
রাজধানীর রমনার নিউ ইস্কাটন রোডে ইন্টারনেটের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ইন্টারনেট লাইনম্যানের কর্মী ছিলেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ার হোসেন বরিশালের কোতোয়ালি থানার দক্ষিণ গরাপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। তিনি বর্তমানে মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ছেলে শুভ জানান, আমার বাবা নিউ ইস্কাটন রোড এলাকায় একটি ইন্টারনেট কোম্পানিতে লাইনম্যান হিসেবে কাজ করতেন। আজ বিকেল ৩টার দিকে নিউ ইস্কাটন রোড এলাকায় ইন্টারনেটের লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আমার বার্তা/এমই

