
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করল বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী ২৬ ডিসেম্বর হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটির উদ্বোধন। মাসব্যাপী প্রতিযোগিতার ফাইনাল মাঠে গড়াবে আগামী ২৩ জানুয়ারি।
মঙ্গলবার প্রকাশিত সূচি অনুসারে, ছয়টি দল নিয়ে অনুষ্ঠেয় ২০২৬ বিপিএলে তিনটি ভেন্যুতে মোট ম্যাচ হবে ৩৪টি। এর মধ্যে ৩০টি প্রাথমিক বা লিগ পর্বের ম্যাচ। এই পর্ব শেষে পয়েন্ট তালিকার সেরা চারটি দল টিকিট পাবে প্লে-অফ পর্বের। সেখানে এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনালসহ হবে চারটি ম্যাচ। প্লে-অফ পর্বের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের বিপিএল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই পর্ব চলবে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। এরপর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত হবে চট্টগ্রাম পর্ব। সবশেষে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা পর্ব চলবে ১৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। সিলেট ও চট্টগ্রাম পর্বে ১২টি করে ম্যাচ ও ঢাকা পর্বে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্বের মাঝে দুদিন করে বিরতি আছে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের পরের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস মোকাবিলা করবে চট্টগ্রাম রয়্যালসকে। অংশগ্রহণকারী বাকি দুটি দল হলো ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স।
প্রাথমিক পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ মাঠে গড়াবে। শুক্রবার বাদে সবদিন প্রথম ম্যাচ দুপুর ১টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে। শুধু শুক্রবারে প্রথম ম্যাচ দুপুর ২টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে। শুক্রবার হওয়ায় ফাইনালও মাঠে গড়াবে সন্ধ্যা ৭টা থেকে।
আমার বার্তা/জেএইচ

