টাঙ্গাইল জেলার মির্জাপুরে ধান ভাঙানো মেশিনে কাপড় পেঁচিয়ে আলিয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫৫ বছর।
রোববার (১ ডিসেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থাটাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল চারটায় মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই রুস্তম আলী বলেন, সকালের দিকে বাড়ির উপর ধান ভাঙ্গানো মেশিন নিয়ে একজন আসে। পরে ধান ভাঙ্গানোর সময় আমার বোনের কাপড়ের আঁচল মেশিনে পেচিয়ে যায়। এতে আমার বোন মেশিনে পেঁচিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার বোন আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/এম রানা/এমই