ই-পেপার শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

ভারতের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান শান্ত

আমার বার্তা অনলাইন:
০৫ অক্টোবর ২০২৪, ১১:৪৬

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য আক্রমণাত্মক ক্রিকেট খেলাকেই কৌশল হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগে এ কথা জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আগামীকাল রোববার গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত ও বাংলাদেশ। সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ম্যাচটি শুরু হবে।

এই সফরে ভারতের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজ দিয়ে কামব্যাক আশা করছেন অধিনায়ক শান্ত।

বাংলাদেশ অধিনায়ক জানান, টেস্ট সিরিজে বাংলাদেশ সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে পারেনি। দীর্ঘ ফরম্যাটে সিরিজ হারের সেই ক্ষত এবার সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট দিয়ে মুছে দিতে চায় সফরকারীরা।

শান্ত বলেন, ‘সত্যিকার অর্থেই আমরা এই সিরিজ জিততে চাই। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আপনি যদি আমাদের গত বিশ্বকাপের (টি-টোয়েন্টি বিশ্বকাপ) দিকে তাকান, আমাদের সেমিফাইনালে খেলার খুব ভালো সুযোগ ছিল। কিন্তু আমরা তা করতে পারিনি। তবে, এটি নতুন একটি দল। তাই আমি আশা করি, সব খেলোয়াড় এখানে ভালো ক্রিকেট খেলবে।’

টাইগার কাপ্তান আরও বলেন, ‘সবাই জানি, আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি (টেস্টে)। তাই আমরা আগে কী করেছি তা নিয়ে ভাবছি না। সামনের দিকে এগিয়ে যেতে চাই। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। আমরা সবাই জানি, টি-টোয়েন্টিতে খেলাটা সম্পূর্ণ আলাদা জিনিস। এত নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে।’

গোয়ালিয়রে এত আগে কখনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশ-ভারতের প্রথম টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক মাঠের তকমা পাবে সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামটি। যে কারণে এই মাঠের পিচ কেমন হবে, তা নিয়ে কোনো ধারণা নেই বাংলাদেশের।

শান্ত মনে করেন, বাংলাদেশের ক্রিকেটাররা পরিস্থিতির সঙ্গে দারুণভাবে খাপ খাইয়ে নেবে। তারা সেখানে পেশাদার ক্রিকেটটাই খেলবে।

টাইগার অধিনায়ক বলেন, আমরা জানি, এটি একটি ভিন্ন মাঠ, নতুন মাঠ এবং উইকেট সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা নেই। তবে আমরা গত কয়েকদিন অনুশীলন সেশন করেছি এবং উইকেট কেমন আচরণ করে তা খুঁজে বের করার চেষ্টা করেছি। আমরা জানি না। পিচ কেমন আচরণ করবে। কিন্তু একটি আন্তর্জাতিক দল হিসেবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব খাপ খাইয়ে নিতে হবে।

টি-টোয়েন্টিতে আপনি কখনই সবকিছু জানেন না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- যারা এসব জিনিসগুলোতে ভালো করবে, সেই দলই জিতবে। বড় নাম বা নতুন খেলোয়াড় বা পুরোনো খেলোয়াড়দের সম্পর্কে এর সম্পর্ক নেই। তাই এটা গুরুত্বপূর্ণ যে নির্দিষ্ট দিনে আমাদের ভালো খেলতে হবে’-যোগ করেন ২৬ বছর বয়সী শান্ত।

আমার বার্তা/জেএইচ

ম্যাচে কী হবে ৩-৪ ওভার আগেই বুঝতে পারেন লিটন: সালাউদ্দিন

লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০তে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ব্যাট হাতে রান না

বিপিএল পরিচালনা করবেন ২ বিদেশিসহ ১২ আম্পায়ার

আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের ১১তম আসরের। আগের দশটি আসরের থেকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে

চট্টগ্রামকে কাঁদিয়ে সেমিফাইনালে খুলনা

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম বিভাগের মুখোমুখি হয়েছিল খুলনা। এই ম্যাচে বন্দরনগরীর

ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার ম্যাচে টাইগারদের যত রেকর্ড

আজকের সকালটা বাংলাদেশের জন্য স্মরণীয় হয়েই থাকবে। ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর দেয়ালে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

সরকারের কাছে ন্যায়বিচার চেয়ে যা বললেন আলাল

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের আহ্বান

গাজীপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রাখাইনে জান্তার সেনা সদর দপ্তর দখল করলো আরাকান আর্মি

সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে

সমাজের উচ্চপর্যায়ের মানুষদের বিচার হয় না, এর পরিবর্তন দরকার

পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায় হাসান আরিফের অবদান স্মরণীয় হয়ে থাকবে

আন্দোলনে নিহত ও আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, দুই বাল্কহেডসহ আটক ৯

জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: ফারুকী

উত্তরা ক্লাবের নির্বাচনকে ঘিরে নানা আয়োজনে নেমেছেন প্রার্থীরা

ম্যাচে কী হবে ৩-৪ ওভার আগেই বুঝতে পারেন লিটন: সালাউদ্দিন

দেশীয় অস্ত্র হাতে আ.লীগ নেতার ভিডিও ভাইরাল

সহপাঠী নিহতের ঘটনায় সর্বোচ্চ শাস্তিসহ ৫ দফা দাবি বুয়েট শিক্ষার্থীদের

হাওরের অলওয়েদার সড়ক নিয়ে সৃষ্ট সমস্যা সমাধান করবে সরকার

আর্থিক খাতের শৃঙ্খলাসহ অর্থনীতিতে ৫ চ্যালেঞ্জ: হোসেন জিল্লুর

মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই তাই বেশি দেখাচ্ছে: অর্থ উপদেষ্টা

পুঁজিবাজার অস্থিরতার পেছনে প্লেয়ার-রেগুলেটরদের দুষলেন অর্থ উপদেষ্টা

ধর্মের ভিত্তিতে বিভাজন, সংখ্যালঘু ধারণায় আমরা বিশ্বাসী নই