ই-পেপার রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

আমার বার্তা অনলাইন:
০৮ অক্টোবর ২০২৪, ১৭:৩৮

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই, ২০২১ সালের জুলাই মাসে। তুমুল আলোচিত সেই অবসর। কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, হারারে টেস্টের মাঝপথে মাহমুদউল্লাহকে সতীর্থদের গার্ড অব অনার দিতে দেখে সবাইকে যা অনুমান করে নিতে হয়েছে। এরপর অনেক দিন মাহমুদউল্লাহ কিছু বলেননি। সেই অবসর নিয়ে রীতিমতো একটা রহস্যের জন্ম হয়েছিল।

টি–টোয়েন্টি থেকে অবসর নিতে এমন কোনো নাটকীয়তার আশ্রয় নেননি মাহমুদউল্লাহ। আনুষ্ঠানিকভাবেই বিদায়ের ঘোষণা দিয়েছেন। আগামীকাল ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিন ম্যাচের এই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেবেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেট এখনই ছাড়ছেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। দেশের হয়ে ওয়ানডে খেলে যেতে চান।

ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে খেললে বাংলাদেশের পক্ষে মাহমুদউল্লাহ শেষ টি–টোয়েন্টি ম্যাচটি হবে আগামী ১২ অক্টোবর। সেদিন হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

৩৯ ছুঁই ছুঁই মাহমুদউল্লাহ এই সিরিজ শুরুর আগেই সিদ্ধান্তটা মাহমুদউল্লাহ নিয়ে রেখেছিলেন। প্রথম ম্যাচের পরই বিসিবিকে যা জানিয়ে দিয়েছেন। বিসিবিও মাঠ থেকে বিদায় নিতে চাওয়ার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক মাহমুদউল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮। বাকি দুই ম্যাচ খেললে তাঁর টি–টোয়েন্টি ক্যারিয়ার শেষ হবে ১৪১ ম্যাচ খেলে। এর চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে মাত্র দুজনের।

বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও তাঁর। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে টস করতে নেমেছেন মাহমুদউল্লাহ। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি–টোয়েন্টি বিশ্বকাপেও নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ও মাহমুদউল্লাহর। তবে এই রেকর্ডের একজন ভাগীদার আছেন। তাঁর সমান ১৬টি জয় পেয়েছেন সাকিব আল হাসানও।

ক্যারিয়ারের সর্বশেষ পাঁচ–ছয় বছরে বাংলাদেশের টি–টোয়েন্টি দলে খেলেছেন ফিনিশারের ভূমিকায়। যে নামের সার্থকতা সবচেয়ে বেশি প্রমাণ করেছিলেন ২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে। ফাইনালে উঠতে জিততেই হবে, শ্রীলঙ্কার বিপক্ষে এমন এক স্নায়ুক্ষয়ী ম্যাচে মাহমুদউল্লাহর ১৮ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস বাংলাদেশকে এনে দিয়েছিল স্মরণীয় এক জয়। শেষ চার বলে ১২ রান লাগে—এমন পরিস্থিতিতে পরের তিন বলেই খেলা শেষ করে দেন মাহমুদউল্লাহ। প্রথম দুই বলে ৪ ও ২ রান, পরের বলে ছক্কা! মাহমুদউল্লাহ টি–টোয়েন্টি ক্যারিয়ারে সবচেয়ে স্মরণীয় ইনিংস এটাই হওয়ার কথা।

হয়তো কাছাকাছি থাকবে গত টি–টোয়েন্টি বিশ্বকাপে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই অপরাজিত ১৬। রানসংখ্যা যে ইনিংসের মহিমা বোঝাতে ব্যর্থ। ১৮তম ওভারে পরপর ২ উইকেট হারিয়ে বাংলাদেশের ৮ উইকেট নেই। শেষ দুই ওভারে লাগে ১১ রান। ১৯তম ওভারে শানাকার প্রথম বলেই ছক্কা মারেন মাহমুদউল্লাহ, ম্যাচ শেষ করে দেন সেই ওভারেই। বাংলাদেশের সুপার এইটে ওঠায় বড় ভূমিকা রাখে ওই জয়।

টি–টোয়েন্টির মাহমুদউল্লাহর কথা বললে এই দুটি ইনিংসই হয়তো বেশি মনে পড়ে। এর সঙ্গে আরও কিছু যোগ করার সুযোগ থাকছেই। ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ যদি খেলেন, শেষটাকে নিশ্চয়ই স্মরণীয় করে রাখার প্রতিজ্ঞা নিয়েই ব্যাটিং করতে নামবেন মাহমুদউল্লাহ।

আমার বার্তা/এমই

২৪ বছর পর নিজেদের দুর্গে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল ভারত

প্রতি পরতে পরতে রোমাঞ্চ সাজিয়ে বসেছিল মুম্বাইয়ের ওয়ানখেড়ে। ভারত খাদের কিনারে চলে গিয়েছিল মাত্র ২৯

ফেসবুকে সেঞ্চুরির সংখ্যা জানিয়ে কি লিখলেন বিজয়

বাংলাদেশের জার্সিতে শুরুটা ভালোই করেছিলেন এনামুল হক বিজয়। দুর্দান্ত পারফরম্যান্স করে ওপেনিংয়ে নিজের জায়গাটা শক্তও

ভারতের বিরুদ্ধে টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগ

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ভারত। এরপরই তারা পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে

অতিরিক্ত সময়ের গোলে মেসি-সুয়ারেজদের হার

গত আগস্টে সর্বশেষ লিগস কাপের ম্যাচ হেরেছিল ইন্টার মায়ামি। ১০ ম্যাচ পর এবার তাদের তিক্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের শক্ত ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে গেলেন কমালা

এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি: হাসান আরিফ

বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আল্টিমেটাম আদানির

২৪ বছর পর নিজেদের দুর্গে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল ভারত

মার্কিন নির্বাচন : সর্বশেষ জরিপে কে এগিয়ে ট্রাম্প নাকি কমলা?

ফেসবুকে সেঞ্চুরির সংখ্যা জানিয়ে কি লিখলেন বিজয়

‘আমরা ইসরায়েলকে সামলাতে পারবো না’, ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ফ্যাসিস্টরা যাতে ফিরে আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে

পিএসসিতে গতি ফিরছে, শিগগির স্থগিত ৩ বিসিএস নিয়ে সিদ্ধান্ত

মির্জাপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

লেবাননে মারা যাওয়া বাংলাদে‌শির মরদেহ দেশে আনা সম্ভব নয়

সব সিটিতে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ: হাসান আরিফ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা নিজ খরচে পেপারবুক প্রস্তুতের অনুমতি

ব্যবসায়ীর জমি লিখে নিয়ে আ.লীগ কার্যালয়ে দান করেন কাদের

চবির হলে নিম্নমানের খাবার, ম্যানেজারকেই খাওয়ালেন শিক্ষার্থীরা

ভারতের বিরুদ্ধে টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগ

আইএমএফের কাছ থেকে ঋণ নিয়ে অস্ত্র কেনে হাসিনা সরকার

কফিশপে ঢুকেছিলেন বাংলাদেশি নিজাম, ফিরলেন লাশ হয়ে

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, কমতে পারে দেশেও