ই-পেপার শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

২ ম্যাচ বাকি থাকতেই বার্সেলোনাকে শিরোপা জেতালেন ইয়ামাল

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৫, ০৯:১৮

এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়েই লা লিগার শিরোপা প্রায় পুনরুদ্ধার করে ফেলে বার্সেলোনা। তাদের কেবল ২ পয়েন্ট প্রয়োজন ছিল। মৌসুমের দুই ম্যাচ বাকি থাকতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে কাতালানদের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করলেন লামিনে ইয়ামাল। ১৭ বছর বয়সী এই স্প্যানিশ তারকা নিজে গোল করেছেন, সতীর্থকে দিয়ে আরেকটি করিয়েছেন। যার সুবাদে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে ২৮তম লা লিগা জিতল বার্সেলোনা।

গতকাল (বৃহস্পতিবার) রাতে প্রতিপক্ষের মাঠ আরসিডিই স্টেডিয়ামে প্রথমার্ধে সেভাবে সুবিধা করতে পারছিলেন না ইয়ামাল। দ্বিতীয়ার্ধে তিনি কাতালানদের চিরচেনা ছন্দে ফেরালেন। তার পাশাপাশি এক গোল করে বার্সার জয় নিশ্চিত করেছেন ফার্মিন লোপেজ। গত মৌসুমে লা লিগায় ৩৬তম শিরোপা জিতেছিল রিয়াল। এবার তাদের দুইয়ে রেখে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা শিরোপা পুরুদ্ধার করল।

রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকোয় ৪-৩ গোলে জয়ের ম্যাচ থেকে এদিন কয়েকটি পরিবর্তন নিয়ে একাদশ সাজান ফ্লিক। শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও প্রথম সুযোগটা পায় স্বাগতিক এস্পানিওল। তবে চতুর্থ মিনিটে তাদের উর্কো গঞ্জালেসের নেওয়া নিচু শটটি লক্ষ্যে ছিল না। হঠাৎ করেই সপ্তম মিনিটে রেফারি খেলা বন্ধ করে দেন। ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে দর্শকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়াকে কেন্দ্র করে স্পিকারে সতর্কতা দেওয়ার পরই ফের বল মাঠে গড়ায়।

কাতালানরা ম্যাচে প্রথম সুযোগ পায় ত্রয়োদশ মিনিটে। যদিও রবাট লেভান্ডফস্কি বক্সের সামনে থেকে জোরালো শট লক্ষ্যে রাখতে পারেননি। মিনিট তিনেক বাদে এস্পানিওলের জোরালো শট ঠেকিয়েছেন বার্সা গোলরক্ষক ভয়চেক সিজনি। এভাবে উভয় দল বিরতির আগপর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কেউ গোলের দেখা পায়নি। ম্যাচের ডেডলক ভাঙা প্রথম গোলটি আসে দ্বিতীয়ার্ধের অষ্টম (৫৩) মিনিটে। দানি অলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করার একপর্যায়ে কয়েকজনকে কাটিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান ইয়ামাল।

পিছিয়ে পড়া স্বাগতিক এস্পানিওল আরেকবার ধাক্কা খায় ৮০তম মিনিটে। ইয়ামালের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টায় তার পেটে জোরে আঘাত করে বসেন ডিফেন্ডার লিয়ান্দ্রো ক্যাবরেরা। ভিএআরে মনিটরে দেখে রেফারি তাকে লাল কার্ড দেখান। ফলে বাকি সময় এস্পানিওল খেলে একজন কম নিয়ে। নির্ধারিত সময় শেষ হয় ১-০ গোলে। তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটেই লিড দ্বিগুণ করে বার্সেলোনা। লেভান্ডফস্কির বদলি নামা লোপেজ ইয়ামালের বাড়ানো বল ধরে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার জার্সিতে এবার ৫৩ ম্যাচে ১৭ গোল ও ২৫টি অ্যাসিস্ট করলেন ইয়ামাল। ১৭ বছরেই তিনি স্পেন জাতীয় দল ও ক্লাবের হয়ে পঞ্চম শিরোপা জিতলেন। এ নিয়ে নিজের প্রথম মৌসুমেই স্পেনের ঘরোয়া প্রতিযোগিতায় শিরোপার ট্রেবল জিতলেন হ্যান্সি ফ্লিক। আগের দুটি (সুপারকাপ ও কোপা দেল রে) শিরোপায়ও তার দল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারিয়েছে।

লা লিগার ট্রফি পাওয়ার অপেক্ষায় থাকা কাতালানদের ৩৬ ম্যাচে পয়েন্ট ৮৫। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়াল ৭৮ পয়েন্ট পেয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই শিরোপা পুনরুদ্ধারে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে কার্লো আনচেলত্তির দল।

আমার বার্তা/এমই

দিল্লির চাওয়া ৩ ম্যাচ, বিসিবি রাজি ২ ম্যাচে

আইপিএলের চলতি মৌসুমে আরও তিনটি ম্যাচে মুস্তাফিজুর রহমানকে খেলাতে চায় দিল্লি ক্যাপিটালস। এরই মধ্যে বাংলাদেশ

আনচেলত্তিকে নিয়োগের পরই পদচ্যুত ব্রাজিলের ফুটবল প্রধান

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজকে পদচ্যুত করেছেন রিও ডি জেনেইরোর একটি আদালত। একইসঙ্গে

পাকিস্তান সফর নিয়ে বিসিবিকে সরকারের সবুজ সঙ্কেত

চলতি মাসের ২৫ তারিখ থেকে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর

পিএসএল ও আইপিএল খেলার অনুমতি পাচ্ছেন সাকিব-মোস্তাফিজ

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান- দুজনেই যথাক্রমে পিএসএল এবং আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছেন। ‎আইপিএলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় দিনের মতো কাকরাইলে চলছে জবির আন্দোলন

দাম বেড়েছে ডিমের, কমেছে মুরগির দাম

ই-কমার্স খাতকে দারিদ্র্য বিমোচনের মৌলিক উপকরণ হিসেবে দাঁড় করাতে চাই: ফয়েজ

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আরও নতুন পাঁচটি বিভাগ চালু

দিল্লির চাওয়া ৩ ম্যাচ, বিসিবি রাজি ২ ম্যাচে

গাজা দখল করে 'ফ্রিডম জোন' তৈরি করতে চান ট্রাম্প

আইসিসিবিতে চলছে 'সেফ এইচভিএসিআর এবং কোল্ড চেইন ২০২৫' প্রদর্শনী

মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়লো ৮০ দোকান

জুমার নামাজের পর গণঅনশনে বসবে জবি শিক্ষক-শিক্ষার্থীরা

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর

কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও

দেশে শিল্প খাতে চলছে তীব্র গ্যাস-সংকট

আনচেলত্তিকে নিয়োগের পরই পদচ্যুত ব্রাজিলের ফুটবল প্রধান

জাতিসংঘ-বাংলাদেশ টেকসই উন্নয়নে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত

ইসরায়েলি হামলায় গাজায় একদিনেই নিহত ১৪৩ ফিলিস্তিনি

২ ম্যাচ বাকি থাকতেই বার্সেলোনাকে শিরোপা জেতালেন ইয়ামাল

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান

১৬ মে ঘটে যাওয়া নানান ঘটনা

জেট ফুয়েলের দাম কমায় ভাড়া কমানো আহ্বান, সাড়া দিচ্ছে এয়ারলাইনগুলো