রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোঃ সুজন (৩০) নামে এক যাত্রীবাহী বাসের হেলপার নিহত হয়েছে।
নিহত সুজন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।সে গ্রীন লাইন পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিল বলে জানিয়েছেন স্বজনরা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী রাসেল মিয়া বলেন, সুজন গ্রীন লাইন পরিবহনের হেলপার হিসেবে কাজ করত। গতরাতে শনির আখড়ার সেন্টু পাম্পের সামনে গ্রীন লাইনের বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় বাসের পাশে দাঁড়িয়ে ছিল সুজন। তখন পিছন থেকে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান সুজনকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুততাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সুজন আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, নিহত সুজনের মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।
আমার বার্তা/জেএইচ