ই-পেপার বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২

হারের বৃত্তে ম্যানসিটি, উড়ছে লিভারপুল

আমার বার্তা অনলাইন
০২ ডিসেম্বর ২০২৪, ১০:৫২

ইংলিশ প্রিমিয়ার লিগে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ম্যানচেস্টার সিটি। টানা সাত ম্যাচে জয় তুলতে পারেনি গার্দিওয়ালার শিষ্যরা। সবশেষ চিরপ্রতিদ্বন্দ্বী লিভার পুলের কাছে হেরেছে সিটিজেনরা। এতে প্রিমিয়ার লিগের শিরোপার রেস থেকে অনেকটা দূরে সরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে উড়ছে লিভারপুল।

রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাতে অ্যানফিল্ডে হাইভোল্টেজ ম্যাচে লিভাপুলের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে ম্যানসিটি। স্বাগতিকদের হয়ে গোল করেন কোডি হাকপো এবং মোহামেদ সালাহ।

এদিন ম্যাচের শুরু থেকেই সিটির ওপর শুরু থেকেই প্রবল চাপ তৈরি করে লিভারপুল। একাদশ মিনিটে প্রায় গোল বঞ্চিত হয় স্বাগতিকরা। দোমিনিক সোবোসলাইয়ের কর্নারে ভার্জিল ফন ডাইকের হেড বাধা পায় পোস্টে। তবে, ৬০ সেকেন্ডের মধ্যেই গোল করে ওই হতাশা মুছে ফেলে লিভারপুল। ডান দিক দিয়ে আক্রমণে উঠে বক্সে ঢুকে দূরের পোস্টে বল বাড়ান সালাহ, সেই বাড়ানো বলই জালে পাঠান হাকপো।

ম্যাচের প্রথম ২০ মিনিট এলোমেলো হয়ে থাকার পর পাল্টা আক্রমণের চেষ্টা করতে থাকে সিটি। বল দখলে রাখায়ও মনোযোগী হয় তারা, যদিও বিরতির আগে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি দলটি। নিজের ছায়া হয়ে থাকা আর্লিং হলান্ড ২৬তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের মুখে গিয়ে বল হারিয়ে ফেলেন।

প্রথম ৪৫ মিনিটে লিভারপুল যেখানে গোলের জন্য ১০টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে, সেখানে সিটি এই সময়ে একটি শট নিতে পারলেও সেটা লক্ষ্যে ছিল না। এতে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

বিরতির পর সিটির খেলার ধার কিছুটা বাড়ে। যদিও উল্লেখযোগ্য কিছু করতে পারছিল না তারা। ৭৪তম মিনিটে বক্সে দারুণ পজিশনে বল পেয়েও গোলরক্ষক বরাবর শট নেন হাকপো।

সিটির আত্মবিশ্বাসে আঘাত লাগে ৭৭তম মিনিটে। প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠে লিভারপুল। একা বক্সে ঢুকে পড়া লুইস দিয়াসকে ছুটে এসে ফাউল করেন গোলরক্ষক স্টেফান ওর্টেগা।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি মিস করলেও এবার ঠিকই গোল পেয়েছেন সালাহ। দারুণ শটে দলকে জয়ের পথে এগিয়ে নেন মিশরের স্ট্রাইকার। লিগে এই নিয়ে সবশেষ ছয় ম্যাচেই গোল পেলেন সালাহ। এবারের আসরে তার গোল সংখ্যা ১১।

ম্যাচের ৮৩তম মিনিটে সুযোগ পান কেভিন ডে ব্রুইনে। কিন্তু একরাশ হতাশা উপহার দেন তিনি। প্রতিপক্ষের দুর্বল শট বাধা পায় ডে ব্রুইনের পায়ে, বল ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের গায়ে মারেন বেলজিয়ান মিডফিল্ডার। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে লিভারপুল।

এতে লিগে টানা চারটি এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে জয় বঞ্চিত ম্যানসিটি। এর মধ্যে ছয়টিতেই পরাজিত তারা।

প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। আর অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। ১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে তারা। চতুর্থ স্থানে ব্রাইটন এবং ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যানসিটি।

পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট রাজশাহীর ক্রিকেটারদের

ঢাকা ও সিলেটের পর এবার বন্দরনগরী চট্টগ্রামে মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল। চট্টগ্রাম পর্ব সামনে রেখে

বিসিবিকে ঢাকার ক্লাবগুলোর ৩ দিনের আল্টিমেটাম দিয়ে না খেলার হুমকি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নিয়েছে। গঠনতন্ত্র সংশোধন বিষয়ক কমিটির প্রাথমিক প্রস্তাবনায় ঢাকার ক্লাবগুলোর

দুই রাউন্ড শেষে দেশি ক্রিকেটারদের জয়জয়কার

ঢাকা-সিলেট ঘুরে বিপিএল উৎসব এখন বন্দরনগরী চট্টগ্রামে। সাগরিকায় ১৬ জানুয়ারিতে থেকে শুরু হবে এবারের আসরের

পেনাল্টি মিস করায় হাভার্টজের অনাগত সন্তানকে হত্যার হুমকি

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। রুদ্ধশ্বাস এই ম্যাচে ১০ জনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে: রায়ের রিভিউতে আদালত

সংস্কার প্রতিবেদনের আলোকে গণঅভ্যুত্থানের চার্টার তৈরি হবে

চার সংস্কার কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ থাকছে

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর

কর বৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর কতটা প্রভাব পড়বে

বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ড. জহির খান বৃত্তি প্রদান

ডাকসু নির্বাচন : সর্বোচ্চ ৭ বছর ভোটার ও প্রার্থী হওয়ার সুপারিশ

তরুণ বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে আনসারে জনবল বাড়ানো হচ্ছে

পুলিশ পরিচয়ে আওয়ামী লীগ কর্মীকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

চার হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিলো গ্রিস

কিশোরগঞ্জে নার্সের ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

হাদিসে যেভাবে ভিক্ষাবৃত্তিতে অনুৎসাহিত করা হয়েছে

পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট রাজশাহীর ক্রিকেটারদের

কোন কারণে বেশি রাগ হয়?

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

মুক্তা চৌধুরীর পর পদ হারালেন তার স্ত্রীও

ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান

আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকা

ভারত থেকে এলো ২৪৫০ মেট্রিক টন চাল