
ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো পত্রিকার অফিসে বৃহস্পতিবার রাত ১২টার দিকে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর একদল বিক্ষুব্ধ ব্যক্তি এই হামলা চালিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত মানুষজন জানিয়েছেন, বিক্ষুব্ধরা প্রথম আলো কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেয় এবং ভারতবিরোধী ও সংবাদমাধ্যমবিরোধী স্লোগান দিতে থাকে। এ সময় কার্যালয়ের সামনের অংশে উল্লেখযোগ্য ক্ষতি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে কার্যালয়ের ভিতরের নিরাপত্তা তৎপরতার কারণে বড় ধরনের মানুষিক বা শারীরিক ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে প্রথম আলো কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনও করেননি। তবে তারা জানিয়েছেন, হামলার সঙ্গে যারা যুক্ত তাদের শনাক্ত করার জন্য ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীর বিবরণ সংগ্রহ করা হচ্ছে।
ঢাকার এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছে।

