রাজধানীর চকবাজারের মৌলভী বাজার কাচাঁবাজারের পাশে আমজাদ মিয়ার আট তলা ভবনের ছাদ থেকে পূর্ব শত্রুতার জেরে মোঃ জীবন (১৮) নামে এক যুবককে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যার অভিযোগ পরিবারের।
জীবন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঢালিপাড়া গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে । বর্তমানে চকবাজার এলাকায় ভাড়া থাকতো। নিহত জীবন একটি স্টেশনারি দোকানের কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
শুক্রবার (১ নভেম্বর) রাত দেড়টা নাগাদ মুমূর্ষ্য অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিযহতের চাচা হৃদয় জানান, আমার ভাতিজাকে সাথে নিয়ে "কিছু কথা আছে" এই কথা বলে ওই একই এলাকার লতিফ নামের একটি ছেলে আমজাদ মিয়ার আটতলা ভবনের ছাদে যায়। এক পর্যায়ে আমার ভাতিজাকে লতিফ ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন আমি নিচে পাশে দাঁড়িয়ে ছিলাম। পরে আমার ভাতিজার চিৎকার শুনে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাতিজা আর বেঁচে নেই। মৃত্যুর আগে আমার ভাতিজা বলে গিয়েছিল লতিফ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ভাই আমি আমার ভাতিজার হত্যার বিচার চাই, এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, গত রাতের দিকে রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আমার বার্তা/এম রানা/জেএইচ