসের অপরাজিত সেঞ্চুরিয়ান দিনের বাকিটা সময় সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে নিরাপদেই পার করেছেন। তাতে ২৬ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছে টাইগাররা।

এর আগে চতুর্থ দিনে লাঞ্চের কিছুক্ষণ পরই নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে ব্যাটিং করেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও ইয়াশভি জয়সাওয়াল। প্রথম ওভারেই তিন বাউন্ডারি মারেন জয়সাওয়াল। দ্বিতীয় ওভারে স্ট্রাইক পেয়ে নিজের খেলা ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকান রোহিত।

দুই ওপেনারের এমন ঝোড়ো ব্যাটিংয়ে দুই ওভারে ২৯, আর তিন ওভার শেষে ৫১ রান তুলে ভারত। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বল খেলে দলীয় অর্ধশতকের রেকর্ড এটি। দ্রুততম ফিফটির এর আগের রেকর্ড ছিল ইংল্যান্ডের। ৪.২ ওভারে চলতি বছর নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ রান পূরণ করেছিল ইংল্যান্ড।

অবশ্য এরপরেই ব্রেকথ্রু পেয়েছে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভার করতে এসে উইকেটের দেখা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বোল্ড হওয়ার আগে রোহিতের ব্যাট থেকে এসেছে ১১ বলে ২৩ রান।

অধিনায়ক দ্রুত ফিরলেও আরেক ওপেনার জয়সওয়াল পেয়েছেন ফিফটির দেখা। হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে ৫২ বলে ৭৭ রান করেছেন এই তরুণ ওপেনার। তার এমন বিস্কোরক ব্যাটিংয়ে মাত্র ১০.১ বলেই দলীয় শতরান স্পর্শ করে ভারত। টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম শতরানের কীর্তি এটি। এর আগের রেকর্ডও অবশ্য ভারতের দখলেই ছিল। সেবারও ওপেনার ছিলেন রোহিত ও জয়সাওয়াল। ২০২৩ সালে পোর্ট অব স্পেনে ১২.২ ওভারে দলীয় শতরান স্পর্শ করেছিল ভারত।

তিনে নেমে রানের দেখা পেয়েছেন শুবমান গিলও। সাকিবের বলে হাসান মাহমুদের হাতে ধরা পড়ার আগে ৩৬ বলে করেছেন ৩৯ রান। দ্রুত রান তুলতে বিরাট কোহলির আগেই ঋষব পান্তকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। তবে ব্যর্থ এই উইকেটরক্ষক ব্যাটার। ১১ বল খেলে ৯ রানের বেশি করতে পারেননি তিনি।

পাঁচে নেমে পরিকল্পনা অনুযায়ী ঝোড়ো ব্যাটিং করেছেন কোহলি। স্বভাব বিরুদ্ধ ব্যাটিংয়েও সফল এই অভিজ্ঞ ব্যাটার। সাকিবের বলে বোল্ড হওয়ার আগে ৩৫ বলে করেছেন ৪৭ রান।

কোহলি হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেও মিডল অর্ডারে নেমে এই মাইলফলক স্পর্শ করেছেন লোকেশ রাহুল। মাত্র ৩৩ বলে ফিফটি করেন তিনি। তাদের এমন ব্যাটিংয়ে মাত্র ২৪ ওভার ২ বলেই ২০০ রান পেরিয়ে যায় ভারত। যা টেস্ট ক্রিকেট ইতিহাসে কোনো দলের দ্রুততম ২০০ রান। এরপর ২৮তম ওভারে বাংলাদেশের করা ২৩৩ রান টপকে যায় ভারত।

কোহলি ফেরার পর সাতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি রবীন্দ্র জাদেজা। ইনিংসের ৩৩তম ওভারে মিরাজের খানিকটা খাটো লেংথের বল টেনে খেলতে গিয়ে কভারে শান্তর হাতে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে জাদেজার ব্যাট থেকে এসেছে ১৩ বলে ৮ রান।

জাদেজার পর রাহুলকেও ফিরিয়েছেন মিরাজ। স্ট্যাম্পিং হওয়ার আগে ৪৩ বলে ৬৮ রান করেছেন তিনি। পরিস্থিতি অনুযায়ী যা ছিল দারুণ কার্যকরী। এরপর রবিচন্দ্রন অশ্বিন ও আকাশ দীপ উইকেটে এসে দ্রুত শট খেলার চেষ্টা করেছেন। তবে কেউই খুব একটা সুবিধা করতে পারেননি। এই দুজন দ্রুত ফিরলে এক উইকেট হাতে রেখেই ইনিংস ঘোষণা করেন রোহিত শর্মা।

আমার বার্তা/এমই

আড়াই দিনের টেস্টেও বাংলাদেশের বড় ব্যবধানের হার

কানপুরের স্টেডিয়ামের সাপেক্ষে রেকর্ড রানতাড়া করে জিততে হতো ভারতকে। তবে সেই রেকর্ডটাও খুব একটা আহামরি

‘অস্ত্রের মুখে’ মালিকানা দখলের অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা অস্ত্রের মুখে দখলের অভিযোগ উঠেছে জাতীয় দলের

ভারতকে ৯৫ রানের টার্গেট বাংলাদেশের

কানপুর টেস্টে মুমিনুল হকের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে

সিলেটের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাচারকৃত অর্থ চেয়ে বিদেশে দুদকের ৭১ চিঠি

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, চেক ক্লিয়া‌রিং‌ বা‌তিল

আলিয়া মাদ্রাসা শিক্ষায় যুগোপযোগী আলেম তৈরি হচ্ছে না

গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: শ্রম উপদেষ্টা

সাগর-রুনি হত্যা মামলায় শিশির মনিরসহ লড়বেন ৯ আইনজীবী

ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে

আড়াই দিনের টেস্টেও বাংলাদেশের বড় ব্যবধানের হার

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি

বেক্সিমকোর সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ বহাল

প্রবীণরা বোঝা নয়, সমাজের বটবৃক্ষ

সড়ক নিরাপত্তা আইন নামে নতুন আইন প্রণয়নের দাবি নিসচার

যোগদান না করা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে

কুমিল্লা মেডিকেলের অধ্যক্ষ হলেন ডা. তাইয়েবুল ইসলাম

সরকারের মেয়াদ কী হবে সেটা সরকারই বলবে: ড. ইউনূস

খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব ইলাহী দাদ খান

সাড়ে ১৫ বছর বঞ্চিত কর্তাদের আবেদনের সময় বাড়ল ৩ দিন

‘অস্ত্রের মুখে’ মালিকানা দখলের অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

ভারতকে ৯৫ রানের টার্গেট বাংলাদেশের

বিশেষায়িত শিক্ষা নিয়েও বেকার বসে আছেন ৯ হাজার মিডওয়াইফ

জাহাজে ৩ জনের মৃত্যু : জমে থাকা গ্যাসেই বিস্ফোরণ