মৌলভীবাজার জেলার জুড়ীতে এক গৃহবধূককে অমাবিক নির্যাতনের অভিযোগ উঠেছে সৎ ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি বুধবার (৩০ অক্টোবর) উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে ঘটেছে। নির্যাতনের শিকার হাসিনা বেগম (২৫) বেলাগাঁও গ্রামের সুলতান আহমদের স্ত্রী। নির্যাতনকারী হলেন একই গ্রামের মৃত রজব আলীর ছেলে তৈয়মুছ আলী (৪০), তৈয়মুছ আলীর স্ত্রী দিপা বেগম( ৩৫), তৈয়মুছ আলীর ছেলে তপন মিয়া (২০), তৈয়মুছ আলীর মেয়ে তমা আক্তার (২২)। মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠেছে।
জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের সুলতান আহমদের স্ত্রী হাসিনা বেগম বাবার দেয়া জমিতে স্বামীকে নিয়ে বসবাস করছেন। হাসিনা বেগমের সৎ ভাই তৈয়মুছ আলী তাদের থাকার জায়গাটি দখল করার জন্য বেশ কয়েক মাস ধরে তাকে নির্যাতন করে আসছে। বুধবার (৩০ অক্টোবর) পর্যায়ক্রমে দুইবার হাসিনা বেগমের উপর হামলা চালিয়ে ঘরে থাকা সবকিছু ভাঙচুর করে তৈয়মুছ আলী সহ তার স্ত্রী সন্তানেরা। পরে খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরআগে গত ১১ অক্টোবর বাড়ির জমিটি দখলের উদ্দেশ্যে সৎ ভাই তৈয়মুছ আলীসহ তার স্ত্রী ও সন্তানেরা হাসিনা বেগমের উপর হামলা চালিয়ে বসতঘর ভাংচুর করে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় হাসিনা বেগম আহত হলে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় সুলতান আহমেদের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে সৎ ভাই সহ চারজনের বিরুদ্ধে জুড়ী থানায় অভিযোগ দায়ের করেন।
নির্যাতনের শিকার হাসিনা বেগম বলেন, আমার সৎ ভাই তৈয়মুছ আলী আমার ঘরের জায়গাটি দখল করার জন্য ইতিমধ্যে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। আজকে আবারো হামলা চালিয়ে ঘরের সব মালামাল ভাঙচুর করে আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, গৃহবধূ নির্যাতনের বিষয়ে অভিযোগ পেয়েছি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।