দিন দিন মারাত্মক আকার ধারণ করছে মনির বাহিনীর অত্যাচার আর তান্ডব। ফলে তাদের কাছে জিম্মি ও আতঙ্কিত হয়ে পরেছে ভান্ডারিয়ায় নিরপরাধ ও শান্তিপ্রিয় মানুষ গুলো।
পিরোজপুরের ভান্ডারিয়া পৌর এলাকার আব্দুল কাদের আকনের ছেলে মনির। বিগত সরকার আমলে মনিরের ভান্ডারিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিরাজুল ইসলাম এর সাথে সখ্যতা থাকলেও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঐদিন থেকেই শুরু হয় মনির বাহিনীর উত্থান। ভাই শাহ আলম মুন্সি ভাতিজা যুবদল নেতা রিয়াদ মুন্সি এবং স্থানীয় যুবলীগ নেতা আতিক মুন্সি নেতৃত্বে চলছে তার বাহিনী। তার উপরে আছেন তারই রাজনৈতিক দলের সদস্য সচিব ভান্ডারিয়া পৌর বিএনপি সদস্য সচিব মাসুদ রানা পলাশ। মনির দেশের একটি গুরুত্বপূর্ন রাজনৈতিক দলের উপজেলা কমিটির সদস্য সচিব হওয়ায় তার এই দুর্ধর্ষ বাহিনীতে হচ্ছে না কোন সদস্যের অভাব। ফলে তিনি উদ্যতপ্রতাপে চালিয়ে যাচ্ছেন হামলা, দখল ও চাঁদাবাজির মতো ঘটনা৷ ফলে যেমন একদিকে তাদের তান্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলা নীরপরাধ ও শান্তি প্রিয় মানুষ গুলো তেমনি প্রতিনিয়ত জিম্মি ও আতংকিত হয়ে পড়েছে।
গত ১০ সেপ্টেম্বর মনির তার বাহিনী নিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ ধাওয়া গ্রামের আঃ মজিদ সিকদারের ছেলে তানভীর সিকদারের বাড়ি দখল করতে যায়। এ সময় তারা তানভীরকে মারধোর করায় তিনি আহত হয়। তবে হামলাকারী মনির বাহিনী বাড়ি ঘর দখল করতে না পারলেও তারা হামলা চালিয়ে তানভীরের বাড়িঘর ভাঙচুর করে এ ঘটনায় তানভীর পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন যার নাম্বার- সি আর- ২৬১/২০২৪(ভাঃ)।
এ ব্যাপারে ধাওয়া গ্রামের বাসিন্দা মনির বাহিনীর হামলায় আহত তানভীর সিকদার বলেন, মনির বাহিনী তার বাড়িঘর দখল করতে গেলে তিনি তাতে বাধা দেন। এ সময় তাকে আহত করা হয়।এ ঘটনায় তিনি আদালতে একটি মামলা করেন।
এছাড়া ওই উপজেলার লক্ষীপুরা গ্রামের শামীম হোসেন নয়ার বাড়িতে হামলা চালিয়ে তাকে আহত করে বাড়ি থেকে বের করে দেয় মনির বাহিনী। পরে তার ওই জায়গায় সাইনবোর্ড টা নিয়ে দখলে নাই তারা।
এই ঘটনায় ভয়ে নয়া মুখ খুলতে না চাইলেও কথা বলার এক পর্যায়ে তিনি জানান, মনির বাহিনী তাকে মারধর করে তার বাড়িঘর দখল করে নেয়।তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে তিনি পালিয়ে বেড়াচ্ছেন বলে জানান ।
আমার বার্তা/এমই