মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে মাদক,দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইমন, সাইফুল ইসলাম শাওয়ন (৩০), শফিউল্লাহ মেম্বার (৬০), ভবেরচর ইউনিয়ন বিএনপি নেতা বাদল, কাউছার, সাখাওয়াত।
শুক্রবার (১ নভেম্বর) রাতব্যাপী বিশেষ অভিযানে উপজেলার ভবেরচর ইউনিয়ন আনারপুরা গ্রাম এলাকা সহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় ৬জন।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান যৌথ অভিযানে আটককৃত ৬ জনের মধ্যে আনারপুরা গ্রামের ভবেরচর ইউনিয়ন সাবেক ইউপি সদস্য শফিউল্লাহ মেম্বারকে দেশীয় অস্ত্রসহ তার নিজ বাসভবন থেকে আটক করা হয়েছে। অপর ৫ জনকে মাদক সেবন অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অস্ত্র আইনে শফিউল্লাহ মেম্বার এর নামে অস্ত্র মামলা দায়ের করার প্রক্রিয়া কাজ চলছে।
আটককৃত অপর ৫ জনকে মাদক মামলায় চালান দেওয়ার মামলা প্রক্রিয়া কাজ চলছে। গ্রেপ্তারকৃত সকলকেই আগামীকাল রোববার কোট হাজাতে পাঠানো হবে।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই