ই-পেপার বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

চাঁদপুরে ঘুষ লেনদেনের ঘটনায় এসআই মাহফুজ ক্লোজড

চাঁদপুর প্রতিনিধি:
১২ নভেম্বর ২০২৪, ১৬:২৩

দোকানে বসে ঘুসের টাকা গুনে গুনে পকেটে নেওয়া পুলিশের সেই উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানকে চাঁদপুরের হাজীগঞ্জ থানা থেকে পুলিশ লাইনসে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ওই এসআইকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।

এর আগে সোমবার দুপুরে তাকে হাজীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করা হয়। সম্প্রতি হাজীগঞ্জে একটি দোকানে বসে সাদা পোশাকে এসআই মাহফুজুর রহমানের ঘুসের টাকা প্রকাশ্যে গুনে গুনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, এসআই মাহফুজুর রহমান স্থানীয় একটি দোকানের চেয়ারে খোশমেজাজে বসে আছেন। তিনি বলছেন, ‘১০ হাজার টাকা কইছি।’

সামনে বসে থাকা এক ব্যক্তি বলছেন, ‘সবুরে মেওয়া ফলে।’ পুলিশ কর্মকর্তা তার দিকে মনোযোগ দিয়ে আঙুল উঁচিয়ে বলেন, ‘এক টাকাও কম হইত ন।’

সামনে বসে থাকা ব্যক্তি বলেন, ‘বস, একটু বসেন।’ এসআই তখন মুচকি হাসেন। মুখে আলতো করে হাত বুলিয়ে বলেন, ‘কাম শেষ, এখন টিয়া।’

এ সময় আরেক ব্যক্তি বলেন, ‘মাহফুজ ভাই, আসলে যে মুরুব্বি, সে বেকার মানুষ তো জানেন।’

এ সময় এসআই মাহফুজ হেসে হেসে বলেন, ‘বেকার না আকার।’ তখন দ্বিতীয় ব্যক্তি বলেন, ‘যাই হোক তার ছেলেমেয়ে বাদ, তিনি বেকার মানুষ। তিনি আগে ড্রেজার ব্যবসা টেবসা করতেন। অনেকের কাছে টাকা পাওনা ছিল। এর আগে যাই দিছি দেখছেননি। তারে একজন দিয়ে গেছে, তার আবার ওষুধ কিনা লাগে, এরপর এই ঝামেলা লাগি গেছে।’

এ সময় মাহফুজ বলেন, ‘দেন দেন।’ তখন প্রথম ব্যক্তি বলছেন, ‘গরিব মাইনসের লাগি একটু দিলটা নরম করেন। যেডিন ঝামেলা আছে।’

এরপর মাহফুজ আরেক ব্যক্তির দিকে তাকিয়ে হাসতে হাসতে দ্বিতীয় ব্যক্তির দিকে হাত এগিয়ে দিলে ওই ব্যক্তি মানিব্যাগ থেকে টাকা বের করে মাহফুজের হাতে দেন। ওই ব্যক্তি টাকা দিতে দিতে বলেন, ‘আমি না পারতে এ পর্যন্ত আসলাম। বিশ্বাস করেন। আমি আরেক দিন এসে ডিটেইলস বলব, তখন বুঝবেন। না হলে আমি আপনার কাছে আসতাম না। যদি অফিশিয়ালি সলিউশন করতে পারতাম।’

এ সময় প্রথম ব্যক্তি বলেন, ‘টাকা গইন্নেন না, গইন্নেন না।’

তখন মাহফুজ বলেন, ‘টাকা গুনে নেওয়া সুন্নত।’ প্রথম ব্যক্তি বলেন, ‘রুম অন্ধকার, আল্লাহ কইছে মাইনসেরে দেহাই কিল্লাই।’ এ সময় মাহফুজ মুচকি হাসতে হাসতে টাকা গুনছেন কয়েকবার। দ্বিতীয় ব্যক্তি বলছেন, ‘চা খাবেন?’ মাহফুজ জবাব দেন, ‘পরে খাব’। এই বলে টাকা হাতের মুঠোয় নিয়ে বের হয়ে যান।

তবে ঘুস নেওয়ার বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে এসআই মাহফুজুর রহমান বলেন, ‘এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’ ঘুষের টাকা গুনে নেওয়ার ভিডিও আপনার কি না—এমন প্রশ্নের জবাবে চুপ করে থাকেন তিনি।

এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে হাজীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে চাঁদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তাকে দিয়ে ঘটনাটির তদন্ত করা হবে।

আমার বার্তা/এমই

পাইকগাছায় দু’গ্রুপে বিএনপি

খুলনার উপজেলা বিএনপির দলীয় নিজস্ব কার্যালয়টি আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কার্যালয়ের বাইরে এক পাশের

বোয়ালখালীতে ৪ ফার্মেসিকে ৮৩ হাজার টাকা জরিমানা

বোয়ালখালীতে বিক্র‍য় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে ৪টি ফার্মেসীকে ৮৩ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে কনস্টেবল নিয়োগে ১৪৯ তরুণ-তরুণী সুপারিশপ্রাপ্ত

ময়মনসিংহে কঠোর স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে মাত্র ১২০ টাকার আবেদনে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল

ভৈরবে পাইকারী কাপড়ের বাজারের প্রধান ভয় ছিনতাই

কিশোরগঞ্জের ভৈরবের পাইকারী কাপড়ের হাটটি দিনদিন দেশব্যাপী জনপ্রিয় হয়ে উঠলেও , এখানে ব্যাবসায়ী ও ক্রেতাদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় দু’গ্রুপে বিএনপি

ঢাকা থেকে সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনায় বাংলাদেশ-পাকিস্তান

ব্রিটিশ হাইকমিশনারকে ডেকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে আর ভারতের আধিপত্য চলবে না: হাসনাত আব্দুল্লাহ

হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়াসহ ২৬ জন

নির্বাচনের রোডম্যাপ দিলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না: বিএনপি

বোয়ালখালীতে ৪ ফার্মেসিকে ৮৩ হাজার টাকা জরিমানা

ইনডেক্সধারী সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন: শিক্ষা উপদেষ্টা

ময়মনসিংহে কনস্টেবল নিয়োগে ১৪৯ তরুণ-তরুণী সুপারিশপ্রাপ্ত

সার্বভৌমত্ব-অস্তিত্ব-স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সবাই ঐক্যমত: আসিফ নজরুল

ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে দ্রুতব্যবস্থা

একটা নির্বাচন কমিশন দিনকে রাত করা ছাড়া সবই পারে: বদিউল

বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিএসএফ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৯

আগামী জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর

নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে, সময় নিয়ে নয়: ইসি সানাউল্লাহ

ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছিল তা সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ভৈরবে পাইকারী কাপড়ের বাজারের প্রধান ভয় ছিনতাই

রাজনৈতিক দলগুলোর কাছে ৩ বিষয়ে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা

জাতির অস্তিত্বের প্রশ্নে সবাইকে একজোট হতে হবে: ড. ইউনূস