ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। কিংসটাউনে লিটন দাসের নেতৃত্বে ক্যারিবীয়দের ২৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। এদিকে এমন জয়ের পরও দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচে ফিল্ডিং করার সময় বল লেগেছিল সৌম্যর আঙুলে। বল লাগার মাঠেই যন্ত্রণায় কাতর ছিলেন টাইগারদের এই ব্যাটার। পরে আর ম্যাচে খেলতে পারেননি তিনি, তখনই অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় হাসপাতালে।
বিজ্ঞাপন
বাংলাদেশের বোলিং ইনিংসের সময় সপ্তম ওভারে স্লিপে ফিল্ডিং করছিলেন সৌম্য। তানজিম হাসান সাকিবের বলে স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে বল লেগে আহত হন সৌম্য। টাইগার ব্যাটারের সবশেষ অবস্থা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সোউম্য চোট পাওয়া আঙুলে ৫টি সেলি লেগেছে বলে জানানো হয়েছে। এছাড়া আঙুলের হাড়ও স্থানচ্যুত হয়েছে। এ চোটের কারণে তাকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ‘সৌম্যের ডান হাতের তর্জনী আঙুল কেটেছে, যেখানে পাঁচটি সেলাই লেগেছে। ম্যাচের পর একটি এক্সরে করানো হয়, তার আঘাত পাওয়া জায়গার হাড় নড়ে গেছে। তার সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।’
এদিকে চোটের কারণে ছিটকে যাওয়ায় ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ তো বটেই, আসন্ন বিপিএলের প্রথমভাগের কিছু ম্যাচও সৌম্য মিস করতে পারেন বলেই ধারণা করা হচ্ছে। চলমান সফরে ব্যাত হাতে ছন্দেই ছিলেন সৌম্য। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিনি ৩২ বলে ৪৩ রান করেন। আজ অবশ্য ১৮ বলে ১১ রান করে আউট হন তিনি। এর আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে করেছিলেন ৭৩ রান।।
আমার বার্তা/জেএইচ